নিচের কোনটি সুশাসন প্রতিষ্ঠায় নাগরিকের কর্তব্য নয়?
A
নিয়মিত কর প্রদান
B
আইন মান্য করা
C
রাষ্ট্রের প্রতি উদাসীন প্রদর্শন
D
সামাজিক দায়িত্ব পালন
উত্তরের বিবরণ
ChatGPT said:
0
Updated: 1 month ago
জাতীয় শুদ্ধাচার কৌশল প্রণয়ন করা হয় কত সালে?
Created: 1 month ago
A
২০০৮ সালে
B
২০১০ সালে
C
২০১২ সালে
D
২০১৩ সালে
জাতীয় শুদ্ধাচার কৌশল হলো এমন একটি নীতি ও পরিকল্পনা যা সমাজ ও রাষ্ট্রে নৈতিকতা ও সততা প্রতিষ্ঠার মাধ্যমে সুশাসন নিশ্চিত করতে সাহায্য করে। এটি ব্যক্তি ও প্রতিষ্ঠান উভয় পর্যায়ে শুদ্ধাচারের মানদণ্ড প্রচলনের জন্য প্রণীত।
-
শুদ্ধাচার বলতে সাধারণভাবে নৈতিকতা ও সততা দ্বারা প্রভাবিত আচরণগত উৎকর্ষ বোঝানো হয়। এটি সমাজের প্রথা, নীতি ও মানদণ্ডের প্রতি আনুগত্যকেও নির্দেশ করে। ব্যক্তি পর্যায়ে এর অর্থ হল কর্তব্যনিষ্ঠা ও চরিত্রনিষ্ঠা। এই দলিলে শুদ্ধাচারের এই সংজ্ঞা গ্রহণ করা হয়েছে।
-
জাতীয় শুদ্ধাচার কৌশল প্রণয়ন করেছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ২০১২ সালে।
-
কৌশলের মূল লক্ষ্য হলো শুদ্ধাচার চর্চা ও দুর্নীতি প্রতিরোধের মাধ্যমে রাষ্ট্র ও সমাজে সুশাসন প্রতিষ্ঠা করা।
-
কৌশলে উল্লেখ করা হয়েছে যে রাষ্ট্র ও সমাজে শুদ্ধাচার প্রতিষ্ঠা সরকারের সাংবিধানিক ও আইনগত স্থায়ী দায়িত্ব, এবং সরকারকে অব্যাহতভাবে এই লক্ষ্যে কার্যক্রম পরিচালনা করতে হবে।
উল্লেখযোগ্য বিষয়:
-
রূপকল্প: সুখী-সমৃদ্ধ সোনার বাংলা
-
অভিলক্ষ্য: রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও সমাজে সুশাসন প্রতিষ্ঠা
0
Updated: 1 month ago
রাজনৈতিক সাম্যের অন্তর্ভুক্ত নয় কোনটি?
Created: 1 month ago
A
বেকারত্ব থেকে মুক্তি
B
নির্বাচিত হওয়া
C
মতামত প্রকাশ
D
ভোট দেওয়া
ChatGPT said:
0
Updated: 1 month ago
'আইনের দৃষ্টিতে সবাই সমান'-উক্তিটি কে করেছেন?
Created: 1 month ago
A
অধ্যাপক ডাইসি
B
অধ্যাপক স্পেন্সার
C
আব্রাহাম লিংকন
D
আর্থার কিং লুথার
অধ্যাপক ডাইসি আইনের শাসন এবং সমতার মূল তত্ত্বকে গুরুত্ব দিয়ে ব্যাখ্যা করেছেন। তিনি প্রকাশ করেছেন যে আইনের দৃষ্টিতে সবাই সমান এবং এটি সমাজে ন্যায়, শৃঙ্খলা ও সাম্য প্রতিষ্ঠায় অপরিহার্য। তাঁর কাজ এবং তত্ত্বগুলি রাষ্ট্র পরিচালনা ও নাগরিক জীবনের বিভিন্ন দিককে প্রভাবিত করে।
-
আইনের দৃষ্টিতে সবাই সমান – এই উক্তিটি অধ্যাপক ডাইসি করেন।
-
আইনের শাসনের মূল তত্ত্ব – ছোট-বড়, ধনী-দরিদ্র, ধর্ম-বর্ণ নির্বিশেষে আইনের চোখে সবার সমতা।
-
আইনের উপরে কেউ নেই – রাষ্ট্রের প্রত্যেক ব্যক্তির পদমর্যাদা, সামাজিক প্রতিপত্তি বা কার্যক্রম সাধারণ আইন ও আদালতের বিচারাধীন।
-
প্রশাসনিক কর্মকর্তারাও আইনের অধীনে – সাধারণ নাগরিকের মতোই তারা আইন মান্য করবে এবং লঙ্ঘন করলে শাস্তি ভোগ করবে।
-
সাম্য ও স্বাধীনতার অধিকার নিশ্চিতকরণ – এইভাবে জনগণের কাছে ন্যায় ও সমতার অধিকার পৌঁছে দেওয়া সম্ভব।
-
আইনের উৎস হিসেবে গ্রন্থ – রাষ্ট্র পরিচালনা বিষয়ে লিখিত বিখ্যাত গ্রন্থগুলোর মধ্যে অধ্যাপক ডাইসির "Law of the Constitution" উল্লেখযোগ্য।
উল্লেখযোগ্য বিষয়সমূহ:
-
আইন – মানবজাতির বৃহত্তর কল্যাণে মানুষের আচরণ নিয়ন্ত্রণের জন্য রাষ্ট্র যে বিধি-নিষেধ প্রণয়ন করে, সেগুলোকে আইন বলা হয়।
-
আইনের শাসন – আইনের দৃষ্টিতে সকল নাগরিকের সমতা নিশ্চিত করা।
-
আইনের শাসনের প্রভাব – সমাজ থেকে অন্যায়, বিশৃঙ্খলা ও নৈরাজ্য দূর হয়।
-
আইনের অভাবে – সবল-দুর্বল, ধনী-দরিদ্রের ব্যবধান বেড়ে যায়।
0
Updated: 1 month ago