সভ্য সমাজের মানদণ্ড হলো -
A
গণতন্ত্র
B
বিচার ব্যবস্থা
C
সংবিধান
D
আইনের শাসন
উত্তরের বিবরণ
আইনের শাসন
আইনের শাসন বলতে বোঝায় যে, সমাজের সকল নাগরিকের জন্য আইন সমানভাবে প্রযোজ্য হবে। অন্য কথায়, আইন সকলের জন্য সমান ও ন্যায়সংগত হবে।
আইনের শাসন প্রতিষ্ঠিত থাকলে সমাজে অন্যায়, বিশৃঙ্খলা ও নৈরাজ্য কমে যায়। এর ফলে সমাজে স্থিতিশীলতা আসে এবং শান্তি বিরাজ করে। নাগরিকরা তাদের অধিকার কেবল আইন অনুযায়ী সুরক্ষিত ও বাস্তবায়ন করতে পারে।
অন্যদিকে, আইনের শাসন না থাকলে সমাজে ধনী ও গরিব, শক্তিশালী ও দুর্বলের মধ্যে বৈষম্য বাড়ে। এছাড়াও, মায়া, সহমর্মিতা, ন্যায় ও নীতি-আদর্শের অবনতি ঘটে। সুতরাং, সভ্য ও সমৃদ্ধ সমাজের মূল ভিত্তি হলো আইনের শাসন।
উৎস: পৌরনীতি ও নাগরিকতা, নবম-দশম শ্রেণি
0
Updated: 1 month ago
"সুশাসন বলতে রাষ্ট্রের সঙ্গে সুশীল সমাজের, সরকারের সঙ্গে শাসিত জনগণের, শাসকের সঙ্গে শাসিতের সম্পর্ক বোঝায়"- উক্তিটি কার?
Created: 1 month ago
A
এরিস্টটল
B
জন স্টুয়ার্ট মিল
C
ম্যাককরনী
D
মেকিয়াভেলি
সুশাসন (GOOD GOVERNANCE)
ম্যাককরনী (Mac' Corney) বলেছেন যে, ‘সুশাসন বলতে রাষ্ট্রের সাথে সুশীল সমাজের, সরকারের সাথে শাসিত জনগণের, শাসকের সাথে শাসিতের সম্পর্ককে বোঝায়।'
- মোটকথা, প্রশাসনের যদি জবাবদিহিতা (Accountability), বৈধতা (Legilimacy), স্বচ্ছতা (Transparency) থাকে, এতে যদি অংশগ্রহণের সুযোগ উন্মুক্ত থাকে, বাকস্বাধীনতাসহ সকল রাজনৈতিক স্বাধীনতা সুরক্ষার ব্যবস্থা, বিচার বিভাগের স্বাধীনতা, আইনের অনুশাসন (Rule of law), আইনসভার নিকট শাসন বিভাগের জবাবদিহিতা বা দায়িত্বশীলতার নীতি কার্যকর থাকে তাহলে সে শাসনকে ‘সুশাসন' (Good Governance) বলে।
উৎস: পৌরনীতি ও সুশাসন ১ম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, মো: মোজাম্মেল হক।
0
Updated: 1 month ago
জাতীয় শুদ্ধাচার কৌশল অনুসারে ‘শুদ্ধাচার’ হচ্ছে-
Created: 4 weeks ago
A
শুদ্ধভাবে কার্যসম্পাদনের কৌশল
B
সরকারী কর্মকর্তাদের আচরণের মানদণ্ড
C
সততা ও নৈতিকতা দ্বারা প্রভাবিত আচরণগত উৎকর্ষ
D
দৈনন্দিন কার্যক্রমে অনুসৃতব্য মানদণ্ড
বাংলাদেশ সরকার ২০১২ সালে দুর্নীতি দমন এবং সুশাসন প্রতিষ্ঠার উদ্দেশ্যে জাতীয় শুদ্ধাচার কৌশল (National Integrity Strategy of Bangladesh) প্রণয়ন করেছে। এই কৌশলটি সুশাসন নিশ্চিত করতে রাষ্ট্রীয় ও অরাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠান এবং অংশীদারদের ভূমিকা নিয়ে বিস্তারিত নির্দেশনা প্রদান করে।
এছাড়া, এতে শুদ্ধাচার (integrity) বলতে নৈতিকতা এবং সততার দ্বারা প্রভাবিত আচরণগত উৎকর্ষতা বোঝানো হয়েছে।
-
২০১২ সালে বাংলাদেশের সরকার দুর্নীতি দমন ও সুশাসন প্রতিষ্ঠার জন্য জাতীয় শুদ্ধাচার কৌশল প্রণয়ন করে।
-
কৌশলটি রাষ্ট্রীয় ও অরাষ্ট্রীয় প্রতিষ্ঠান এবং অংশীদারদের ভূমিকা স্পষ্টভাবে বর্ণনা করে।
-
শুদ্ধাচার বলতে বোঝানো হয়েছে এমন আচরণ যা নৈতিকতা ও সততার দ্বারা প্রভাবিত।
0
Updated: 4 weeks ago
ব্যক্তি সহনশীলতার শিক্ষা লাভ করে -
Created: 1 month ago
A
সুশাসনের শিক্ষা থেকে
B
আইনের শিক্ষা থেকে
C
মূল্যবোধের শিক্ষা থেকে
D
কর্তব্যবোধ থেকে
সহনশীলতা
সহনশীলতা একজন দায়িত্বশীল নাগরিকের অন্যতম প্রধান গুণ। এটি শুধু ব্যক্তিগত জীবনে নয়, রাষ্ট্র ও সমাজ গঠনের ক্ষেত্রেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। গণতন্ত্রের মূল ভিত্তি হলো সহনশীলতা, কারণ গণতন্ত্র টিকে থাকতে হলে ভিন্নমতকে শ্রদ্ধা করার মানসিকতা থাকতে হয়।
অন্যের মতামত বা আচরণ আমাদের সাথে না মিললেও সেটিকে সম্মান করার মধ্যেই প্রকৃত সহিষ্ণুতা প্রকাশ পায়। সহনশীলতা থাকলে সমাজে অশান্তি ও উত্তেজনা কমে যায় এবং সুখী ও সুন্দর সমাজ গড়ে ওঠে।
ব্যক্তির নৈতিক ও মানবিক মূল্যবোধের শিক্ষা থেকেই সহনশীলতার মানস গড়ে ওঠে। তাই ব্যক্তিজীবন থেকে রাষ্ট্রীয় জীবন—সব ক্ষেত্রেই সহনশীলতা অপরিহার্য।
উৎস: পৌরনীতি ও সুশাসন ১ম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মোঃ মোজাম্মেল হক
0
Updated: 1 month ago