A
রসতত্ত্ব
B
রূপতত্ত্ব
C
বাক্যতত্ত্ব
D
ক্রিয়ার কাল
উত্তরের বিবরণ
বাক্যতত্ত্ব
-
ধ্বনিতত্ত্ব ও শব্দতত্ত্ব সঠিকভাবে বাক্যে প্রয়োগের নিয়মকেই বলা হয় বাক্যতত্ত্ব।
-
মানুষের বাক্যন্ত্রজাত ধ্বনি দিয়ে গঠিত শব্দসমষ্টি যখন অর্থপূর্ণ বাক্য তৈরি করে, সেই বাক্য ও তার গঠনপ্রণালী নিয়ে যে শাস্ত্র আলোচনা করে, তাকে বাক্যতত্ত্ব (Sentence Structure) বলে।
-
এখানে মূলত বাক্যের সঠিক বিন্যাস, কোন কোন পদ যোগ বা বিয়োগ হতে পারে, কোন পদের রূপ পরিবর্তন হবে, কোন পদের পর কোন পদ বসবে—এসব নিয়ম বিশ্লেষণ করা হয়।
-
সহজভাবে বলতে গেলে, বাক্যের মধ্যে পদের সঠিক ক্রম বা অবস্থান নির্ধারণই বাক্যতত্ত্বের প্রধান বিষয়। এজন্য একে পদক্রমও বলা হয়।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি, ২০১৯ সংস্করণ

0
Updated: 1 day ago
'সমাস' নিয়ে ব্যাকরণের কোন তত্ত্বে আলোচনা করা হয়?
Created: 2 weeks ago
A
বাক্যতত্ত্ব
B
ধ্বনিতত্ত্ব
C
রূপতত্ত্ব
D
অর্থতত্ত্ব
রূপতত্ত্ব
-
শব্দ ও তার উপাদান নিয়ে আলোচনা।
-
আলোচ্য বিষয়: বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, ক্রিয়া, ক্রিয়াবিশেষণ ইত্যাদি।
-
শব্দগঠন প্রক্রিয়ায় বিশেষ গুরুত্ব।
-
উপসর্গ, সমাস, প্রত্যয় ও পুরুষও রূপতত্ত্বের অন্তর্ভুক্ত।

0
Updated: 2 weeks ago
"প্রত্যয় ও সমাস" ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?
Created: 2 days ago
A
ধ্বনিতত্ত্বে
B
শব্দতত্ত্বে
C
বাক্যতত্ত্বে
D
অর্থতত্ত্বে
রূপতত্ত্ব (শব্দতত্ত্ব)
-
সংজ্ঞা: এক বা একাধিক ধ্বনির অর্থবোধক সম্মিলনে যে ক্ষুদ্রতম অর্থপূর্ণ একক তৈরি হয়, তাকে রূপমূল (morpheme) বলা হয়।
-
রূপমূল গঠন করে শব্দ। তাই শব্দতত্ত্বকে রূপতত্ত্ব (Morphology) বলা হয়।
বিষয়বস্তু
রূপতত্ত্বে আলোচনা হয় শব্দ ও পদের ব্যুৎপত্তি ও গঠন সম্পর্কে।
-
উদাহরণস্বরূপ বিষয়সমূহ:
-
বচন
-
লিঙ্গ
-
উপসর্গ
-
প্রত্যয়
-
বিভক্তি
-
সমাস
-
ধাতুরূপ
-
কাল (সময়)
-

0
Updated: 2 days ago
বাংলা ব্যাকরণের ধ্বনিতত্ত্ব অংশে কোন বিষয়টি আলোচনা করা হয়?
Created: 1 week ago
A
সন্ধি
B
সমাস
C
কারক
D
প্রত্যয়
‘সন্ধি’ ব্যাকরণের ধ্বনিতত্ত্বে আলোচিত হয়। ব্যাকরণের আলোচ্য বিষয় অন্তত চারটি ভাগে বিভক্ত হয়। যথা – ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব ও অর্থতত্ত্ব। ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় সমূহ- ধ্বনি, বর্ণ, ধ্বনির উচ্চারণ প্রণালি, উচ্চারণের স্থান, ধ্বনি পরিবর্তন ও লোপ, ষ-ত্ব ও ণ-ত্ব বিধান, সন্ধি ইত্যাদি।

0
Updated: 1 week ago