কোন গেইটগুলো সার্বজনীন গেইট হিসেবে পরিচিত?
A
AND এবং OR
B
NAND এবং NOR
C
XOR এবং NOT
D
OR এবং NOT
উত্তরের বিবরণ
NAND এবং NOR গেইট – সার্বজনীন গেইট
সার্বজনীন গেইট:
-
যেসব গেইটের মাধ্যমে AND, OR এবং NOT গেইটের ফাংশন প্রতিস্থাপন করা যায়, তাদের সার্বজনীন গেইট বলা হয়।
-
অ্যান্ড, অর ও নট গেইটের সমন্বয়ে সব ধরনের লজিক সার্কিট বা যুক্তি বর্তনী তৈরি করা যায়।
-
ন্যান্ড গেইট ব্যবহার করেই যে কোন লজিক সার্কিট বা বর্তনী তৈরি করা সম্ভব, কারণ ন্যান্ড দিয়ে AND, OR ও NOT বাস্তবায়ন করা যায়।
-
একইভাবে, NOR গেইট দিয়েও সব ধরনের লজিক সার্কিট তৈরি করা সম্ভব।
-
এই কারণেই NAND ও NOR গেইটকে সার্বজনীন গেইট বলা হয়।
উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
0
Updated: 1 month ago
ফ্যাক্স ডাটা কমিউনিকেশনে কোন মোড ব্যবহার করে?
Created: 1 month ago
A
ফুল ডুপ্লেক্স
B
হাফ ডুপ্লেক্স
C
সিমপ্লেক্স
D
মাল্টিপ্লেক্স
ফ্যাক্স – ডাটা কমিউনিকেশনে হাফ ডুপ্লেক্স মোড ব্যবহার করে
ফ্যাক্স (Fax):
-
পূর্ণরূপ: Facsimile
-
ফ্যাক্সকে টেলিকপি বা টেলিফ্যাক্সও বলা হয়।
-
আবিষ্কারক: স্কটল্যান্ডের বিজ্ঞানী আলেকজেন্ডার বেইন।
-
ফ্যাক্সের মাধ্যমে দূরবর্তী স্থানে ছবি ও টেক্সট পাঠানো যায়।
-
কোনো ডকুমেন্টকে হুবহু কপি করে ইলেকট্রনিক পদ্ধতিতে প্রাপকের কাছে পাঠাতে ফ্যাক্স ব্যবহার করা হয়।
-
ডাটা কমিউনিকেশনে ফ্যাক্স হাফ ডুপ্লেক্স মোড ব্যবহার করে।
-
মূলত ফ্যাক্স হলো একটি প্রিন্টার বা অন্যান্য আউটপুট যন্ত্রের সাথে সংযুক্ত টেলিফোন নম্বর।
উৎস:
-
এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
-
ব্রিটানিকা
0
Updated: 1 month ago
যদি আপনার ইন্টারনেট স্পিড 50 Mbps হয়, তাহলে তাত্ত্বিকভাবে আপনি 1 সেকেন্ডে কত মেগাবিট ডাউনলোড করতে পারবেন?
Created: 1 month ago
A
500 Mb
B
5 Mb
C
50 Mb
D
0.5 Mb
যদি আপনার ইন্টারনেট স্পিড 50 Mbps হয়, তাহলে এর অর্থ হলো Megabits per second বা প্রতি সেকেন্ডে ৫০ মেগাবিট ডেটা স্থানান্তর করা সম্ভব। অর্থাৎ তাত্ত্বিকভাবে এক সেকেন্ডে আপনি ৫০ মেগাবিট ডেটা ডাউনলোড করতে পারবেন। স্পিড যত বেশি হবে, ডাউনলোড ক্ষমতাও তত বাড়বে। তবে বাস্তবে নেটওয়ার্ক ল্যাটেন্সি, সার্ভারের পারফরম্যান্স কিংবা অন্যান্য কারণে স্পিড কিছুটা কম হতে পারে।
সঠিক উত্তর: গ) 50 Mb
-
Mbps = Megabits per second → এক সেকেন্ডে কত মেগাবিট ডেটা ট্রান্সফার হয় তা নির্দেশ করে।
-
ডেটা ট্রান্সমিশন স্পিড হলো এক স্থান থেকে অন্য স্থানে অথবা এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ডেটা স্থানান্তরের হার।
-
এই স্পিডকে অনেক সময় ব্যান্ডউইডথও বলা হয় এবং সাধারণত bps (bits per second) এ মাপা হয়।
বিভিন্ন একক:
-
bps = bit per second (১ bit = 0 বা 1)
-
kbps = kilobits per second (1000 bits = 1 kilobit)
-
Mbps = megabits per second (1000 kilobits = 1 megabit)
-
Gbps = gigabits per second (1000 megabits = 1 gigabit)
-
Tbps = terabits per second (1000 gigabits = 1 terabit)
-
Pbps = petabits per second (1000 terabits = 1 petabit)
MBps vs Mbps:
-
MBps (MegaBytes per second): এখানে B = Byte, অর্থাৎ বড় হাতের B বাইটকে নির্দেশ করে।
-
Mbps (Megabits per second): এখানে b = bit, অর্থাৎ ছোট হাতের b বিটকে নির্দেশ করে।
-
মনে রাখতে হবে, 1 Byte = 8 bits। তাই 50 Mbps ≈ 6.25 MBps গতিতে ডেটা ডাউনলোড করা সম্ভব।
0
Updated: 1 month ago
গ্রাফিক্যাল অপারেটিং সিস্টেম কোনটি?
Created: 1 month ago
A
PC DOS
B
CP/M
C
Windows 7
D
MS-DOS
Windows 7 – গ্রাফিক্যাল অপারেটিং সিস্টেম
চিত্র-ভিত্তিক (Graphical User Interface - GUI) অপারেটিং সিস্টেম:
-
এই ধরনের অপারেটিং সিস্টেমে ডিস্ক ফরমেটিং, ফাইল ব্যবস্থাপনা, অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ব্যবহারের সকল কাজ করা হয় বিভিন্ন প্রকার আইকন (Icon) এবং পুল-ডাউন মেন্যু কমান্ড ব্যবহার করে।
-
আইকন এবং মেন্যু কমান্ড নির্বাচন, ব্যবহার ও কার্যকর করা হয় মাউসের সাহায্যে।
-
কম্পিউটার চালু করার পর ডেস্কটপে বিভিন্ন প্রোগ্রামের আইকন বা প্রতিকী চিত্র দেখা যায়।
-
প্রয়োজনীয় প্রোগ্রামের আইকনের উপর ডাবল-ক্লিক করলে প্রোগ্রামটি চালু হয়।
-
চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেমে কোনো কমান্ড মুখস্থ করার প্রয়োজন নেই।
উদাহরণ (চিত্রভিত্তিক/গ্রাফিক্যাল অপারেটিং সিস্টেম):
-
Windows 95/98/XP/2000/7
-
Mac OS
বর্ণ বা টেক্সটভিত্তিক অপারেটিং সিস্টেমের উদাহরণ:
-
MS-DOS, PC DOS, CP/M
উৎস:
-
বিবিএ প্রোগ্রাম, মৌলিক কম্পিউটার শিক্ষা
-
কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-১, এসএসসি ও দাখিল, ভোকেশনাল
0
Updated: 1 month ago