A
০.২৫ সে.মি.
B
২.৫ সে.মি.
C
২৫ সে.মি.
D
২৫ মি.
উত্তরের বিবরণ
দর্শনের ন্যূনতম দূরত্ব
-
সংজ্ঞা: যে নিকটতম দূরত্ব পর্যন্ত চোখ বিনা শ্রান্তিতে স্পষ্ট দেখতে পারে, তাকে দর্শনের ন্যূনতম বা নিকটতম দূরত্ব বলা হয়।
-
মান: সাধারণ মানুষের জন্য ন্যূনতম দূরত্ব ≈ ২৫ সে.মি.
-
বিশেষত্ব:
-
চোখের লেন্স থেকে ২৫ সে.মি. দূরবর্তী বস্তু স্পষ্ট দেখা যায়।
-
এর চেয়ে কম দূরত্বে বস্তু রাখা হলে তা স্পষ্ট দেখা যায় না।
-

0
Updated: 15 hours ago
কোন রঙের আলাের
তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি?
Created: 18 hours ago
A
বেগুনি
B
নীল
C
কমলা
D
লাল
সাধারণ জ্ঞান
আধুনিক পদার্থবিজ্ঞান
আলো
মানসিক দক্ষতা (Mental skills)
সাধারণ জ্ঞান
No subjects available.
আলোর তরঙ্গদৈর্ঘ্য
-
দৃশ্যমান আলোর তরঙ্গদৈর্ঘ্যের ক্রম: বেগুনি < নীল < আসমানী < সবুজ < হলুদ < কমলা < লাল।
-
তরঙ্গদৈর্ঘ্য কম হলে তার বিক্ষেপণ বেশি হয়।
-
তরঙ্গদৈর্ঘ্য বেশি হলে তার বিক্ষেপণ কম হয়।
-
লাল আলো: তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি, তাই এর বিক্ষেপণ, প্রতিসরণ ও বিচ্যুতি সবচেয়ে কম।
-
বেগুনি আলো: তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে কম, তাই এর বিক্ষেপণ, প্রতিসরণ ও বিচ্যুতি সবচেয়ে বেশি।

0
Updated: 18 hours ago