'SIM'-এর পূর্ণরূপ কী?
A
Subscriber Information Mode
B
Subscriber Identity Module
C
System Identity Mode
D
Secure International Module
উত্তরের বিবরণ
'SIM' – Subscriber Identity Module
SIM:
-
এটি একটি সমন্বিত বর্তনী (integrated circuit) যা নিরাপদে আন্তর্জাতিক মোবাইল গ্রাহকের পরিচয় (IMSI) সংরক্ষণ করে।
-
SIM একটি পোর্টেবল মেমরি চিপ, যার মাধ্যমে গ্রাহক যে কোনও স্থানে কল করতে পারে, যেখানে নেটওয়ার্ক উপলব্ধ।
-
সাধারণত GSM (Global System for Mobile Communications) নেটওয়ার্কে পরিচালিত হয় এবং মোবাইল ফোনে ব্যবহৃত হয়।
উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (একাদশ-দ্বাদশ শ্রেণী), প্রকৌশলী মুজিবুর রহমান
0
Updated: 1 month ago
প্লেজিয়ারিজম হলো -
Created: 1 month ago
A
অবাঞ্ছিত ই-মেইল কিংবা মেসেজ পাঠানো
B
অন্যের লেখা নিজের নামে চালানো
C
পরোক্ষভাবে কারো সিস্টেমে প্রবেশ করা
D
সিস্টেম ক্র্যাশ করা
প্লেজিয়ারিজম – অন্যের লেখা নিজের নামে চালানো
সাইবার অপরাধ:
বিভিন্ন ধরনের সাইবার অপরাধ হয়ে থাকে। সংক্ষেপে উল্লেখযোগ্য অপরাধসমূহ:
-
অযাচিত প্রবেশ: কম্পিউটার সিস্টেম বা নেটওয়ার্কে অনুমতি ছাড়াই প্রবেশ।
-
তথ্য চুরি: ইলেকট্রনিক ফর্মে থাকা তথ্য চুরি করা।
-
প্লেজিয়ারিজম: অন্যের লেখা চুরি করে নিজের নামে চালানো বা প্রকাশ করা।
-
স্নিকিং (Sneaking): ব্যবহারকারীর নজর এড়িয়ে গোপনে সিস্টেমে প্রবেশ করা।
-
স্পুফিং (Spoofing): ভুল তথ্য দিয়ে নেটওয়ার্ক বিভ্রান্ত করা।
-
ই-মেইল বম্বিং: বিশাল ই-মেইল পাঠিয়ে সিস্টেম ক্র্যাশ করা।
-
ডেটা ডিডলিং (Data Diddling): প্রসেসিংয়ের আগে ডেটা সরিয়ে রাখা এবং পরে পুনঃস্থাপন করা।
-
সালামি অ্যাটাক (Salami Attack): অবৈধ আর্থিক বিনিময় বা ক্ষতি সাধন।
-
ডিনায়াল অব সার্ভিস অ্যাটাক (DoS): অতিরিক্ত রিকোয়েস্ট পাঠিয়ে সিস্টেম ক্র্যাশ করা।
-
ভাইরাস/ওয়ার্ম আক্রমণ।
-
স্প্যামিং (Spamming): অবাঞ্ছিত ই-মেইল বা মেসেজ পাঠানো; এই কাজ যারা করে তাদেরকে স্প্যামার বলা হয়।
-
লজিক বম্ব: ইভেন্ট নির্ভর প্রোগ্রামের মাধ্যমে সিস্টেমে আক্রমণ।
-
ট্রোজান অ্যাটাক: পরোক্ষভাবে কারো সিস্টেমে প্রবেশ করে কন্ট্রোল গ্রহণ।
-
ইন্টারনেট ব্যবহার্য সময় বা ইউনিট চুরি।
-
ওয়েবসাইট হ্যাক করে তথ্য পরিবর্তন।
উৎস:
-
কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-২, ভোকেশনাল
-
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান
0
Updated: 1 month ago
কোনটি ক্লাউড কম্পিউটিংয়ের অন্তর্ভুক্ত নয়?
Created: 1 month ago
A
পাবলিক ক্লাউড
B
প্রাইভেট ক্লাউড
C
হাইব্রিড ক্লাউড
D
ওপেন ক্লাউড
'ওপেন ক্লাউড' ক্লাউড কম্পিউটিংয়ের অন্তর্ভুক্ত নয়
ক্লাউড কম্পিউটিংয়ের ধরণ:
ক্লাউডের অবস্থান ও মানুষের মাঝে সেবার বিস্তৃতি অনুসারে তিন ভাগে বিভক্ত:
-
পাবলিক ক্লাউড
-
প্রাইভেট ক্লাউড
-
মিশ্র/হাইব্রিড ক্লাউড
ক্লাউড কম্পিউটিং:
-
কম্পিউটার রিসোর্স যেমন হার্ডওয়্যার, সফটওয়্যার, নেটওয়ার্ক ডিভাইস ইত্যাদি ব্যবহার করে কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে সেবা প্রদান।
-
২০০৬ সালে অ্যামাজন ওয়েব সার্ভিস বাণিজ্যিকভাবে ক্লাউড কম্পিউটিং ব্যবহার শুরু করে।
বৈশিষ্ট্য:
-
On-demand
-
Resource scalability
-
Pay as you go
উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান
0
Updated: 1 month ago
স্টারলিংক কোন ধরনের সেবা প্রদান করে?
Created: 1 month ago
A
স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট পরিষেবা
B
সাবমেরিন ভিত্তিক ইন্টারনেট পরিষেবা
C
মহাজাগতিক গবেষণা
D
স্যাটেলাইট ভিত্তিক আবহাওয়া পরিষেবা
স্টারলিংক হলো একটি স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট পরিষেবা, যা স্পেসএক্স কোম্পানির উদ্যোগ। এটি পৃথিবীর দূরবর্তী ও গ্রামীণ অঞ্চলে দ্রুত এবং স্থিতিশীল ইন্টারনেট সংযোগ প্রদান করে। স্টারলিংকের প্রধান সুবিধা হলো এটি উপগ্রহের মাধ্যমে ইন্টারনেট সরবরাহ করে, ফলে ভৌগোলিক সীমাবদ্ধতা থাকলেও ব্যবহারকারীরা উচ্চগতি সম্পন্ন ইন্টারনেট ব্যবহার করতে পারে। সাবমেরিন বা মেরিন কেবলের প্রয়োজন নেই এবং এটি মহাজাগতিক গবেষণা বা আবহাওয়া পরিষেবার জন্য তৈরি নয়। স্টারলিংক মূলত সেইসব এলাকায় কার্যকর যেখানে প্রচলিত ব্রডব্যান্ড সংযোগ দুর্বল বা অনুপলব্ধ। তাই সঠিক উত্তর হলো— স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট পরিষেবা।
Starlink সম্পর্কিত তথ্য:
-
এটি আমেরিকান মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পেসএক্স দ্বারা তৈরি।
-
প্রতিষ্ঠাতা: ইলন মাস্ক।
-
এটি একটি মেগাকনস্টেলেশন বা স্যাটেলাইট ইন্টারনেট নেটওয়ার্ক, যা দ্রুতগামী এবং নিরবিচ্ছিন্ন ইন্টারনেট প্রদান করে।
-
লক্ষ্য: বিশ্বের বিভিন্ন অঞ্চলে সংযোগ বৃদ্ধি করা এবং দূরবর্তী এলাকায় ইন্টারনেট পৌঁছে দেওয়া।
উৎস:
0
Updated: 1 month ago