কোনটি ক্লাউড কম্পিউটিংয়ের অন্তর্ভুক্ত নয়?
A
পাবলিক ক্লাউড
B
প্রাইভেট ক্লাউড
C
হাইব্রিড ক্লাউড
D
ওপেন ক্লাউড
উত্তরের বিবরণ
'ওপেন ক্লাউড' ক্লাউড কম্পিউটিংয়ের অন্তর্ভুক্ত নয়
ক্লাউড কম্পিউটিংয়ের ধরণ:
ক্লাউডের অবস্থান ও মানুষের মাঝে সেবার বিস্তৃতি অনুসারে তিন ভাগে বিভক্ত:
-
পাবলিক ক্লাউড
-
প্রাইভেট ক্লাউড
-
মিশ্র/হাইব্রিড ক্লাউড
ক্লাউড কম্পিউটিং:
-
কম্পিউটার রিসোর্স যেমন হার্ডওয়্যার, সফটওয়্যার, নেটওয়ার্ক ডিভাইস ইত্যাদি ব্যবহার করে কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে সেবা প্রদান।
-
২০০৬ সালে অ্যামাজন ওয়েব সার্ভিস বাণিজ্যিকভাবে ক্লাউড কম্পিউটিং ব্যবহার শুরু করে।
বৈশিষ্ট্য:
-
On-demand
-
Resource scalability
-
Pay as you go
উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান
0
Updated: 1 month ago
কোন নেটওয়ার্কের বিস্তার সাধারণত ১০ মিটারের মধ্যে সীমাবদ্ধ থাকে?
Created: 1 month ago
A
LAN
B
WAN
C
PAN
D
MAN
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
কম্পিউটার নেটওয়ার্ক (Computer Network)
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
প্যান (PAN - Personal Area Network)
পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক (PAN) এর বিস্তার সাধারণত ১০ মিটারের মধ্যে সীমাবদ্ধ থাকে।
পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক (Personal Area Network - PAN):
- ব্যক্তিগত পর্যায়ে নেটওয়ার্ক তৈরির কৌশলকে PAN বলা হয়।
- পার্সোনাল কম্পিউটার ডিভাইসের মধ্যে যোগাযোগের জন্য ব্যবহৃত হয়।
- খরচ তুলনামূলক কম।
- দ্রুত ডেটা আদান-প্রদান সম্ভব।
- যে কোন জায়গায় তৈরি করা যায়।
- ব্যাপ্তি সাধারণত ১০ মিটারের মধ্যে সীমাবদ্ধ।
- উদাহরণ: ব্লুটুথ একটি ধরনের PAN।
উৎস:
1. এসএসসি প্রোগ্রাম, কম্পিউটার শিক্ষা, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
2. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
0
Updated: 1 month ago
কোন গেইটগুলো সার্বজনীন গেইট হিসেবে পরিচিত?
Created: 1 month ago
A
AND এবং OR
B
NAND এবং NOR
C
XOR এবং NOT
D
OR এবং NOT
NAND এবং NOR গেইট – সার্বজনীন গেইট
সার্বজনীন গেইট:
-
যেসব গেইটের মাধ্যমে AND, OR এবং NOT গেইটের ফাংশন প্রতিস্থাপন করা যায়, তাদের সার্বজনীন গেইট বলা হয়।
-
অ্যান্ড, অর ও নট গেইটের সমন্বয়ে সব ধরনের লজিক সার্কিট বা যুক্তি বর্তনী তৈরি করা যায়।
-
ন্যান্ড গেইট ব্যবহার করেই যে কোন লজিক সার্কিট বা বর্তনী তৈরি করা সম্ভব, কারণ ন্যান্ড দিয়ে AND, OR ও NOT বাস্তবায়ন করা যায়।
-
একইভাবে, NOR গেইট দিয়েও সব ধরনের লজিক সার্কিট তৈরি করা সম্ভব।
-
এই কারণেই NAND ও NOR গেইটকে সার্বজনীন গেইট বলা হয়।
উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
0
Updated: 1 month ago
ChatGPT কোন প্রতিষ্ঠান তৈরি করেছে?
Created: 1 month ago
A
Microsoft
B
C
IBM
D
OpenAI
ChatGPT – OpenAI-এর তৈরি একটি সফটওয়্যার
ChatGPT:
-
ChatGPT হলো একটি সফটওয়্যার যা স্বাভাবিক ভাষায় প্রশ্নের উত্তর দেয়।
-
এটি চালু করেছে OpenAI, একটি আমেরিকান প্রতিষ্ঠান, ৩০ নভেম্বর ২০২২ সালে।
-
দ্রুতই শিক্ষাবিদ ও সাংবাদিকদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করে, কারণ মানুষের লেখা এবং ChatGPT-এর লেখা আলাদা করা কঠিন।
-
ChatGPT GPT (Generative Pre-training Transformer) আর্কিটেকচারে তৈরি একটি নিউরাল নেটওয়ার্ক।
-
এর কাজ হলো মানুষের মতো স্বাভাবিক লেখা তৈরি করা, যেমন: চ্যাটবট, কন্টেন্ট তৈরি, ভাষা অনুবাদ।
-
ChatGPT শব্দের সম্ভাবনা হিসাব করে টেক্সট তৈরি করে, পূর্ববর্তী শব্দগুলোর ওপর নির্ভর করে।
-
এটি প্রায় ৪৫ টেরাবাইট ইন্টারনেটের লেখা দিয়ে প্রশিক্ষিত GPT-3 মডেলের ওপর ভিত্তি করে।
-
ChatGPT-এর কিছু সীমাবদ্ধতা রয়েছে, যেমন ভুল বা বিভ্রান্তিকর তথ্য তৈরি করা (“হ্যালুসিনেশন”)।
-
ChatGPT নিজে বলে যে এটি একমাত্র নির্ভরযোগ্য তথ্যসূত্র নয় এবং তথ্য যাচাই করা প্রয়োজন।
উৎস: ব্রিটানিকা
0
Updated: 1 month ago