একটি এনালগ ঘড়িতে ৪ : ৩০ বাজার সময় যদি মিনিটের কাঁটাটি পূর্বদিকে থাকে তাহলে ঘণ্টার কাঁটাটি কোনদিকে থাকবে?
A
পশ্চিম
B
দক্ষিণ-পূর্ব
C
দক্ষিণ-পশ্চিম
D
উত্তর-পূর্ব
উত্তরের বিবরণ
প্রশ্ন: একটি এনালগ ঘড়িতে ৪ : ৩০ বাজার সময় যদি মিনিটের কাঁটাটি পূর্বদিকে থাকে তাহলে ঘণ্টার কাঁটাটি কোনদিকে থাকবে?
সমাধান:
৪ : ৩০ বাজার সময় মিনিটের কাঁটাটির দিক পূর্বদিকে হলে ঘণ্টার কাঁটাটির দিক হবে উত্তর-পূর্ব দিক।

0
Updated: 1 month ago
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?


Created: 1 month ago
A
31
B
36
C
38
D
40
প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?

সমাধান:
নির্ণেয় সংখ্যা = 31
প্রথম চিত্রে,
(30 - 15) + 30
= 15 + 30
= 45
দ্বিতীয় চিত্রে,
(25 - 19) + 25
= 6 + 25
= 31
তৃতীয় চিত্রে,
(28 - 21) + 28
= 7 + 28
= 35
প্রতিটি চিত্রের নিচের সংখ্যাদ্বয়ের বিয়োগফলের সাথে নিচের প্রথম সংখ্যাটি যোগ করলে উপরের চতুর্ভুজের সংখ্যাটি পাওয়া যায়।
0
Updated: 1 month ago
একটি বৃত্তের ব্যাসার্ধ 15 সে. মি. এবং কেন্দ্রীয় কোণ 120° হলে, বৃত্তকলার ক্ষেত্রফল কত?
Created: 1 month ago
A
62π বর্গ সে. মি. (প্রায়)
B
75π বর্গ সে. মি. (প্রায়)
C
288.23 বর্গ সে. মি. (প্রায়)
D
197.82 বর্গ সে. মি. (প্রায়)
প্রশ্ন: একটি বৃত্তের ব্যাসার্ধ 15 সে. মি. এবং কেন্দ্রীয় কোণ 120° হলে, বৃত্তকলার ক্ষেত্রফল কত?
সমাধান:
দেওয়া আছে,
বৃত্তের ব্যাসার্ধ, r =15 সে. মি.
এবং কেন্দ্রীয় কোণ, θ = 120°
আমরা জানি,
বৃত্তচাপের ক্ষেত্রফল = (θ/360°) × πr2
= (120°/360°) × π × (15)2
= (1/3) × π × 225
= 75π বর্গ সে. মি. (প্রায়)
0
Updated: 1 month ago
দুটি বর্গের ক্ষেত্রফলের অনুপাত 36 : 81। তাদের পরিসীমার অনুপাত কত?
Created: 2 months ago
A
9 : 8
B
2 : 3
C
3 : 2
D
5 : 7
প্রশ্ন: দুটি বর্গের ক্ষেত্রফলের অনুপাত 36 : 81। তাদের পরিসীমার অনুপাত কত?
সমাধান:
ধরি,
প্রথম বর্গের বাহু = a
এবং দ্বিতীয় বর্গের বাহু = b
প্রশ্নমতে,
a2 : b2 = 36 : 81
⇒ a : b = √36 : √81 [উভয় দিকের বর্গমূল নিলে পাই]
⇒ a : b = 6 : 9
∴ a : b = 2 : 3...........(1)
আমরা জানি,
বর্গক্ষেত্রের পরিসীমা = 4 × বাহু
∴ পরিসীমার অনুপাত = 4a : 4b
= a : b
= 2 : 3 [(1) নং হতে]
অতএব, দুটি বর্গের ক্ষেত্রফলের অনুপাত 36 : 81 হলে, তাদের পরিসীমার অনুপাত = 2 : 3 হবে।
0
Updated: 2 months ago