A
মনোকষ্ট
B
মনঃকষ্ট
C
মণকষ্ট
D
মনকস্ট
উত্তরের বিবরণ
শুদ্ধ বানান: মনঃকষ্ট
পদপ্রকৃতি: বিশেষ্য (সংস্কৃত শব্দ)
গঠন: মনস্ + √কষ্ + ত → মনঃকষ্ট
অর্থ: মনের দুঃখ বা কষ্ট; মানসিক বেদনা।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান

0
Updated: 1 day ago
কোন বাক্যটি শুদ্ধ?
Created: 1 month ago
A
তাহার জীবন সংশয়পূর্ন
B
তাহার জীবন সংশয়ময়
C
তাহার জীবন সংশয়াপূর্ণ
D
তাহার জীবন সংশয়ভরা
[অপশনে সঠিক উত্তর না থাকায় প্রশ্নটি বাতিল করা হয়েছে। চিহ্নিত উত্তরটি সঠিক নয়]
• সংশয় (বিশেষ্য):
১. সন্দেহ; দ্বিধা; দ্বৈধবোধ (সংশয় চিত্তের দুর্বলতা প্রকাশক)।
২. ভবিষ্যতের ব্যাপারে ভয় (জীবন সংশয়)।
৩. অনিশ্চয়তাবোধ (ভিতরে একটা শব্দ শুনিয়া কেমন যেন সংশয় হইল-শামসুর রাহমান)।
'সংশয়' শব্দটির বিশেষণরূপ = সংশয়িত, সংশয়াকুল, সংশয়পূর্ণ।
'সংশয়পূর্ণ' শব্দটির অর্থ - সন্দেহপূর্ণ বা দ্বিধাপূর্ণ।
সুতরাং, শুদ্ধ বাক্যটি হবে - তাহার জীবন সংশয়পূর্ণ।
এর দ্বারা গভীর অনিশ্চয়তা প্রকাশ পেয়েছে।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

0
Updated: 1 month ago
নিচের কোন বানানটি প্রমিত?
Created: 1 month ago
A
কল্যাণীয়াষু
B
সাতাঁর
C
ব্যূৎপত্তি
D
সর্বাঙ্গীণ
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
• শুদ্ধ বানান = সর্বাঙ্গীণ।
-----------------------------------------
- শব্দের অর্থ,
- সর্বাঙ্গব্যাপী।
- পূর্ণাঙ্গ,
- সম্পূর্ণ।
অন্যদিকে,
’কল্যাণীয়াষু’ শব্দের শুদ্ধ বানান = ‘কল্যাণীয়াসু।
’সাতাঁর’ শব্দের শুদ্ধ বানান = সাঁতারু।
’ব্যূৎপত্তি’ শব্দের শুদ্ধ বানান = ব্যুৎপত্তি।

0
Updated: 1 month ago
নিচের কোন বানানটি শুদ্ধ?
Created: 2 days ago
A
মুহুর্ত
B
মুহুর্ত
C
মূহূর্ত
D
মুহূর্ত
প্রদত্ত শব্দ গুলির মধ্যে মুহূর্ত বানানটি শুদ্ধ। অন্যান্য অপশনগুলোর বানান ব্যাকরণগত ভুল রয়েছে।

0
Updated: 2 days ago