বাংলা ভাষায় প্রথম অভিধান সংকলন করেন কে?
A
রামচন্দ্র বিদ্যাবাগীশ
B
রাজশেখর বসু
C
হরিচরণ দে
D
অশোক মুখোপাধ্যায়
উত্তরের বিবরণ
রামচন্দ্র বিদ্যাবাগীশ
রামচন্দ্র বিদ্যাবাগীশকে প্রথম বাংলা অভিধানকার এবং ব্রাহ্মসমাজের প্রথম আচার্য হিসেবে স্মরণ করা হয়। তিনি ১৭৮৬ সালে জন্মগ্রহণ করেন এবং ১৮৪৫ সালের ২ মার্চ মৃত্যুবরণ করেন।
১৮১৭ সালে বাংলা অভিধানের পথচলা শুরু হয় তার হাত ধরে। তিনি বাংলা ভাষায় প্রথম অভিধান ‘বঙ্গভাষাভিধান’ সংকলন করেন, যা সম্পূর্ণরূপে বাঙালি কর্তৃক রচিত। আজও প্রায় দুইশ বছর পরে এই অভিধান বাঙালির জন্য গর্বের বিষয়।
সেই সময়ের প্রকাশনা প্রতিষ্ঠান স্কুল বুক সোসাইটি বইটির মুদ্রণ ও প্রকাশনার দায়িত্ব নিলে এটি একটি ঐতিহাসিক ঘটনা হিসেবে বিবেচিত হয়।
উৎস: সংবাদপত্রে সেকালের কথা (প্রথম খণ্ড) এবং ‘বঙ্গভাষাভিধান’, রামচন্দ্র বিদ্যাবাগীশ।
0
Updated: 1 month ago
'অজপাড়াগাঁ' শব্দে 'অজ' কোন ধরনের উপসর্গ?
Created: 1 month ago
A
বিদেশি উপসর্গ
B
সংস্কৃত উপসর্গ
C
খাঁটি বাংলা উপসর্গ
D
ফারসি উপসর্গ
খাঁটি বাংলা উপসর্গ
-
উদাহরণ – অজ:
-
খাঁটি বাংলা উপসর্গ ‘অজ’ যোগে গঠিত শব্দ যেগুলো নিতান্ত (মন্দ) অর্থ প্রকাশ করে:
-
অজপাড়াগাঁ
-
অজমূর্খ
-
অজপুকুর
-
-
-
খাঁটি বাংলা উপসর্গের তালিকা:
অ, অঘা, অজ, অনা, আ, আড়, আন, আব, ইতি, ঊন (ঊনা), কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হালক্ষ্য: আ, সু, বি, নি – এই চারটি উপসর্গ তৎসম শব্দেও পাওয়া যায়।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম–দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)
0
Updated: 1 month ago
'চকচক' কোন ধরনের দ্বিরুক্ত শব্দ?
Created: 1 month ago
A
পুনরাবৃত্ত
B
পদাত্মক
C
ধ্বন্যাত্মক
D
অনুকার
ধ্বন্যাত্মক শব্দ
-
সংজ্ঞা: কোনো প্রাকৃতিক ধ্বনির অনুকরণে যে শব্দগুলো তৈরি হয়, সেগুলোকে ধ্বন্যাত্মক শব্দ বলা হয়।
-
পুনরাবৃত্তি: ধ্বন্যাত্মক শব্দের পুনরাবৃত্তিকে ধ্বন্যাত্মক দ্বিত্ব বলা হয়।
ধ্বন্যাত্মক দ্বিত্বের উদাহরণ:
-
কুট কুট, কোঁত কোঁত, কুটুস-কুটুস, খক খক, টুং টুং, ঠুক ঠুক, ধুপ ধুপ, দুম দুম, ঢং ঢং, চকচক, টসটস, থকথকে, ভটভট, হিস হিস
মধ্যবর্তী স্বরধ্বনিসহ উদাহরণ:
-
খপাখপ, গবাগব, ঝটাঝট, ফটাফট, দমাদম, পটাপট
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম–দশম শ্রেণি (২০২১ সংস্করণ)
0
Updated: 1 month ago
কোনটি গুণবাচক বিশেষণ?
Created: 1 month ago
A
পাথুরে মূর্তি
B
ঠাণ্ডা হাওয়া
C
তাজা মাছ
D
নীল আকাশ
বিশেষণের প্রকারভেদ
-
রূপবাচক:
-
নীল আকাশ, সবুজ মাঠ, কালো মেঘ
-
-
গুণবাচক:
-
চৌকস লোক, দক্ষ কারিগর, ঠাণ্ডা হাওয়া
-
-
অবস্থাবাচক:
-
তাজা মাছ, রোগা ছেলে, খোঁড়া পা
-
-
সংখ্যাবাচক:
-
হাজার লোক, দশ দশা, শ টাকা
-
-
ক্রমবাচক:
-
দশম শ্রেণি, সত্তর পৃষ্ঠা, প্রথমা কন্যা
-
-
পরিমাণবাচক:
-
বিঘা জমি, পাঁচ শতাংশ ভূমি, হাজার টনী জাহাজ, এক কেজি চাল, দু’ কিলোমিটার রাস্তা
-
-
অংশবাচক:
-
অর্ধেক সম্পত্তি, ষোল আনা দখল, সিকি পথ
-
-
উপাদানবাচক:
-
বেলে মাটি, মেটে কলসি, পাথুরে মূর্তি
-
-
প্রশ্নবাচক:
-
কতদূর পথ?, কেমন অবস্থা?
-
-
নির্দিষ্টতাজ্ঞাপক:
-
এই লোক, সেই ছেলে, ছাব্বিশে মার্চ
-
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম–দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)
0
Updated: 1 month ago