উপমহাদেশের সর্বশেষ গভর্নর জেনারেল কে ছিলেন? 

A

লর্ড মিন্টো 

B

লর্ড কার্জন 

C

লর্ড মাউন্ট ব্যাটেন 

D

লর্ড ওয়াভেল

উত্তরের বিবরণ

img

সর্বশেষ গভর্নর জেনারেল

১৮৩৩ সালের চার্টার অ্যাক্ট অনুযায়ী, বাংলার গভর্নর জেনারেলকে ভারতের গভর্নর জেনারেল পদে উন্নীত করা হয়। এর ফলে তৎকালীন বাংলার গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিংক হন ব্রিটিশ ভারতের প্রথম গভর্নর জেনারেল।

ব্রিটিশ ভারতে শেষ গভর্নর জেনারেল ছিলেন লর্ড ক্যানিং। ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহের পর ব্রিটিশ সরকার ভারতের শাসনভার ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছ থেকে সরাসরি নিজের হাতে নেয় এবং গভর্নর জেনারেলের পরিবর্তে ‘ভাইসরয়’ পদ চালু করে। সেই ধারাবাহিকতায় লর্ড ক্যানিং-ই প্রথম ভাইসরয় হিসেবে নিয়োগ পান।

এই প্রেক্ষাপটে, যদি কোনো প্রশ্নে "সর্বশেষ গভর্নর জেনারেল" হিসেবে লর্ড মাউন্টব্যাটেনের নাম উল্লেখ থাকে, তবে সেটিতে ভাষাগত অস্পষ্টতা থাকতে পারে। কারণ, লর্ড ক্যানিং ছিলেন ব্রিটিশ ভারতের শেষ গভর্নর জেনারেল, আর ভাইসরয়ের প্রথম পদধারীও তিনিই।

তবে লর্ড মাউন্টব্যাটেন ছিলেন ভারতীয় উপমহাদেশের শেষ ভাইসরয় ও শেষ গভর্নর জেনারেল, যিনি ভারতের স্বাধীনতার সময় দায়িত্বে ছিলেন।

লর্ড মাউন্টব্যাটেন সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য:

  • জন্ম: ২৫ জুন ১৯০০, উইন্ডসর, ইংল্যান্ড

  • ১৯১৩ সালে রাজকীয় নৌবাহিনীতে যোগ দেন

  • ১৯২১ সালে প্রিন্স অব ওয়েলস-এর সহকারী নিযুক্ত হন

  • দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন (১৯৪৩ সালে) দক্ষিণ-পূর্ব এশিয়ায় মিত্র বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে বার্মা পুনর্দখলসহ নানা সাফল্য অর্জন করেন

  • ১৯৪৭ সালের মার্চে তিনি ভারতের ভাইসরয় হিসেবে দায়িত্ব গ্রহণ করেন

  • তাঁর আমলেই ভারত ও পাকিস্তান নামে দুটি স্বাধীন রাষ্ট্র সৃষ্টি হয়

  • তিনি ছিলেন ভারতীয় উপমহাদেশের সর্বশেষ ভাইসরয় এবং স্বাধীন ভারতের প্রথম ও শেষ গভর্নর জেনারেল

উৎস: বাংলাপিডিয়া ও ‘বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা’ বই

Unfavorite

0

Updated: 3 months ago

Related MCQ

Links

Home

Exams

Live Exam

© LXMCQ, Inc. - All Rights Reserved

Developed by WiztecBD