x = siny হলে x এর সর্বনিম্ন মান কত?
A
- 1
B
- 1
C
∞
D
1
উত্তরের বিবরণ
সমাধান:
আমরা জানি,
sin ফাংশনের পরিসর হল - 1 ≤ siny ≤ 1
এর অর্থ হল siny এর সর্বোচ্চ মান 1 এবং সর্বনিম্ন মান - 1।
সুতরাং siny সর্বনিম্ন মান - 1
0
Updated: 1 month ago
cos45° ⋅ cos15° + sin45° ⋅ sin15° = ?
Created: 1 month ago
A
1/√2
B
1/√3
C
√3/2
D
√3/2
সমাধান:
আমরা জানি,
cosA cosB + sinA sinB = cos(A - B)
এখন,
cos45° cos15° + sin45° sin15°
= cos(45° - 15°)
= cos30°
= √3/2
0
Updated: 1 month ago
একটি বর্গাকার বাগানের ক্ষেত্রফল ৩৬০০ বর্গমিটার। বাগানের চারদিকে বেড়া দেওয়া আছে। বেড়ার মোট দৈর্ঘ্য কত?
Created: 1 month ago
A
১৬০ মিটার
B
১৯০ মিটার
C
২১০ মিটার
D
২৪০ মিটার
প্রশ্ন: একটি বর্গাকার বাগানের ক্ষেত্রফল ৩৬০০ বর্গমিটার। বাগানের চারদিকে বেড়া দেওয়া আছে। বেড়ার মোট দৈর্ঘ্য কত?
সমাধান:
আমরা জানি,
বর্গক্ষেত্রের বাহু = √ক্ষেত্রফল
∴ বাহু = (√৩৬০০)
= ৬০ মিটার
আবার,
বর্গক্ষেত্রের পরিসীমা = ৪ × বাহু
= (৪ × ৬০) মিটার
= ২৪০ মিটার
∴ বেড়ার মোট দৈর্ঘ্য = ২৪০ মিটার।
0
Updated: 1 month ago
A = 40° হলে cos(3A/2) = কত?
Created: 1 month ago
A
√3/2
B
1/√2
C
1
D
1/2
সমাধান:
দেওয়া আছে,
A = 40°
এখন,
cos(3A/2)
= cos{(3 × 40°)/2}
= cos60°
= 1/2
0
Updated: 1 month ago