“পরানের গহীন ভিতর” কাব্যের কবি কে?
A
অসীম সাহা
B
অরুণ বসু
C
আবু জাফর ওবায়দুল্লাহ
D
সৈয়দ শামসুল হক
উত্তরের বিবরণ
‘পরানের গহীন ভিতর’ কাব্যের রচয়িতা হলেন — সৈয়দ শামসুল হক।
সৈয়দ শামসুল হক সম্পর্কে কিছু তথ্য
-
জন্ম: ১৯৩৫ সালে, কুড়িগ্রাম।
-
তিনি মূলত বহুমুখী লেখক হিসেবে পরিচিত ছিলেন।
তাঁর উল্লেখযোগ্য রচনা
কাব্যনাট্য
-
পায়ের আওয়াজ পাওয়া যায়
-
নুরলদীনের সারাজীবন
-
এখানে এখন
গল্পগ্রন্থ
-
তাস
-
শীত বিকেল
-
আনন্দের মৃত্যু
-
প্রাচীন বংশের নিঃস্ব সন্তান
-
জলেশ্বরীর গল্পগুলো
কবিতা
-
একদা এক রাজ্যে
-
বৈশাখে রচিত পঙ্ক্তিমালা
-
পরানের গহীন ভিতর
-
বেজান শহরের জন্য কোরাস
-
কাননে কানে তোমারই সন্ধানে
-
আমি জন্মগ্রহণ করিনি প্রভৃতি।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর
0
Updated: 1 month ago
'মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে’ কাব্যগ্রন্থের কবি কে?
Created: 1 month ago
A
রফিক আজাদ
B
শঙ্খ ঘােষ
C
শক্তি চট্টোপাধ্যায়
D
শামসুর রাহমান
শঙ্খ ঘোষ বাংলাদেশের একটি বিশিষ্ট সাহিত্যিক, কবি, প্রাবন্ধিক এবং সম্পাদক। তিনি ৫ ফেব্রুয়ারি ১৯৩২ সালে চাঁদপুরে জন্মগ্রহণ করেন এবং কুন্তক নামে একটি ছদ্মনামও ব্যবহার করেছেন।
শিক্ষাজীবনে তিনি চন্দ্রপ্রভা বিদ্যাপীঠ, পাকশি (পাবনা, বাংলাদেশ), প্রেসিডেন্সি কলেজ এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেন এবং পরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার সঙ্গে যুক্ত হন। তাঁর প্রথম কাব্যগ্রন্থ ‘দিনগুলি রাতগুলি’ প্রকাশিত হয় ১৯৫৬ সালে।
উল্লেখযোগ্য তথ্যগুলো হলো:
-
তিনি লব্ধপ্রতিষ্ঠ কবি, প্রাবন্ধিক ও সম্পাদক ছিলেন।
-
উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে:
-
মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে
-
চুপ করো, শব্দহীন হও
-
সবিনয় নিবেদন
-
বুক পেতে শুয়ে আছি ঘাসের উপরে চক্রবালে
-
হওয়া
কবির প্রাপ্ত গুরুত্বপূর্ণ পুরস্কারের মধ্যে রয়েছে:
-
-
-
সাহিত্য অকাদেমি পুরস্কার (১৯৭৭)
-
রবীন্দ্র পুরস্কার (১৯৮৯)
-
কবীর সম্মান (১৯৯৮)
-
সরস্বতী সম্মান (১৯১৮)
-
অজ্ঞানপীঠ পরস্থার (২০১৬)
-
0
Updated: 1 month ago
ফররুখ আহমদ কী হিসেবে পরিচিত?
Created: 2 months ago
A
বিদ্রোহী কবি
B
মুসলিম রেনেসাঁর কবি
C
মার্ক্সবাদী কবি
D
পল্লি কবি
ফররুখ আহমদ
-
তিনি একজন প্রখ্যাত বাংলাদেশি কবি।
-
জন্ম: ১৯১৮ সালের ১০ জুন, মাগুরা জেলার শ্রীপুর থানার মাঝাইল গ্রামে।
-
পরিচিতি: ‘মুসলিম রেনেসাঁর কবি’ বা ‘মুসলিম পুনর্জাগরণবাদী কবি’।
-
কাব্যের মূল প্রবণতা: মুসলিম সংস্কৃতির গৌরবকীর্তন ও জাতীয় চেতনার পুনর্জাগরণ।
-
কবিতায় ফুটে ওঠে: পাকিস্তানবাদ, ইসলামিক আদর্শ ও আরব-ইরানের ঐতিহ্য।
-
পুরস্কার: হাতেমতায়ী কাহিনিকাব্যের জন্যে আদমজি পুরস্কার, পাখির বাসা গ্রন্থের জন্যে ইউনেস্কো পুরস্কার।
উল্লেখযোগ্য কাব্য
-
সাত সাগরের মাঝি
-
সিরাজাম মুনিরা
-
নৌফেল ও হাতেম
-
মুহূর্তের কবিতা
-
হাতেমতায়ী
-
হাবেদা মরুর কাহিনী ইত্যাদি
শিশুতোষ রচনা
-
পাখির বাসা
-
হরফের ছড়া
-
ছড়ার আসর ইত্যাদি
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, বাংলাপিডিয়া
0
Updated: 2 months ago
ডোম সম্প্রদায়ের একজন যুবকের কবিরূপে প্রতিষ্ঠার কাহিনি উল্লেখ রয়েছে কোন উপন্যাসে?
Created: 1 month ago
A
নিকেতন
B
আরোগ্য
C
কালিন্দী
D
কবি
‘কবি’ উপন্যাস
-
রচয়িতা: তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
-
এটি একটি সামাজিক উপন্যাস, যা বাংলাভাষার আলোচিত কাহিনিগুলোর মধ্যে অন্যতম।
-
কাহিনী কেন্দ্র করে ডোম সম্প্রদায়ের একজন যুবকের কবিরূপে আত্মপ্রকাশ এবং দুটি নারীর সঙ্গে তার সম্পর্ক।
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের অন্যান্য উপন্যাস
-
চৈতালি ঘূর্ণি
-
ধাত্রীদেবতা
-
কালিন্দী
-
কবি
-
হাঁসুলি বাঁকের উপকথা
-
গণদেবতা
-
আরোগ্য
-
নিকেতন
-
পঞ্চপুণ্ডলী
-
রাধা
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া
0
Updated: 1 month ago