জেলে জীবন কেন্দ্রিক উপন্যাস কোনটি?
A
গঙ্গা
B
পুতুলনাচের ইতিকথা
C
হাঁসুলী বাঁকের উপকথা
D
গৃহদাহ
উত্তরের বিবরণ
গঙ্গা উপন্যাস
-
সমরেশ বসুর বিখ্যাত রচনা ‘গঙ্গা’ প্রকাশিত হয় ১৯৫৭ সালে।
-
উপন্যাসটির মূল পটভূমি হলো জেলে সম্প্রদায়ের জীবন—বিশেষত অবিভক্ত ২৪ পরগনার মাছধরা মানুষদের জীবনসংগ্রাম।
-
এখানে মূল কেন্দ্রবিন্দু চরিত্র নয়, বরং জেলেদের জীবন। তাদের দৈনন্দিন কষ্ট, লড়াই ও অভ্যাস—সবই লেখক ফুটিয়ে তুলেছেন।
-
চরিত্রগুলোর মধ্যে রয়েছে: সাইদার নিবারণ, নিবারণের ভাই পাঁচু, ছেলে বিলাস, বশীর, সয়ারাম, পাচী (ছায়া), রসিক, দুলাল, দামিনী, হিমি, আতর, মহাজন ব্রজেন ঠাকুর প্রমুখ।
-
প্রথমে মনে হয় বিলাস ও হিমিই নায়ক-নায়িকা, কিন্তু আসলে সব চরিত্রকে ঘিরে আছেন নিবারণ—তাই নিবারণকেই কেন্দ্রীয় চরিত্র ধরা হয়।
পুতুলনাচের ইতিকথা
-
মানিক বন্দ্যোপাধ্যায় রচিত এই উপন্যাস প্রকাশিত হয় ১৯৩৬ সালে।
-
লেখকের মতে, সাহিত্যেও বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি প্রয়োজন। এ উপন্যাসে সেই দৃষ্টিভঙ্গির প্রয়োগ দেখা যায়।
-
ব্রিটিশ আমলে বাঙালি শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণির মানসিক দ্বন্দ্ব ও অস্তিত্ব সংকট শশী চরিত্রের মাধ্যমে প্রকাশিত হয়েছে।
-
এখানে ‘পুতুল’ বলতে বোঝানো হয়েছে—যারা নিজের দৃঢ় অবস্থান রাখতে পারে না, বরং অন্যের সামান্য প্রভাবেই দোদুল্যমান হয়ে যায়।
-
প্রধান চরিত্র: শশী, কুসুম, হারু ঘোষ প্রমুখ।
হাঁসুলী বাঁকের উপকথা
-
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত এই উপন্যাসটি মূলত আঞ্চলিক কাহিনি।
-
কাহিনি আবর্তিত হয়েছে বাঁশবাড়ি গ্রামের কাহার জাতিকে ঘিরে।
-
পুরোনো বিশ্বাস, কুসংস্কার আর সময়ের পরিবর্তনে তাদের জীবনে যে দ্বন্দ্ব তৈরি হয়, তাই এখানে তুলে ধরা হয়েছে।
গৃহদাহ
-
শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত শ্রেষ্ঠ উপন্যাস ‘গৃহদাহ’, যা প্রকাশিত হয় ১৯২০ সালে, মাসিক ভারতবর্ষ পত্রিকায়।
-
এর মূল বিষয় হলো ত্রিভুজ প্রেম।
-
নায়িকা অচলা—যার প্রতি মহিম ও সুরেশ দুই পুরুষের আকর্ষণ-বিকর্ষণ এই কাহিনির মূল কেন্দ্র।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর
0
Updated: 1 month ago
নিচের কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস?
Created: 2 months ago
A
নন্দিত নরকে
B
আগুনের পরশমণি
C
জননী
D
ক্রীতদাসের হাসি
হুমায়ূন আহমেদ
-
তিনি একাধারে কথাসাহিত্যিক, নাট্যকার, চলচ্চিত্র নির্মাতা, গীতিকার ও শিক্ষক ছিলেন।
-
জন্ম: ১৯৪৮ সালের ১৩ নভেম্বর, নেত্রকোণা জেলার মোহনগঞ্জে মাতামহের বাড়িতে।
-
পৈত্রিক বাড়ি: নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলার কুতুবপুর গ্রামে।
-
শৈশবে নাম: শামসুর রহমান।
-
শিক্ষাজীবন:
-
১৯৭০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রসায়ন শাস্ত্রে বিএসসি (সম্মান) প্রথম শ্রেণিতে সম্পন্ন।
-
১৯৭২ সালে এমএসসি ডিগ্রি লাভ।
-
-
কর্মজীবন:
-
১৯৭৩ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (ময়মনসিংহ) প্রভাষক হিসেবে শুরু।
-
১৯৭৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রসায়ন বিভাগে প্রভাষক পদে যোগদান।
-
-
সাহিত্যিক আবির্ভাব: ছাত্রজীবনে লেখা নন্দিত নরকে উপন্যাসের মাধ্যমে।
মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস
-
আগুনের পরশমণি
-
অনিল বাগচীর একদিন
-
সূর্যের দিন, শ্যামল ছায়া
-
জোছনা ও জননীর গল্প
-
১৯৭১
অন্যান্য উপন্যাস
-
এই সব দিনরাত্রি
-
আমার আছে জল
-
নক্ষত্রের রাত
-
ফেরা
-
বহুব্রীহি
-
গৌরীপুর জংশন
-
শ্রাবণ মেঘের দিন
-
দুই দুয়ারী
-
কোথাও কেউ নেই
-
বৃষ্টি বিলাস
-
বাদশাহ নামদার
-
মেঘের ওপর বাড়ি
অন্য লেখক ও তাদের উল্লেখযোগ্য উপন্যাস
-
শওকত ওসমান: জননী (সন্তানের মঙ্গলাকাঙ্ক্ষা ও নিরাপত্তার জন্য একজন মা যে কোনো পথ অবলম্বন করতে পারে)
-
শওকত ওসমান: ক্রীতদাসের হাসি (প্রতীকাশ্রয়ে)
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, বাংলাপিডিয়া
0
Updated: 2 months ago
কোনটি বেগম রোকেয়া রচিত উপন্যাস?
Created: 1 month ago
A
সুলতানার স্বপ্ন এবং পদ্মরাগ
B
অবরোধবাসিনী
C
সঠিক উত্তর: ক
D
মতিচূর
রোকেয়া সাখাওয়াৎ হোসেন ৯ই ডিসেম্বর ১৮৮০ সালে পায়রাবন্দ গ্রাম, রংপুর-এ জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশের নারী জাগরণের পথিকৃৎ এবং মুসলমান মেয়েদের মধ্যে সচেতনতা সৃষ্টি ও তাদের অধিকার আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ১৯১৬ সালে তিনি আঞ্জুমানে খাওয়াতীনে ইসলাম বা মুসলিম মহিলা সমিতি প্রতিষ্ঠা করেন। তাঁর গ্রন্থ Sultana’s Dream নিজেই বাংলায় অনুবাদ করেন সুলতানার স্বপ্ন নামে। এটি একটি প্রতীকী রচনা, যেখানে Lady Land বা নারীস্থান মূলত রোকেয়ার স্বপ্নকল্পনার প্রতীক।
-
উল্লেখযোগ্য রচনাসমূহ:
-
মতিচূর (প্রবন্ধ, ২ খন্ড: ১ম খন্ড ১৯০৪, ২য় খন্ড ১৯২২)
-
Sultana’s Dream (নকশাধর্মী রচনা)
-
পদ্মরাগ (উপন্যাস)
-
অবরোধবাসিনী (নকশাধর্মী গদ্যগ্রন্থ)
-
এছাড়াও অসংখ্য প্রবন্ধ, ছোটগল্প, কবিতা, ব্যঙ্গাত্মক রচনা ও অনুবাদ
-
0
Updated: 1 month ago
”সংশপ্তক” উপন্যাসের উপজীব্য বিষয় কী?
Created: 1 month ago
A
নদীয়ার চাঁদ সড়কের জীবন
B
পল্লী বাংলার বাস্তব জীবন
C
গ্রামীণ চাষীদের জীবন
D
নগর ও গ্রামীণ জীবন
সংশপ্তক উপন্যাস
-
রচয়িতা: শহীদুল্লাহ কায়সার
-
সংশপ্তক শব্দটি মহাভারত থেকে গৃহীত, যার অর্থ— জীবনমরণ পণ করে যুদ্ধ করা সৈনিকরা।
-
এ উপন্যাসে বায়ান্নর ভাষা আন্দোলনের পূর্বকাল পর্যন্ত বাংলাদেশের সামাজিক-রাজনৈতিক পরিবর্তন ও রূপান্তর চিত্রিত হয়েছে।
-
হিন্দু-মুসলিম সম্মিলিত জীবনযাপন ও অসাম্প্রদায়িক চেতনা এ উপন্যাসের মূল প্রতিপাদ্য।
-
ঢাকা ও কলকাতার নাগরিক পরিবেশ এবং বাকুলিয়া ও তালতলি গ্রামের গ্রামীণ পরিবেশ মিলিয়ে সমগ্র বাংলাদেশের জীবনযাত্রা প্রতিফলিত হয়েছে।
-
উল্লেখযোগ্য চরিত্র: রাবেয়া খাতুন (রাবু), জাহেদ, সেকেন্দার, মালু, হুরমতি, লেকু, রমজান, রামদয়াল প্রমুখ।
শহীদুল্লাহ কায়সার
-
জন্ম: ১৬ ফেব্রুয়ারি ১৯২৭, ফেনী।
-
পূর্ণ নাম: আবু নঈম মহাম্মদ শহীদুল্লাহ।
-
জহির রায়হান তাঁর সহোদর ভাই।
-
সাংবাদিকতা শুরু করেন সাপ্তাহিক ইত্তেফাক-এ যোগদানের মাধ্যমে।
-
১৪ ডিসেম্বর ১৯৭১ মুক্তিযুদ্ধে বিজয়ের প্রাক্কালে ঢাকার বাসভবন থেকে অপহৃত হন এবং আর ফিরে আসেননি।
তাঁর রচিত উল্লেখযোগ্য উপন্যাস
-
সারেং বৌ
-
সংশপ্তক
-
কৃষ্ণচূড়া মেঘ
-
তিমির বলয়
-
দিগন্তে ফুলের আগুন
-
সমুদ্র ও তৃষ্ণা
-
চন্দ্রভানের কন্যা
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, বাংলা সাহিত্যের ইতিহাস, বাংলাপিডিয়া
0
Updated: 1 month ago