নীতিবিদ্যা
-
‘কর্তব্যের জন্য কর্তব্য’ ধারণাটির প্রবর্তক ছিলেন ইমানুয়েল কান্ট।
-
ইমানুয়েল কান্ট একজন জার্মান নীতিবিজ্ঞানী।
-
তাঁর নীতিবিদ্যার মূলকথা তিনটি— সৎ ইচ্ছা, কর্তব্যের জন্য কর্তব্য এবং শর্তহীন আদেশ।
-
‘কর্তব্যমুখী নৈতিকতা’ বা ‘কর্তব্যের নৈতিকতা’র দর্শন যে কোনো কর্মের ফল বা পরিণতির বদলে কর্মের ধরনকে গুরুত্ব দেয়।
-
ইমানুয়েল কান্টকে ‘কর্তব্যমুখী নৈতিকতা’র প্রবর্তক বলা হয়।
উৎস: পৌরনীতি ও সুশাসন ১ম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মোঃ মোজাম্মেল হক।