A
কুমিল্লা
B
চট্টগ্রাম
C
ঢাকা
D
সিলেট
উত্তরের বিবরণ
সংসদীয় আসন:
- বাংলাদেশের জাতীয় সংসদের মোট আসন সংখ্যা: ৩৫০টি।
- মহিলাদের জন্য সংসদে সংরক্ষিত আসন: ৫০টি।
- পার্বত্য চট্টগ্রামে সংসদীয় আসন সংখ্যা: ৩টি।
• বান্দরবান।
• রাঙ্গামাটি।
• খাগড়াছড়ি।
- পার্বত্য চট্টগ্রামের প্রত্যেক জেলায় একটি করে সংসদীয় আসন রয়েছে।
- জাতীয় সংসদের ১ নং আসন: পঞ্চগড়-১।
- জাতীয় সংসদের ৩০০ নং আসন: বান্দরবান।
- বাংলাদেশের সবচেয়ে বেশি সংসদীয় আসন রয়েছে ঢাকা জেলায়।
- ঢাকা জেলায় ২০টি সংসদীয় আসন রয়েছে।

0
Updated: 14 hours ago
জাতীয় সংসদের ৩০০নং আসনটি কোন জেলায় অবস্থিত?
Created: 1 week ago
A
বান্দরবান
B
রাঙামাটি
C
খাগড়াছড়ি
D
পঞ্চগড়
সংসদীয় আসন (বাংলাদেশ):
-
মোট আসন: ৩৫০টি
-
সাধারণ আসন: ৩০০টি
-
মহিলাদের জন্য সংরক্ষিত আসন: ৫০টি
-
-
চূড়ান্ত দক্ষিণাঞ্চলের আসনসমূহ:
-
৩০০ নং আসন: বান্দরবান
-
২৯৯ নং আসন: রাঙামাটি
-
২৯৮ নং আসন: খাগড়াছড়ি
-
২৯৭ নং আসন: কক্সবাজার
-
-
প্রথম আসন: ১ নং আসন – পঞ্চগড়-১
-
সংখ্যাবলীতে সর্বোচ্চ আসন: ঢাকা জেলায় ২০টি সংসদীয় আসন
-
দক্ষিণাঞ্চলের জেলা: বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ি জেলায় প্রতিজেলায় একটি করে সংসদীয় আসন
উৎস: জাতীয় তথ্য বাতায়ন

0
Updated: 1 week ago