A
অবাঞ্ছিত ই-মেইল কিংবা মেসেজ পাঠানো
B
অন্যের লেখা নিজের নামে চালানো
C
পরোক্ষভাবে কারো সিস্টেমে প্রবেশ করা
D
সিস্টেম ক্র্যাশ করা
উত্তরের বিবরণ
প্লেজিয়ারিজম – অন্যের লেখা নিজের নামে চালানো
সাইবার অপরাধ:
বিভিন্ন ধরনের সাইবার অপরাধ হয়ে থাকে। সংক্ষেপে উল্লেখযোগ্য অপরাধসমূহ:
-
অযাচিত প্রবেশ: কম্পিউটার সিস্টেম বা নেটওয়ার্কে অনুমতি ছাড়াই প্রবেশ।
-
তথ্য চুরি: ইলেকট্রনিক ফর্মে থাকা তথ্য চুরি করা।
-
প্লেজিয়ারিজম: অন্যের লেখা চুরি করে নিজের নামে চালানো বা প্রকাশ করা।
-
স্নিকিং (Sneaking): ব্যবহারকারীর নজর এড়িয়ে গোপনে সিস্টেমে প্রবেশ করা।
-
স্পুফিং (Spoofing): ভুল তথ্য দিয়ে নেটওয়ার্ক বিভ্রান্ত করা।
-
ই-মেইল বম্বিং: বিশাল ই-মেইল পাঠিয়ে সিস্টেম ক্র্যাশ করা।
-
ডেটা ডিডলিং (Data Diddling): প্রসেসিংয়ের আগে ডেটা সরিয়ে রাখা এবং পরে পুনঃস্থাপন করা।
-
সালামি অ্যাটাক (Salami Attack): অবৈধ আর্থিক বিনিময় বা ক্ষতি সাধন।
-
ডিনায়াল অব সার্ভিস অ্যাটাক (DoS): অতিরিক্ত রিকোয়েস্ট পাঠিয়ে সিস্টেম ক্র্যাশ করা।
-
ভাইরাস/ওয়ার্ম আক্রমণ।
-
স্প্যামিং (Spamming): অবাঞ্ছিত ই-মেইল বা মেসেজ পাঠানো; এই কাজ যারা করে তাদেরকে স্প্যামার বলা হয়।
-
লজিক বম্ব: ইভেন্ট নির্ভর প্রোগ্রামের মাধ্যমে সিস্টেমে আক্রমণ।
-
ট্রোজান অ্যাটাক: পরোক্ষভাবে কারো সিস্টেমে প্রবেশ করে কন্ট্রোল গ্রহণ।
-
ইন্টারনেট ব্যবহার্য সময় বা ইউনিট চুরি।
-
ওয়েবসাইট হ্যাক করে তথ্য পরিবর্তন।
উৎস:
-
কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-২, ভোকেশনাল
-
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান

0
Updated: 15 hours ago
হার্ড ডিস্ক কী?
Created: 15 hours ago
A
অপটিক্যাল ডাটা সংরক্ষণ মাধ্যম
B
চৌম্বকীয় ডাটা সংরক্ষণ মাধ্যম
C
সফটওয়্যার ডেভেলপমেন্ট টুল
D
কম্পিউটারের ডিসপ্লে ডিভাইস
হার্ড ডিস্ক – চৌম্বকীয় ডাটা সংরক্ষণ মাধ্যম
-
হার্ড ডিস্ক হলো অসংখ্য ফ্লপি ডিস্কের ক্ষমতার সমন্বয়ে তৈরি একটি ডিস্ক, যা কম্পিউটারের জন্য চৌম্বকীয় সংরক্ষণ মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়।
-
এটি কম্পিউটারের তথ্য ভান্ডার হিসেবে কাজ করে।
-
সাধারণত কম্পিউটারের ভেতরে স্থায়ীভাবে বসানো থাকে, তবে বাইরের ডিভাইস হিসেবেও ব্যবহার করা যায়।
-
হার্ড ডিস্ক স্থানান্তরযোগ্য, অর্থাৎ একটি কম্পিউটারের হার্ডডিস্ক ড্রাইভ থেকে অন্য কম্পিউটারে ব্যবহার করা সম্ভব।
-
ফ্লপি ডিস্কের মতো, হার্ড ডিস্কও ড্রাইভে বসিয়ে কাজ করে এবং প্রয়োজন অনুযায়ী অন্য ড্রাইভে স্থানান্তর করা যায়।
উৎস:
-
কম্পিউটার শিক্ষা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
-
ব্রিটানিকা

0
Updated: 15 hours ago
কোনটি আচরণগত বায়োমেট্রিক্স পদ্ধতি?
Created: 15 hours ago
A
মুখমন্ডলের অবয়ব
B
কণ্ঠস্বর যাচাইকরণ
C
হাতের রেখা শনাক্তকরণ
D
চোখের আইরিস শনাক্তকরণ
কণ্ঠস্বর যাচাইকরণ – একটি আচরণগত বায়োমেট্রিক্স পদ্ধতি
বায়োমেট্রিক্স:
-
বায়োমেট্রিক্স এমন একটি প্রযুক্তি, যার মাধ্যমে ব্যক্তির শারীরিক বা আচরণগত বৈশিষ্ট্যের ভিত্তিতে পরিচয় নিশ্চিত করা হয়।
-
মানুষের দেহের বিশেষ বৈশিষ্ট্য যেমন আঙুলের ছাপ, চোখের আইরিস, মুখাবয়ব অথবা কণ্ঠস্বর ব্যবহার করে পরিচয় যাচাই করা হয়।
বায়োমেট্রিক্সের দুই প্রকার:
১. শারীরবৃত্তীয় বায়োমেট্রিক্স পদ্ধতি:
-
আঙুলের ছাপ
-
হাতের রেখা শনাক্তকরণ
-
মুখমন্ডলের অবয়ব
-
চোখের আইরিস শনাক্তকরণ
২. আচরণগত বায়োমেট্রিক্স পদ্ধতি:
-
কণ্ঠস্বর যাচাইকরণ
-
স্বাক্ষর শনাক্তকরণ
-
কী-বোর্ডে টাইপিং গতি যাচাইকরণ
উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, মো: মাহবুবুর রহমান।

0
Updated: 15 hours ago
কোন প্রতিষ্ঠানের উদ্যোগে ARPANET গঠিত হয়েছিল?
Created: 3 hours ago
A
ISO
B
IEEE
C
DARPA
D
NASA
ARPANET
-
DARPA (Defense Advanced Research Projects Agency)-এর উদ্যোগে গঠিত
-
উদ্দেশ্য: নিরাপদ ও নির্ভরযোগ্য যোগাযোগ ব্যবস্থা, যাতে কোনো কেন্দ্র ধ্বংস হলেও তথ্য আদান-প্রদান বন্ধ না হয়
-
প্রথমে চারটি বিশ্ববিদ্যালয় সংযুক্ত হয়ে পরীক্ষামূলকভাবে কাজ শুরু
ARPANET তথ্য
-
১৯৬৮ সালে ARPANET, ইন্টারনেটের প্রাথমিক পর্যায়
-
পূর্ণরূপ: Advanced Research Projects Agency Network
-
১৯৬৯ সালে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অর্থায়নে প্রকৃত যাত্রা শুরু
-
১৯৮২ সালে TCP/IP উদ্ভাবনের মাধ্যমে ইন্টারনেটের প্রাথমিক যাত্রা
-
TCP/IP সর্বাধিক ব্যবহৃত প্রটোকল
-
১৯৯২ সালে ইন্টারনেট সোসাইটি (ISOC) প্রতিষ্ঠিত
উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

0
Updated: 3 hours ago