সমাজের যুক্তিসিদ্ধ ইচ্ছার অভিব্যক্তিই হচ্ছে-
A
নৈতিকতা
B
আইন
C
মূল্যবোধ
D
সাম্য
উত্তরের বিবরণ
আইন
-
আইনের ইংরেজি প্রতিশব্দ হলো Law।
-
সাধারণভাবে, আইন বলতে আমরা বুঝি সুনির্দিষ্ট নীতি ও নিয়ম-কানুন, যা সকলের ক্ষেত্রে সমভাবে প্রযোজ্য।
-
বিশেষজ্ঞগণ বিভিন্নভাবে আইনের সংজ্ঞা দিয়েছেন।
আইনের সংজ্ঞা (বিভিন্ন দার্শনিক ও বিশেষজ্ঞের মতে):
-
এরিস্টটল: "সমাজের যুক্তিসিদ্ধ ইচ্ছার অভিব্যক্তিই হলো আইন।"
-
অধ্যাপক হল্যান্ড: "আইন হলো সেই সাধারণ নিয়ম যা মানুষের আচরণকে নিয়ন্ত্রণ করে এবং সার্বভৌম কর্তৃপক্ষ কর্তৃক প্রয়োগ ও বলবৎ করা হয়।"
-
আইনবিদ স্যামন্ড: "আইন হলো ন্যায় প্রতিষ্ঠায় রাষ্ট্র কর্তৃক স্বীকৃত ও প্রয়োগকৃত নীতিমালা।"
আইনের প্রকৃতি ও গুরুত্ব:
-
আইন হলো সমাজ স্বীকৃত এবং রাষ্ট্র কর্তৃক অনুমোদিত নিয়ম-কানুন, যা মানুষের বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণ করে।
-
আইন মানুষের মঙ্গলের জন্য প্রণীত হয়।
-
আইনের মাধ্যমে ব্যক্তি ও রাষ্ট্রের, রাষ্ট্র ও রাষ্ট্রের সম্পর্ক নির্ধারণ করা হয়।
-
সাধারণভাবে, দেশের আইনসভা আইন প্রণয়ন করে এবং নির্বাহী বিভাগ তা প্রয়োগ করে।
উৎস: পৌরনীতি ও নাগরিকতা, নবম ও দশম শ্রেণি।
0
Updated: 1 month ago
‘Law’ শব্দের বাংলা প্রতিশব্দ কোনটি?
Created: 1 month ago
A
প্রথা
B
আইন
C
শৃঙ্খলা
D
নীতি
আইন
-
আইনের ইংরেজি প্রতিশব্দ হলো Law।
-
সাধারণভাবে আইন বলতে আমরা সুনির্দিষ্ট নীতি ও নিয়ম-কানুনকে বুঝি, যা সকলের ক্ষেত্রে সমভাবে প্রযোজ্য।
-
বিশেষজ্ঞগণ বিভিন্নভাবে আইনের সংজ্ঞা দিয়েছেন:
-
এরিস্টটল: "সমাজের যুক্তিসিদ্ধ ইচ্ছার অভিব্যক্তিই হচ্ছে আইন।"
-
অধ্যাপক হল্যান্ড: "সেই সাধারণ নিয়ম যা মানুষের আচরণকে নিয়ন্ত্রণ করে এবং সার্বভৌম কর্তৃপক্ষ কর্তৃক প্রয়োগ ও বলবৎ করা হয়।"
-
আইনবিদ স্যামন্ড: "আইন হলো ন্যায় প্রতিষ্ঠায় রাষ্ট্র কর্তৃক স্বীকৃত ও প্রয়োগকৃত নীতিমালা।"
-
-
আইন বলতে সমাজ স্বীকৃত এবং রাষ্ট্র কর্তৃক অনুমোদিত নিয়ম-কানুনকে বোঝায়, যা মানুষের বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণ করে।
-
আইন মানুষের মঙ্গলের জন্য প্রণীত হয়।
-
আইনের মাধ্যমে ব্যক্তির, ব্যক্তির সাথে রাষ্ট্রের এবং রাষ্ট্রের সাথে রাষ্ট্রের সম্পর্ক নির্ধারিত হয়।
-
সাধারণভাবে দেশের আইনসভা কর্তৃক আইন প্রণীত হয় এবং নির্বাহী বিভাগ তা প্রয়োগ করে।
উৎস: পৌরনীতি ও নাগরিকতা, নবম ও দশম শ্রেণি
0
Updated: 1 month ago
সভ্য সমাজকে বিচার করার প্রধান মানদণ্ড কোনটি?
Created: 1 month ago
A
অর্থনৈতিক সমৃদ্ধি
B
আইনের শাসন
C
প্রযুক্তিগত উন্নতি
D
গণতন্ত্র
আইন হলো সুশাসনের মূল ভিত্তি, যা সভ্য সমাজে ন্যায়পরায়ণতা এবং বিচারকে নিশ্চিত করে।
-
আইনের শাসন সভ্য সমাজের বিচার করার প্রধান মানদণ্ড।
-
এর অর্থ হলো আইনের চোখে সকলে সমান, কেউ আইনের ঊর্ধ্বে নয়।
-
আইনের শাসন ছাড়া সাম্য, স্বাধীনতা এবং মৌলিক অধিকার প্রতিষ্ঠা পায় না।
0
Updated: 1 month ago
অধ্যাপক হল্যান্ডের মতে, আইনের কতটি উৎস রয়েছে?
Created: 1 month ago
A
৫টি
B
৬টি
C
৭টি
D
উপরের কোনটিই নয়
আইনের উৎস (Sources of Law) বিষয়ক সংক্ষিপ্ত আলোচনা হলো যে, আইনের উৎপত্তি এবং তার প্রভাব কীভাবে গড়ে ওঠে তা ব্যাখ্যা করে।
-
জন অস্টিনের মত: আইনের উৎস একটাই এবং তা হলো সার্বভৌমের আদেশ।
-
অধ্যাপক হল্যান্ডের মতে: আইনের উৎস মোট ছয়টি, যথা:
১. প্রথা
২. ধর্ম
৩. বিচারকের রায়
৪. ন্যায়বিচার
৫. বিজ্ঞানসম্মত আলোচনা
৬. আইনসভা -
ওপেনহাইমের দৃষ্টিকোণ: জনমতকেও আইনের উৎস হিসেবে বিবেচনা করা যায়, কারণ জনমতের প্রভাবে সরকার অনেক সময় আইন প্রণয়ন, প্রচলিত আইন পরিবর্তন বা সংশোধন করে থাকে।
0
Updated: 1 month ago