A
Subscriber Information Mode
B
Subscriber Identity Module
C
System Identity Mode
D
Secure International Module
উত্তরের বিবরণ
'SIM' – Subscriber Identity Module
SIM:
-
এটি একটি সমন্বিত বর্তনী (integrated circuit) যা নিরাপদে আন্তর্জাতিক মোবাইল গ্রাহকের পরিচয় (IMSI) সংরক্ষণ করে।
-
SIM একটি পোর্টেবল মেমরি চিপ, যার মাধ্যমে গ্রাহক যে কোনও স্থানে কল করতে পারে, যেখানে নেটওয়ার্ক উপলব্ধ।
-
সাধারণত GSM (Global System for Mobile Communications) নেটওয়ার্কে পরিচালিত হয় এবং মোবাইল ফোনে ব্যবহৃত হয়।
উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (একাদশ-দ্বাদশ শ্রেণী), প্রকৌশলী মুজিবুর রহমান

0
Updated: 15 hours ago
কিবোর্ডে ফাংশন কী কতটি থাকে?
Created: 15 hours ago
A
১২ টি
B
১৫ টি
C
১৫০ টি
D
১২০ টি
কি-বোর্ডের ফাংশন কী (F1–F12)
-
কি-বোর্ডে মোট ১০৫টি কী থাকে।
-
এর মধ্যে ১২টি ফাংশন কী থাকে, যা বিভিন্ন সফটওয়্যারে নির্দিষ্ট কাজের জন্য ব্যবহৃত হয়।
-
সাধারণত এগুলো F1 থেকে F12 পর্যন্ত থাকে।
F1–F12 ফাংশন কী-এর কাজ:
-
F1: সাধারণত Help মেনু খুলে।
-
F2: নির্বাচিত ফাইল বা ফোল্ডারের নাম পরিবর্তন (Rename) করতে ব্যবহার হয়।
-
F3: দ্রুত সার্চ বা খোঁজার অপশন চালু করে।
-
F4: Alt + F4 চাপলে বর্তমান উইন্ডো বন্ধ হয়।
-
F5: ব্রাউজার বা ডেস্কটপে Refresh করার জন্য।
-
F6: ব্রাউজারে Address bar সিলেক্ট করে।
-
F7: মাইক্রোসফট ওয়ার্ডে Spelling ও Grammar Check চালু করে।
-
F8: উইন্ডোজ চালুর সময় Safe Mode চালুর জন্য।
-
F9: কোয়ার্ক এক্সপ্রেসে Measurement Toolbar চালু করার জন্য।
-
F10: Menu bar চালু করে।
-
F11: Fullscreen Mode চালু বা বন্ধ করে।
-
F12: ইংরেজি থেকে বাংলা বা বাংলা থেকে ইংরেজি পরিবর্তনের জন্য।
উৎস:
-
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
-
ব্রিটানিকা

0
Updated: 15 hours ago
ডিজিটাল কম্পিউটারের মূল ভিত্তি কী?
Created: 15 hours ago
A
দশমিক সংখ্যা
B
হেক্সাডেসিম্যাল সংখ্যা
C
রোমান সংখ্যা
D
বাইনারি ডিজিট
ডিজিটাল কম্পিউটারের মূল ভিত্তি – বাইনারি ডিজিট
কম্পিউটার শ্রেণীবিন্যাস (গাণিতিক ভিত্তিতে):
-
এনালগ কম্পিউটার (Analog Computer)
-
ডিজিটাল কম্পিউটার (Digital Computer)
-
হাইব্রিড কম্পিউটার (Hybrid Computer)
ডিজিটাল কম্পিউটার:
-
মূল ভিত্তি হলো বাইনারি ডিজিট (0 এবং 1)।
-
সমস্ত গাণিতিক ও যুক্তিমূলক কাজ বাইনারি ডিজিটের মাধ্যমে সম্পন্ন হয়।
-
প্রক্রিয়াজাত ফলাফল সাধারণত লিখিত আকারে প্রদর্শিত হয়।
-
ইনপুট ও আউটপুট আমাদের বোঝার জন্য বর্ণ, অক্ষর ও সংখ্যা আকারে প্রকাশ করা হয়।
-
গতি দ্রুত এবং নির্ভরশীলতা উচ্চ।
-
উপাত্ত সংরক্ষণের জন্য বৃহৎ মেমোরি থাকে।
-
বর্তমানের সব সাধারণ কম্পিউটারই ডিজিটাল কম্পিউটার।
উৎস: কম্পিউটার পরিচিতি ও ব্যবহার, স্কুল অব এগ্রিকালচার এন্ড রুরাল ডেভেলপমেন্ট, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

0
Updated: 15 hours ago
নেটফ্লিক্স মূলত কী ধরনের পরিষেবা প্রদান করে?
Created: 1 week ago
A
বিজ্ঞাপন পরিষেবা
B
স্ট্রিমিং পরিষেবা
C
অনলাইন মার্কেটিং পরিষেবা
D
চাকরি বিজ্ঞপ্তি পরিষেবা
নেটফ্লিক্স (Netflix)
সংজ্ঞা:
নেটফ্লিক্স হলো একটি নিবন্ধনভিত্তিক (subscription-based) স্ট্রিমিং সার্ভিস, যা ব্যবহারকারীদের ইন্টারনেটে টিভি শো ও সিনেমা বিজ্ঞাপন ছাড়াই দেখার সুবিধা দেয়।
মূল বৈশিষ্ট্য:
-
ব্যবহারকারীরা প্রয়োজনে শো বা মুভি ডাউনলোড করে অফলাইনেও দেখতে পারে।
-
প্রতিষ্ঠিত: ১৯৯৭ সালের ২৯ আগস্ট, রিড হ্যাস্টিংস ও মার্ক রেন্ডলফ কর্তৃক, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র।
-
বাংলাদেশসহ ১৩০টি দেশে জনপ্রিয় অনলাইন ভিডিও স্ট্রিমিং সেবা প্রদান।
-
শুধুমাত্র নিবন্ধিত গ্রাহকরা ব্যবহার করতে পারে এবং মাসিক ফি দিতে হয়।
-
নামকরা চলচ্চিত্র ও টিভি সিরিজ তৈরি করে আন্তর্জাতিক দর্শকদের মধ্যে জনপ্রিয়তা অর্জন করেছে।

0
Updated: 1 week ago