রাজনৈতিক সাম্যের অন্তর্ভুক্ত নয় কোনটি?
A
বেকারত্ব থেকে মুক্তি
B
নির্বাচিত হওয়া
C
মতামত প্রকাশ
D
ভোট দেওয়া
উত্তরের বিবরণ
ChatGPT said:
0
Updated: 1 month ago
মূল্যবোধের প্রাথমিক শিক্ষা কেন্দ্র কোনটি?
Created: 1 month ago
A
বিদ্যালয়
B
পরিবার
C
সমাজ
D
রাষ্ট্র
মানব জীবনে মূল্যবোধের প্রাথমিক শিক্ষা মূলত পরিবারের মাধ্যমে শুরু হয়। পরিবার শিশুদের আচরণ, চিন্তাভাবনা ও সামাজিক মূল্যবোধ গড়ে তোলার প্রথম ক্ষেত্র হিসেবে কাজ করে, যেখানে শিশুর নৈতিক দিকগুলি বিকশিত হয়।
মূল্যবোধ:
-
মূল্যবোধ হলো মানুষের আচরণ পরিচালনাকারী নীতি ও মানদণ্ড।
-
মূল্যবোধ স্থায়ী নয়; এটি পরিবর্তনশীল এবং প্রাথমিক শিক্ষা পাওয়া যায় পরিবার থেকে, আর প্রাতিষ্ঠানিক উৎস হলো শিক্ষালয়।
-
মূল্যবোধ হলো সেই সব চিন্তাভাবনা, আশা-আকাঙ্ক্ষা, লক্ষ্য ও উদ্দেশ্য, যা মানুষের আচরণ ও কার্যকলাপকে নিয়ন্ত্রণ ও পরিচালিত করে।
-
শিষ্টাচার, সততা, ন্যায়বিচার, সহনশীলতা, সহমর্মিতা, শৃঙ্খলাবোধ ও মানবিক সুবিবেচিত আচরণের সমষ্টিই মূল্যবোধ।
0
Updated: 1 month ago
মানুষ জন্মের পর থেকেই কী শিখতে শুরু করে?
Created: 1 month ago
A
নৈতিকতা
B
সংস্কৃতি
C
মূল্যবোধ
D
নীতি
মূল্যবোধ
-
মূল্যবোধ নির্ধারিত হয় আচার-ব্যবহারের মাধ্যমে। অর্থাৎ মূল্যবোধের মাধ্যমে মানুষ ভুল ও শুদ্ধ, ভালো ও মন্দ পার্থক্য করতে পারে।
-
এটি হলো মানুষের আচরণ পরিচালনাকারী মানদণ্ড ও নীতি।
-
শিক্ষার মাধ্যমে মূল্যবোধকে আরও সুদৃঢ় করা যায়।
-
মানুষ জন্মের পর থেকেই মূল্যবোধ শিক্ষা গ্রহণ শুরু করে, যা আমৃত্যু অব্যাহত থাকে।
-
বয়স বৃদ্ধির সাথে সাথে মূল্যবোধ শিক্ষার ধরণ ও প্রভাবেও পরিবর্তন আসে।
উৎস: পৌরনীতি ও সুশাসন প্রথমপত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, মো: মোজাম্মেল হক।
0
Updated: 1 month ago
নিচের কোনটি সুশাসন প্রতিষ্ঠায় নাগরিকের কর্তব্য নয়?
Created: 1 month ago
A
নিয়মিত কর প্রদান
B
আইন মান্য করা
C
রাষ্ট্রের প্রতি উদাসীন প্রদর্শন
D
সামাজিক দায়িত্ব পালন
ChatGPT said:
0
Updated: 1 month ago