A
প্লটার
B
স্পিকার
C
স্ক্যানার
D
প্রিন্টার
উত্তরের বিবরণ
স্ক্যানার – আউটপুট ডিভাইস নয়
আউটপুট ডিভাইস:
কম্পিউটারে প্রক্রিয়াজাত ডেটা থেকে পাওয়া ফলাফল বা তথ্যকে আউটপুট বলা হয়।
উদাহরণ:
-
মনিটর (Monitor)
-
প্রিন্টার (Printer)
-
প্লটার (Plotter)
-
স্পিকার (Speaker)
-
মাল্টিমিডিয়া প্রজেক্টর (Multimedia Projector)
-
ইমেজ সেটার (Image Setter)
-
ফিল্ম রেকর্ডার (Film Recorder)
-
হেডফোন (Headphone)
ইনপুট ডিভাইস:
যে যন্ত্র ব্যবহার করে আমরা কম্পিউটারকে নির্দেশ বা তথ্য প্রদান করি, তা ইনপুট ডিভাইস।
উদাহরণ:
-
কি-বোর্ড (Keyboard)
-
মাউস (Mouse)
-
ওএমআর (OMR)
-
ওসিআর (OCR)
-
ট্যাকবল (Trackball)
-
স্ক্যানার (Scanner)
-
জয়স্টিক (Joystick)
-
ডিজিটাইজার (Digitizer)
-
টাচ স্ক্রিন (Touch Screen)
-
লাইটপেন (Lightpen)
-
বার কোড রিডার (Bar Code Reader)
-
গ্রাফিক্স প্যাড (Graphics Pad)
-
পয়েন্ট অফ সেল (Point-of-Sale)
-
ডিজিটাল ক্যামেরা (Digital Camera)
ইনপুট-আউটপুট ডিভাইস:
কিছু ডিভাইস আছে যা ইনপুট এবং আউটপুট উভয়েই ব্যবহার করা যায়।
-
হার্ডডিস্ক
-
সিডি/ডিভিডি
-
পেনড্রাইভ
-
টাচ স্ক্রিন
উৎস:
-
কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-১, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)
-
মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

0
Updated: 15 hours ago
কম্পিউটার ভাইরাস নয় কোনটি ?
Created: 15 hours ago
A
ওয়ার্ম
B
ট্রোজান হর্স
C
জেরুজালেম
D
অ্যাভাস্ট
অ্যাভাস্ট – একটি এন্টিভাইরাস সফটওয়্যার
এন্টিভাইরাস সফটওয়্যার:
-
কম্পিউটারে ভাইরাসের আক্রমণ থেকে রক্ষা পেতে এন্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করা হয়।
-
এটি ভাইরাস আক্রমণের পূর্বেই সমস্যা শনাক্ত করে রোধ করে বা ব্যবহারকারীকে সতর্ক করে দেয়।
উল্লেখযোগ্য এন্টিভাইরাস সফটওয়্যার:
-
এভিজি (AVG)
-
অ্যাভাস্ট (Avast)
-
নরটন (Norton)
-
এভিরা (Avira)
-
পান্ডা (Panda) ইত্যাদি
কম্পিউটার ভাইরাস:
-
কম্পিউটার ভাইরাসের নামকরণ করেন প্রখ্যাত গবেষক ফ্রেড কোহেন।
-
ভাইরাস কম্পিউটারে প্রবেশ করলে ধীরে ধীরে পুরো সিস্টেমকে সংক্রমিত করে এবং অচল করে দিতে পারে।
উল্লেখযোগ্য কম্পিউটার ভাইরাস:
-
ভিবিএস/হেল্পার (VBS/Helper)
-
ওয়ার্ম (Worm)
-
ভিবিএস/আকুই (VBS/Aqui)
-
ট্রোজান হর্স (Trojan Horse)
-
এক্স ৯৭এম/হপার (X97M/Hopper)
-
বুট সেক্টর ভাইরাস (Boot Sector Virus)
-
জেরুজালেম (Jerusalem)
-
স্টোন (Stone)
-
ঢাকা ভাইরাস
-
ভিয়েনা (Vienna)
-
সিআইএইচ (CIH) ইত্যাদি
উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

0
Updated: 15 hours ago
কোনটি আচরণগত বায়োমেট্রিক্স পদ্ধতি?
Created: 15 hours ago
A
মুখমন্ডলের অবয়ব
B
কণ্ঠস্বর যাচাইকরণ
C
হাতের রেখা শনাক্তকরণ
D
চোখের আইরিস শনাক্তকরণ
কণ্ঠস্বর যাচাইকরণ – একটি আচরণগত বায়োমেট্রিক্স পদ্ধতি
বায়োমেট্রিক্স:
-
বায়োমেট্রিক্স এমন একটি প্রযুক্তি, যার মাধ্যমে ব্যক্তির শারীরিক বা আচরণগত বৈশিষ্ট্যের ভিত্তিতে পরিচয় নিশ্চিত করা হয়।
-
মানুষের দেহের বিশেষ বৈশিষ্ট্য যেমন আঙুলের ছাপ, চোখের আইরিস, মুখাবয়ব অথবা কণ্ঠস্বর ব্যবহার করে পরিচয় যাচাই করা হয়।
বায়োমেট্রিক্সের দুই প্রকার:
১. শারীরবৃত্তীয় বায়োমেট্রিক্স পদ্ধতি:
-
আঙুলের ছাপ
-
হাতের রেখা শনাক্তকরণ
-
মুখমন্ডলের অবয়ব
-
চোখের আইরিস শনাক্তকরণ
২. আচরণগত বায়োমেট্রিক্স পদ্ধতি:
-
কণ্ঠস্বর যাচাইকরণ
-
স্বাক্ষর শনাক্তকরণ
-
কী-বোর্ডে টাইপিং গতি যাচাইকরণ
উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, মো: মাহবুবুর রহমান।

0
Updated: 15 hours ago
IoT কী?
Created: 15 hours ago
A
একটি ফাইল কম্প্রেসার
B
ওয়েবসাইট তৈরির একটি প্রক্রিয়া
C
বস্তু/যন্ত্রের ইন্টারনেট ভিত্তিক সংযুক্তি
D
ম্যানুয়াল কন্ট্রোল সিস্টেম
সঠিক উত্তর - গ) বস্তু/যন্ত্রের ইন্টারনেট ভিত্তিক সংযুক্তি।
IoT (Internet of Things):
-
IoT (Internet of Things) এমন একটি প্রযুক্তি, যার মাধ্যমে নানা ধরণের বস্তু (যন্ত্র, সেন্সর, ডিভাইস) ইন্টারনেটের মাধ্যমে একে অপরের সাথে সংযুক্ত থাকে এবং তথ্য আদান-প্রদান করে। এটিকে ইন্টারনেট অব থিংস (IoT) বলা হয়।
-
আমাদের চারপাশে প্রতিদিনকার জীবনে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতি যেমন: গাড়ির গ্যারেজের দরজা, গাড়ি, কন্ট্রোল, ফ্যান, টিভি, দরজার ইলেকট্রিক লক ইত্যাদি যন্ত্র বা জিনিসপত্রকে অটোমেটিক করার জন্য এসবের সাথে কম্পিউটার সিস্টেম সংযুক্ত থাকে।
-
এই প্রযুক্তির মাধ্যমে ঘরের বিভিন্ন ইলেক্ট্রনিক যন্ত্রপাতি যেমন: টিভি, ফ্রিজ, লাইট ইত্যাদি ইন্টারনেটের সাথে সংযুক্ত করে দূর থেকে নিয়ন্ত্রণ করা যায়।
উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, মো. মাহবুবুর রহমান।

0
Updated: 15 hours ago