A
পাবলিক ক্লাউড
B
প্রাইভেট ক্লাউড
C
হাইব্রিড ক্লাউড
D
ওপেন ক্লাউড
উত্তরের বিবরণ
'ওপেন ক্লাউড' ক্লাউড কম্পিউটিংয়ের অন্তর্ভুক্ত নয়
ক্লাউড কম্পিউটিংয়ের ধরণ:
ক্লাউডের অবস্থান ও মানুষের মাঝে সেবার বিস্তৃতি অনুসারে তিন ভাগে বিভক্ত:
-
পাবলিক ক্লাউড
-
প্রাইভেট ক্লাউড
-
মিশ্র/হাইব্রিড ক্লাউড
ক্লাউড কম্পিউটিং:
-
কম্পিউটার রিসোর্স যেমন হার্ডওয়্যার, সফটওয়্যার, নেটওয়ার্ক ডিভাইস ইত্যাদি ব্যবহার করে কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে সেবা প্রদান।
-
২০০৬ সালে অ্যামাজন ওয়েব সার্ভিস বাণিজ্যিকভাবে ক্লাউড কম্পিউটিং ব্যবহার শুরু করে।
বৈশিষ্ট্য:
-
On-demand
-
Resource scalability
-
Pay as you go
উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান

0
Updated: 15 hours ago
কম্পিউটার ভাইরাস নয় কোনটি ?
Created: 15 hours ago
A
ওয়ার্ম
B
ট্রোজান হর্স
C
জেরুজালেম
D
অ্যাভাস্ট
অ্যাভাস্ট – একটি এন্টিভাইরাস সফটওয়্যার
এন্টিভাইরাস সফটওয়্যার:
-
কম্পিউটারে ভাইরাসের আক্রমণ থেকে রক্ষা পেতে এন্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করা হয়।
-
এটি ভাইরাস আক্রমণের পূর্বেই সমস্যা শনাক্ত করে রোধ করে বা ব্যবহারকারীকে সতর্ক করে দেয়।
উল্লেখযোগ্য এন্টিভাইরাস সফটওয়্যার:
-
এভিজি (AVG)
-
অ্যাভাস্ট (Avast)
-
নরটন (Norton)
-
এভিরা (Avira)
-
পান্ডা (Panda) ইত্যাদি
কম্পিউটার ভাইরাস:
-
কম্পিউটার ভাইরাসের নামকরণ করেন প্রখ্যাত গবেষক ফ্রেড কোহেন।
-
ভাইরাস কম্পিউটারে প্রবেশ করলে ধীরে ধীরে পুরো সিস্টেমকে সংক্রমিত করে এবং অচল করে দিতে পারে।
উল্লেখযোগ্য কম্পিউটার ভাইরাস:
-
ভিবিএস/হেল্পার (VBS/Helper)
-
ওয়ার্ম (Worm)
-
ভিবিএস/আকুই (VBS/Aqui)
-
ট্রোজান হর্স (Trojan Horse)
-
এক্স ৯৭এম/হপার (X97M/Hopper)
-
বুট সেক্টর ভাইরাস (Boot Sector Virus)
-
জেরুজালেম (Jerusalem)
-
স্টোন (Stone)
-
ঢাকা ভাইরাস
-
ভিয়েনা (Vienna)
-
সিআইএইচ (CIH) ইত্যাদি
উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

0
Updated: 15 hours ago
গ্রাফিক্যাল অপারেটিং সিস্টেম কোনটি?
Created: 15 hours ago
A
PC DOS
B
CP/M
C
Windows 7
D
MS-DOS
Windows 7 – গ্রাফিক্যাল অপারেটিং সিস্টেম
চিত্র-ভিত্তিক (Graphical User Interface - GUI) অপারেটিং সিস্টেম:
-
এই ধরনের অপারেটিং সিস্টেমে ডিস্ক ফরমেটিং, ফাইল ব্যবস্থাপনা, অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ব্যবহারের সকল কাজ করা হয় বিভিন্ন প্রকার আইকন (Icon) এবং পুল-ডাউন মেন্যু কমান্ড ব্যবহার করে।
-
আইকন এবং মেন্যু কমান্ড নির্বাচন, ব্যবহার ও কার্যকর করা হয় মাউসের সাহায্যে।
-
কম্পিউটার চালু করার পর ডেস্কটপে বিভিন্ন প্রোগ্রামের আইকন বা প্রতিকী চিত্র দেখা যায়।
-
প্রয়োজনীয় প্রোগ্রামের আইকনের উপর ডাবল-ক্লিক করলে প্রোগ্রামটি চালু হয়।
-
চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেমে কোনো কমান্ড মুখস্থ করার প্রয়োজন নেই।
উদাহরণ (চিত্রভিত্তিক/গ্রাফিক্যাল অপারেটিং সিস্টেম):
-
Windows 95/98/XP/2000/7
-
Mac OS
বর্ণ বা টেক্সটভিত্তিক অপারেটিং সিস্টেমের উদাহরণ:
-
MS-DOS, PC DOS, CP/M
উৎস:
-
বিবিএ প্রোগ্রাম, মৌলিক কম্পিউটার শিক্ষা
-
কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-১, এসএসসি ও দাখিল, ভোকেশনাল

0
Updated: 15 hours ago
দ্বিতীয় প্রজন্মের মোবাইল নেটওয়ার্ককে কী বলা হয়?
Created: 14 minutes ago
A
অ্যানালগ সেলুলার নেটওয়ার্ক
B
ডিজিটাল সেলুলার নেটওয়ার্ক
C
অপটিক্যাল নেটওয়ার্ক
D
স্যাটেলাইট নেটওয়ার্ক
তথ্য প্রযুক্তি
কম্পিউটার নেটওয়ার্ক (Computer Network)
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
No subjects available.
দ্বিতীয় প্রজন্মের মোবাইল নেটওয়ার্ককে ডিজিটাল সেলুলার নেটওয়ার্ক বলা হয়।
দ্বিতীয় প্রজন্ম (১৯৯০-২০০০)
- ১৯৯০ সালে ইউরোপে দ্বিতীয় প্রজন্মের মোবাইল ফোন সর্বপ্রথম ব্যবহৃত হয়।
- ট্রান্সমিশন কোয়ালিটি, সিস্টেম ক্যাপাসিটি এবং বিশাল এলাকা জুড়ে নেটওয়ার্ক গড়ে তোলার লক্ষ্যে দ্বিতীয় প্রজন্মের মোবাইল সিস্টেম চালু করা হয়।
দ্বিতীয় প্রজন্মের মোবাইল সিস্টেমের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য:
- ১৯৯০ সালে GSM এবং CDMA স্ট্যান্ডার্ড ব্যবহার করে দ্বিতীয় প্রজন্মের (2G) মোবাইল সিস্টেমের যাত্রা শুরু হয়।
- এতে ডিজিটাল ট্রান্সমিশন সিস্টেমের ব্যবহার চালু হয় এবং ভয়েস ও ডেটা প্রেরণ সম্ভব হয়।
- দ্বিতীয় প্রজন্মকে ডিজিটাল সেলুলার নেটওয়ার্ক বলা হয়ে থাকে।
- দ্বিতীয় প্রজন্মের মোবাইলে প্রিপেইড পদ্ধতি, এসএমএস, এমএমএস, টেক্সট মেসেজিং ব্যবস্থা সেবা চাল হয়।
- ভয়েস প্রেরণের সুবিধা চালু হয়।
- মোবাইল ফোনে পেমেন্ট সিস্টেমের প্রবর্তন হয়।
- আন্তর্জাতিক রোমিং সুবিধা এবং মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহার সুবিধা চালু হয়।
উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।

0
Updated: 14 minutes ago