A
১টি
B
৪টি
C
৭টি
D
১০টি
উত্তরের বিবরণ
প্রস্তাবনা:
- বাংলাদেশের সংবিধানে ১টি প্রস্তাবনা রয়েছে।
- বাংলাদেশের সংবিধানে প্রস্তাবনার ৫টি ভাগ রয়েছে।
- ১৯৭১ খ্রীষ্টাব্দের মার্চ মাসের ২৬ তারিখে স্বাধীনতা ঘোষণা করে [জাতীয় মুক্তির জন্য ঐতিহাসিক সংগ্রামের] মাধ্যমে স্বাধীন ও সার্বভৌম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়।
- জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার সেই সকল আদর্শ এই সংবিধানের মূলনীতি।
- সকল নাগরিকের জন্য আইনের শাসন, মৌলিক মানবাধিকার এবং রাজনৈতিক, অর্থনৈতিক ও .
সামাজিক সাম্য, স্বাধীনতা ও সুবিচার নিশ্চিত হবে।
- আমরা যাহাতে স্বাধীন সত্তায় সমৃদ্ধি লাভ করিতে পারি এবং মানবজাতির প্রগতিশীল আশা-আকাঙ্খার সহিত সঙ্গতি রক্ষা করিয়া আন্তর্জাতিক শান্তি ও সহযোগিতার ক্ষেত্রে পূর্ণ ভূমিকা পালন করিতে পারি, সেইজন্য বাংলাদেশের জনগণের অভিপ্রায়ের অভিব্যক্তিস্বরূপ এই সংবিধানের প্রাধান্য অক্ষুণ্ণ রাখা এবং ইহার রক্ষণ, সমর্থন ও নিরাপত্তাবিধান আমাদের পবিত্র কর্তব্য।
- এতদ্বারা আমাদের এই গণপরিষদে, অদ্য তের শত ঊনআশী বঙ্গাব্দের কার্তিক মাসের আঠারো তারিখ, মোতাবেক ঊনিশ শত বাহাত্তর খ্রীষ্টাব্দের নভেম্বর মাসের চার তারিখে, আমরা এই সংবিধান রচনা ও বিধিবদ্ধ করিয়া সমবেতভাবে গ্রহণ করিলাম।

0
Updated: 14 hours ago
কোনটি সাংবিধানিক প্রতিষ্ঠান নয়?
Created: 4 months ago
A
বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন
B
পাবলিক সার্ভিস কমিশন
C
নির্বাচন কমিশন
D
রাষ্ট্রপতির কার্যালয়
সাংবিধানিক প্রতিষ্ঠান (Constitutional Body) বলতে বুঝায়—যে প্রতিষ্ঠান বা সংস্থা বাংলাদেশের সংবিধানে সরাসরি উল্লেখ আছে এবং যেটি সংবিধান অনুযায়ী গঠিত ও পরিচালিত হয়।
- নিচের প্রতিষ্ঠানগুলো সংবিধানে উল্লেখ আছে:
- পাবলিক সার্ভিস কমিশন – সংবিধানের অনুচ্ছেদ ১৩৭–১৪১ এ উল্লেখ আছে।
- নির্বাচন কমিশন – অনুচ্ছেদ ১১৮–১২৬ এ বর্ণিত আছে।
রাষ্ট্রপতির কার্যালয় – রাষ্ট্রপতি সংবিধানের অংশ, তাই এটি সাংবিধানিক কাঠামোর অন্তর্ভুক্ত।
কিন্তু: বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (UGC) – এটি সংবিধানে নেই, বরং এটি একটি আইন দ্বারা গঠিত স্বায়ত্তশাসিত সংস্থা, যা উচ্চশিক্ষা প্রতিষ্ঠান তদারকি করে।

0
Updated: 4 months ago
বাংলাদেশের সংবিধানে কয়টি ভাগ রয়েছে?
Created: 1 week ago
A
১টি
B
৪টি
C
৭টি
D
১১টি
বাংলাদেশের সংবিধান
-
রচনা ও গৃহীত: গণপরিষদের মাধ্যমে
-
গৃহীত: ৪ নভেম্বর, ১৯৭২
-
কার্যকর: ১৬ ডিসেম্বর, ১৯৭২ (বিজয় দিবস থেকে)
-
মোট অনুচ্ছেদ: ১৫৩টি
-
অধ্যায়/ভাগ: ১১টি
-
তফসিল: ৭টি
-
প্রস্তাবনা: ১টি
-
মূলনীতি: ৪টি
-
সংবিধান খসড়া: ১১ অক্টোবর, ১৯৭২ - প্রণয়ন কমিটি চূড়ান্ত খসড়া প্রণয়ন
-
প্রমাণীকরণ: ১৪ ডিসেম্বর, ১৯৭২ - স্পিকার কর্তৃক
তথ্যসূত্র: বাংলাদেশের সংবিধান

0
Updated: 1 week ago