যদি 32114657 = POSSIBLE এবং 65223 = BLOOP হয় তাহলে 2167 = ?
A
BOSE
B
SOBE
C
OSBE
D
ESOB
উত্তরের বিবরণ
প্রশ্ন: যদি 32114657 = POSSIBLE এবং 65223 = BLOOP হয় তাহলে 2167 = ?
সমাধান:
দেওয়া আছে,
3 = P
2 = O
1 = S
1 = S
4 = I
6 = B
5 = L
7 = E
এবং
6 = B
5 = L
2 = O
2 = O
3 = P
অতএব,
2 = O
1 = S
6 = B
7 = E
0
Updated: 1 month ago
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?


Created: 1 month ago
A
17
B
23
C
29
D
31
প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?

সমাধান:
নির্ণেয় সংখ্যা = 29
প্রথম চিত্রে,
(25 + 17)/2 = 42/2 = 21
দ্বিতীয় চিত্রে,
(38 + 18)/2 = 56/2 = 28
তৃতীয় চিত্রে,
(42 + 16)/2 = 58/2 = 29
0
Updated: 1 month ago
2, 8 এবং
32 এর জ্যামিতিক গড় কত?
Created: 2 months ago
A
9.33
B
9
C
8
D
7
সমাধানঃ
আমরা জানি,
n সংখ্যক সংখ্যার গুণোত্তর গড় বা জ্যামিতিক গড় 
∴ 2, 8 এবং 32 এর জ্যামিতিক গড় = (2 × 8 × 32)1/3
= (512)1/3
= (83)1/3
= 8
0
Updated: 2 months ago
একটি সুষম বহুভুজের প্রত্যেকটি কোণ ১৬৮°। এর বাহুসংখ্যা কতগুলো হবে?
Created: 1 month ago
A
৩০
B
২০
C
১৮
D
১০
সুষম বহুভুজের একটি অন্তঃকোণের পরিমাণ ১৬৮°।
সুতরাং সুষম বহুভুজের বহিস্থঃকোণ = ১৮০° - ১৬৮°
= ১২°
আমরা জানি, সুষম বহুভুজের বহিস্থঃকোণের সমষ্টি = ৩৬০°
সুতরাং বহুভুজটির বাহুর সংখ্যা হবে = ৩৬০°/১২°
= ৩০টি
0
Updated: 1 month ago