কোন গেইটগুলো সার্বজনীন গেইট হিসেবে পরিচিত?
A
AND এবং OR
B
NAND এবং NOR
C
XOR এবং NOT
D
OR এবং NOT
উত্তরের বিবরণ
NAND এবং NOR গেইট – সার্বজনীন গেইট
সার্বজনীন গেইট:
-
যেসব গেইটের মাধ্যমে AND, OR এবং NOT গেইটের ফাংশন প্রতিস্থাপন করা যায়, তাদের সার্বজনীন গেইট বলা হয়।
-
অ্যান্ড, অর ও নট গেইটের সমন্বয়ে সব ধরনের লজিক সার্কিট বা যুক্তি বর্তনী তৈরি করা যায়।
-
ন্যান্ড গেইট ব্যবহার করেই যে কোন লজিক সার্কিট বা বর্তনী তৈরি করা সম্ভব, কারণ ন্যান্ড দিয়ে AND, OR ও NOT বাস্তবায়ন করা যায়।
-
একইভাবে, NOR গেইট দিয়েও সব ধরনের লজিক সার্কিট তৈরি করা সম্ভব।
-
এই কারণেই NAND ও NOR গেইটকে সার্বজনীন গেইট বলা হয়।
উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
0
Updated: 1 month ago
কোন লজিক গেইটে দুইটি ভিন্ন ইনপুট দিলে আউটপুট ১ হয়, আর সমান ইনপুটে আউটপুট ০ হয়?
Created: 3 weeks ago
A
AND
B
OR
C
XNOR
D
XOR
• যে লজিক গেইটে দুইটি ভিন্ন ইনপুট দিলে আউটপুট ১ হয় এবং সমান ইনপুট দিলে আউটপুট ০ হয়, সেটি হলো XOR (Exclusive OR) গেইট। XOR গেইটের মূল বৈশিষ্ট্য হলো এটি শুধুমাত্র তখনই ১ আউটপুট দেয় যখন দুটি ইনপুট একে অপরের থেকে ভিন্ন হয়। উদাহরণস্বরূপ, যদি ইনপুট A = 0 এবং B = 1 হয়, আউটপুট হবে ১; একইভাবে A = 1 এবং B = 0 হলে আউটপুট হবে ১। কিন্তু যদি ইনপুট দুটো সমান হয়, যেমন A = 0, B = 0 অথবা A = 1, B = 1, তখন আউটপুট হবে ০। অন্য লজিক গেইট যেমন AND, OR বা XNOR এই ধরনের আচরণ প্রদর্শন করে না। তাই প্রশ্নে বর্ণিত শর্ত অনুযায়ী সঠিক উত্তর হলো ঘ) XOR.
• এক্স অর গেইট (Exclusive OR (XOR) Gate):
- Exclusive OR গেইটকে সংক্ষেপে এক্স অর (XOR) গেইট বলে।
- মৌলিক গেইট দিয়ে এক্স অর গেইট তৈরি করা হয় বলে একে প্রকৃত অর গেইট বলে।
- এটি আ্যান্ড, অর, নট, ন্যান্ড, নর ইত্যাদি গেইটের সাহায্যেও তৈরি করা যায়।
- এই গেইটের দুটি ইনপুট সমান না হলে আউটপুট 1 হয়, অন্যথায় আউটপুট 0 হবে।
• অপশন আলোচনা:
- XNOR গেইটে দুটি ইনপুট একই মানের হলে আউটপুট ১ হয়। দুটি ইনপুট ভিন্ন মানের হলে আউটপুট ০ হয়।
- OR গেইতে যে কোনো একটি ইনপুট ১ হলে আউটপুট ১ হয়। দুটি ইনপুটই ০ হলে আউটপুট ০ হয়।
- AND গেইটে দুটি ইনপুটই ১ হলে আউটপুট ১ হয়। যে কোনো একটি ইনপুট ০ হলে আউটপুট ০ হয়।
0
Updated: 3 weeks ago
ডিজিটাল কম্পিউটারের মূল ভিত্তি কী?
Created: 1 month ago
A
দশমিক সংখ্যা
B
হেক্সাডেসিম্যাল সংখ্যা
C
রোমান সংখ্যা
D
বাইনারি ডিজিট
ডিজিটাল কম্পিউটারের মূল ভিত্তি – বাইনারি ডিজিট
কম্পিউটার শ্রেণীবিন্যাস (গাণিতিক ভিত্তিতে):
-
এনালগ কম্পিউটার (Analog Computer)
-
ডিজিটাল কম্পিউটার (Digital Computer)
-
হাইব্রিড কম্পিউটার (Hybrid Computer)
ডিজিটাল কম্পিউটার:
-
মূল ভিত্তি হলো বাইনারি ডিজিট (0 এবং 1)।
-
সমস্ত গাণিতিক ও যুক্তিমূলক কাজ বাইনারি ডিজিটের মাধ্যমে সম্পন্ন হয়।
-
প্রক্রিয়াজাত ফলাফল সাধারণত লিখিত আকারে প্রদর্শিত হয়।
-
ইনপুট ও আউটপুট আমাদের বোঝার জন্য বর্ণ, অক্ষর ও সংখ্যা আকারে প্রকাশ করা হয়।
-
গতি দ্রুত এবং নির্ভরশীলতা উচ্চ।
-
উপাত্ত সংরক্ষণের জন্য বৃহৎ মেমোরি থাকে।
-
বর্তমানের সব সাধারণ কম্পিউটারই ডিজিটাল কম্পিউটার।
উৎস: কম্পিউটার পরিচিতি ও ব্যবহার, স্কুল অব এগ্রিকালচার এন্ড রুরাল ডেভেলপমেন্ট, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
0
Updated: 1 month ago
যে ইলেক্ট্রনিক লজিক গেইটের আউটপুট লজিক 0 শুধুমাত্র যখন সকল ইনপুট লজিক 1 তার নাম-
Created: 1 month ago
A
AND গেইট
B
OR গেইট
C
NAND গেইট
D
উপরের কোনটিই নয়
যে ইলেক্ট্রনিক লজিক গেইটের আউটপুট লজিক 0 শুধুমাত্র যখন সকল ইনপুট লজিক 1 তার নাম - NAND গেইট।
NAND গেইট
- AND গেইট + NOT গেইট = NAND গেইট।
- NAND গেইট AND গেইটের বিপরীত।
- NAND গেইটে সবগুলো ইনপুট 1 হলে আউটপুট 0 হয়। অন্যথায় আউটপুট 1 হয়।
- অর্থাৎ, NAND গেইটে দুটি ইনপুট 0 হলে আউটপুট 1 হবে।
- NAND ও NOR গেইটকে সার্বজনীন গেইট বলা হয়।
- কারণ, শুধুমাত্র NAND গেইট বা NOR গেইট দিয়ে মৌলিক গেইটসহ যেকোনো লজিক গেইট বা সার্কিট বাস্তবায়ন করা যায়।
- একটি লজিক গেট-এর আউটপুট 1 হয় যখন এর সব ইনপুট 0 থাকে। এই গেটটি - NAND গেইট।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
0
Updated: 1 month ago