A
বেকারত্ব থেকে মুক্তি
B
নির্বাচিত হওয়া
C
মতামত প্রকাশ
D
ভোট দেওয়া
উত্তরের বিবরণ
ChatGPT said:

0
Updated: 1 day ago
সামাজিক চুক্তি মতবাদের মূল বক্তব্য কী?
Created: 1 day ago
A
ধর্মীয় বিধানের মাধ্যমে রাষ্ট্র সৃষ্টি হয়েছে
B
সামরিক শক্তির মাধ্যমে রাষ্ট্র সৃষ্টি হয়েছে
C
জনগণের পারস্পরিক চুক্তির ফলে রাষ্ট্র সৃষ্টি হয়েছে
D
রাষ্ট্র শাসকের ইচ্ছায় সৃষ্টি হয়েছে
সামাজিক চুক্তি মতবাদ
-
এ মতবাদের মূলকথা হলো—সমাজে বসবাসকারী জনগণের পারস্পরিক চুক্তির ফলে রাষ্ট্রের জন্ম হয়েছে
-
ব্রিটিশ রাষ্ট্রদার্শনিক টমাস হবস্ ও জন লক এবং ফরাসি দার্শনিক জ্যাঁ জ্যাক রুশো সামাজিক চুক্তি মতবাদের প্রবর্তক ছিলেন
-
এ মতবাদ অনুযায়ী, রাষ্ট্র সৃষ্টির পূর্বে মানুষ প্রকৃতির রাজ্যে বসবাস করত
-
তারা প্রকৃতির নিয়ম মেনে চলত এবং প্রাকৃতিক সুযোগ-সুবিধা ভোগ করত
-
কিন্তু প্রকৃতির রাজ্যে আইন অমান্য করলে শাস্তি দেওয়ার কোনো কর্তৃপক্ষ ছিল না
-
ফলে সামাজিক জীবনে অরাজকতা ও বিশৃঙ্খলা সৃষ্টি হয়
-
মানুষ হয়ে উঠে স্বার্থপর ও আত্মকেন্দ্রিক; দুর্বলের উপর চলে সবলের অত্যাচার
-
এ কারণে মানুষের জীবন কষ্টকর ও দুর্বিষহ হয়ে উঠে
-
এছাড়া, প্রকৃতির রাজ্যে জনসংখ্যা বৃদ্ধি পাওয়ায় ব্যক্তিগত সম্পত্তির আকাঙ্ক্ষা ও প্রয়োজনীয়তা দেখা দেয়
-
প্রকৃতির রাজ্যের এ অরাজকতাপূর্ণ অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য মানুষ নিজেদের মধ্যে চুক্তির মাধ্যমে রাষ্ট্র সৃষ্টি করে এবং নিরাপত্তার বিনিময়ে নিজেদের উপর শাসন করার জন্য স্থায়ীভাবে শাসকের হাতে ক্ষমতা অর্পণ করে
উৎস: পৌরনীতি ও নাগরিকতা, নবম ও দশম শ্রেণি

0
Updated: 1 day ago
নৈতিকতা কী ধরনের বিষয়?
Created: 1 day ago
A
শারীরিক বিষয়
B
অর্থনৈতিক বিষয়
C
মানসিক বিষয়
D
রাজনৈতিক বিষয়
নৈতিকতা
-
নৈতিকতা হলো মানুষের অন্তর্নিহিত ধ্যান-ধারণার সমষ্টি।
-
নৈতিকতার উদ্ভব মানুষের বিবেকবোধ থেকে।
-
এটি একটি মানসিক বিষয়।
-
নৈতিকতার উপর রাষ্ট্রীয় কর্তৃত্ব আরোপিত নয়। অর্থাৎ নৈতিকতা লঙ্ঘনকারীকে রাষ্ট্র বা রাষ্ট্রীয় আইন শাস্তি প্রদান করতে পারে না।
-
বিবেকের দংশনই নৈতিকতার সবচেয়ে বড় রক্ষাকবচ।
-
মানুষের আচরণ নিয়ন্ত্রণ ও পরিচালনার মাধ্যমে মানুষের কল্যাণ সাধনই নৈতিকতার লক্ষ্য।
উৎস: পৌরনীতি ও সুশাসন (প্রথম পত্র), একাদশ-দ্বাদশ শ্রেণি, মো: মোজাম্মেল হক।

0
Updated: 1 day ago
কোন প্রক্রিয়ার মাধ্যমে মূল্যবোধকে সুদৃঢ় করা যায়?
Created: 1 day ago
A
শ্রম
B
অভিজ্ঞতা
C
ঐতিহ্য
D
শিক্ষা
মূল্যবোধ
-
মূল্যবোধ নির্ধারিত হয় মানুষের আচরণের মাধ্যমে। অর্থাৎ, এর মাধ্যমে মানুষ “ভুল” ও “শুদ্ধ”, “ভাল” ও “মন্দ”-এর পার্থক্য চিহ্নিত করতে পারে।
-
মূল্যবোধ হলো মানুষের আচরণ পরিচালনাকারী মানদণ্ড ও নীতি।
-
শিক্ষার মাধ্যমে মূল্যবোধকে সুদৃঢ় করা যায়।
-
জন্মের পর থেকেই মানুষ মূল্যবোধের শিক্ষা গ্রহণ শুরু করে, যা জীবনব্যাপী চলতে থাকে।
-
বয়স বৃদ্ধির সাথে সাথে মূল্যবোধের শিক্ষা ও প্রকাশের ধরনও পরিবর্তিত হয়।
উৎস: পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, মো: মোজাম্মেল হক।

0
Updated: 1 day ago