A
অপটিক্যাল ডাটা সংরক্ষণ মাধ্যম
B
চৌম্বকীয় ডাটা সংরক্ষণ মাধ্যম
C
সফটওয়্যার ডেভেলপমেন্ট টুল
D
কম্পিউটারের ডিসপ্লে ডিভাইস
উত্তরের বিবরণ
হার্ড ডিস্ক – চৌম্বকীয় ডাটা সংরক্ষণ মাধ্যম
-
হার্ড ডিস্ক হলো অসংখ্য ফ্লপি ডিস্কের ক্ষমতার সমন্বয়ে তৈরি একটি ডিস্ক, যা কম্পিউটারের জন্য চৌম্বকীয় সংরক্ষণ মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়।
-
এটি কম্পিউটারের তথ্য ভান্ডার হিসেবে কাজ করে।
-
সাধারণত কম্পিউটারের ভেতরে স্থায়ীভাবে বসানো থাকে, তবে বাইরের ডিভাইস হিসেবেও ব্যবহার করা যায়।
-
হার্ড ডিস্ক স্থানান্তরযোগ্য, অর্থাৎ একটি কম্পিউটারের হার্ডডিস্ক ড্রাইভ থেকে অন্য কম্পিউটারে ব্যবহার করা সম্ভব।
-
ফ্লপি ডিস্কের মতো, হার্ড ডিস্কও ড্রাইভে বসিয়ে কাজ করে এবং প্রয়োজন অনুযায়ী অন্য ড্রাইভে স্থানান্তর করা যায়।
উৎস:
-
কম্পিউটার শিক্ষা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
-
ব্রিটানিকা

0
Updated: 15 hours ago
কোনটি আচরণগত বায়োমেট্রিক্স পদ্ধতি?
Created: 15 hours ago
A
মুখমন্ডলের অবয়ব
B
কণ্ঠস্বর যাচাইকরণ
C
হাতের রেখা শনাক্তকরণ
D
চোখের আইরিস শনাক্তকরণ
কণ্ঠস্বর যাচাইকরণ – একটি আচরণগত বায়োমেট্রিক্স পদ্ধতি
বায়োমেট্রিক্স:
-
বায়োমেট্রিক্স এমন একটি প্রযুক্তি, যার মাধ্যমে ব্যক্তির শারীরিক বা আচরণগত বৈশিষ্ট্যের ভিত্তিতে পরিচয় নিশ্চিত করা হয়।
-
মানুষের দেহের বিশেষ বৈশিষ্ট্য যেমন আঙুলের ছাপ, চোখের আইরিস, মুখাবয়ব অথবা কণ্ঠস্বর ব্যবহার করে পরিচয় যাচাই করা হয়।
বায়োমেট্রিক্সের দুই প্রকার:
১. শারীরবৃত্তীয় বায়োমেট্রিক্স পদ্ধতি:
-
আঙুলের ছাপ
-
হাতের রেখা শনাক্তকরণ
-
মুখমন্ডলের অবয়ব
-
চোখের আইরিস শনাক্তকরণ
২. আচরণগত বায়োমেট্রিক্স পদ্ধতি:
-
কণ্ঠস্বর যাচাইকরণ
-
স্বাক্ষর শনাক্তকরণ
-
কী-বোর্ডে টাইপিং গতি যাচাইকরণ
উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, মো: মাহবুবুর রহমান।

0
Updated: 15 hours ago
কিবোর্ডে ফাংশন কী কতটি থাকে?
Created: 15 hours ago
A
১২ টি
B
১৫ টি
C
১৫০ টি
D
১২০ টি
কি-বোর্ডের ফাংশন কী (F1–F12)
-
কি-বোর্ডে মোট ১০৫টি কী থাকে।
-
এর মধ্যে ১২টি ফাংশন কী থাকে, যা বিভিন্ন সফটওয়্যারে নির্দিষ্ট কাজের জন্য ব্যবহৃত হয়।
-
সাধারণত এগুলো F1 থেকে F12 পর্যন্ত থাকে।
F1–F12 ফাংশন কী-এর কাজ:
-
F1: সাধারণত Help মেনু খুলে।
-
F2: নির্বাচিত ফাইল বা ফোল্ডারের নাম পরিবর্তন (Rename) করতে ব্যবহার হয়।
-
F3: দ্রুত সার্চ বা খোঁজার অপশন চালু করে।
-
F4: Alt + F4 চাপলে বর্তমান উইন্ডো বন্ধ হয়।
-
F5: ব্রাউজার বা ডেস্কটপে Refresh করার জন্য।
-
F6: ব্রাউজারে Address bar সিলেক্ট করে।
-
F7: মাইক্রোসফট ওয়ার্ডে Spelling ও Grammar Check চালু করে।
-
F8: উইন্ডোজ চালুর সময় Safe Mode চালুর জন্য।
-
F9: কোয়ার্ক এক্সপ্রেসে Measurement Toolbar চালু করার জন্য।
-
F10: Menu bar চালু করে।
-
F11: Fullscreen Mode চালু বা বন্ধ করে।
-
F12: ইংরেজি থেকে বাংলা বা বাংলা থেকে ইংরেজি পরিবর্তনের জন্য।
উৎস:
-
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
-
ব্রিটানিকা

0
Updated: 15 hours ago
কোনটি তারবিহীন দ্রুতগতির ইন্টারনেট সংযোগের জন্য উপযোগী?
Created: 3 weeks ago
A
ওয়াইম্যাক্স
B
সি-মস
C
ব্লু-টুথ
D
ব্রডব্যান্ড
ওয়াইম্যাক্স (WiMAX)
ওয়াইম্যাক্স কী:
তারবিহীন দ্রুতগতির ইন্টারনেট সংযোগের জন্য WiMAX প্রযুক্তি ব্যবহার করা হয়।
-
পূর্ণরূপ ও ইতিহাস:
WiMAX এর পূর্ণরূপ হলো Worldwide Interoperability for Microwave Access। এটি প্রথম ২০০১ সালের জুনে WiMAX ফোরাম দ্বারা অনুমোদিত হয়। -
স্ট্যান্ডার্ড ও ফ্রিকুয়েন্সি:
WiMAX এর স্ট্যান্ডার্ড হলো IEEE 802.16।
এর ফ্রিকুয়েন্সি সীমা ২.০ থেকে ৬৬ GHz পর্যন্ত। -
ডেটা ট্রান্সমিশন ও কভারেজ:
WiMAX ডেটা পাঠাতে ফুল ডুপ্লেক্স মুড ব্যবহার করে।
এর কভারেজ প্রায় ৫০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হতে পারে। -
ব্যবহারযোগ্যতা:
পাহাড়ি বা দুর্গম এলাকা যেখানে ক্যাবল বসানো যায় না, সেখানে ব্রডব্যান্ড ইন্টারনেট পৌঁছে দেওয়ার জন্য WiMAX অন্যতম সেরা প্রযুক্তি।
সাধারণত Metropolitan Area Network (MAN) ধরনের নেটওয়ার্কে বেশি ব্যবহৃত হয়।
WiMAX ব্যবহার করতে হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি প্রয়োজন। -
প্রধান উপাদান:
WiMAX নেটওয়ার্কের মূল অংশ হলো:
১. বেস স্টেশন
২. অ্যান্টেনা যুক্ত WiMAX রিসিভার
উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।

0
Updated: 3 weeks ago