ফায়ারওয়াল কি?
A
একটি ইমেইল সার্ভিস ব্যবস্থা
B
একটি নেটওয়ার্ক নিরাপত্তা ব্যবস্থা
C
একটি অপারেটিং সিস্টেম
D
একটি ডাটাবেজ সিস্টেম
উত্তরের বিবরণ
ফায়ারওয়াল – একটি নেটওয়ার্ক নিরাপত্তা ব্যবস্থা
-
ফায়ারওয়াল (Firewall) হলো একটি শক্তিশালী কম্পিউটার সুরক্ষা প্রণালী, যা কম্পিউটার ডিভাইস এবং নেটওয়ার্ককে হ্যাকার, ম্যালওয়্যার এবং ভাইরাস থেকে সুরক্ষা প্রদান করে।
-
এটি কম্পিউটারে ভাইরাস প্রবেশ প্রতিরোধ করে এবং একটি কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ভাইরাসের স্থানান্তর রোধ করে।
-
হ্যাকারদের অনুরোধ ব্লক করে ফায়ারওয়াল কম্পিউটার ও নেটওয়ার্কের নিরাপত্তা বজায় রাখে।
ফায়ারওয়ালের মূল কাজ:
-
নির্দিষ্ট নীতিমালার ভিত্তিতে নেটওয়ার্ক সংযোগ (ওয়েবসাইট, ইমেইল, ফাইল ট্রান্সফার) অনুমোদন বা ব্লক করা।
-
অভ্যন্তরীণ নেটওয়ার্ক ও ব্যক্তিগত/সংবেদনশীল তথ্য সুরক্ষা করা।
-
নেটওয়ার্ক ট্রাফিকের তথ্য লগ আকারে সংরক্ষণ, যা প্রশাসককে আক্রমণ বোঝা ও প্রতিরোধে সহায়তা করে।
উৎস: ব্রিটানিকা
0
Updated: 1 month ago
কোনটি ক্লাউড কম্পিউটিংয়ের অন্তর্ভুক্ত নয়?
Created: 1 month ago
A
পাবলিক ক্লাউড
B
প্রাইভেট ক্লাউড
C
হাইব্রিড ক্লাউড
D
ওপেন ক্লাউড
'ওপেন ক্লাউড' ক্লাউড কম্পিউটিংয়ের অন্তর্ভুক্ত নয়
ক্লাউড কম্পিউটিংয়ের ধরণ:
ক্লাউডের অবস্থান ও মানুষের মাঝে সেবার বিস্তৃতি অনুসারে তিন ভাগে বিভক্ত:
-
পাবলিক ক্লাউড
-
প্রাইভেট ক্লাউড
-
মিশ্র/হাইব্রিড ক্লাউড
ক্লাউড কম্পিউটিং:
-
কম্পিউটার রিসোর্স যেমন হার্ডওয়্যার, সফটওয়্যার, নেটওয়ার্ক ডিভাইস ইত্যাদি ব্যবহার করে কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে সেবা প্রদান।
-
২০০৬ সালে অ্যামাজন ওয়েব সার্ভিস বাণিজ্যিকভাবে ক্লাউড কম্পিউটিং ব্যবহার শুরু করে।
বৈশিষ্ট্য:
-
On-demand
-
Resource scalability
-
Pay as you go
উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান
0
Updated: 1 month ago
IoT কী ধরনের প্রযুক্তি?
Created: 2 months ago
A
ম্যানুয়াল কন্ট্রোল সিস্টেম
B
বস্তু/যন্ত্রের ইন্টারনেট ভিত্তিক সংযুক্তি
C
ক্লাউড কম্পিউটিং নির্ভর প্রযুক্তি
D
ডেটা সেন্টার ভিত্তিক যোগাযোগ ব্যবস্থা
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
ইন্টারনেট (Internet)
ইন্টারনেটের সংযোগ পদ্ধতি (Internet Connectivity Methods)
IoT (Internet of Things)
-
IoT হলো এমন একটি প্রযুক্তি যেখানে যন্ত্র, সেন্সর ও ডিভাইস ইন্টারনেটের মাধ্যমে একে অপরের সঙ্গে সংযুক্ত থাকে এবং তথ্য আদান-প্রদান করে।
-
দৈনন্দিন জীবনে ব্যবহার: গাড়ির গ্যারেজের দরজা, গাড়ি কন্ট্রোল, ফ্যান, টিভি, দরজার ইলেকট্রিক লক ইত্যাদি যন্ত্রকে অটোমেটিক করা।
-
ঘরের ইলেকট্রনিক যন্ত্রপাতি যেমন টিভি, ফ্রিজ, লাইট ইন্টারনেটের সঙ্গে সংযুক্ত করে দূর থেকে নিয়ন্ত্রণ করা সম্ভব।
0
Updated: 2 months ago
কোন গেইটগুলো সার্বজনীন গেইট হিসেবে পরিচিত?
Created: 1 month ago
A
AND এবং OR
B
NAND এবং NOR
C
XOR এবং NOT
D
OR এবং NOT
NAND এবং NOR গেইট – সার্বজনীন গেইট
সার্বজনীন গেইট:
-
যেসব গেইটের মাধ্যমে AND, OR এবং NOT গেইটের ফাংশন প্রতিস্থাপন করা যায়, তাদের সার্বজনীন গেইট বলা হয়।
-
অ্যান্ড, অর ও নট গেইটের সমন্বয়ে সব ধরনের লজিক সার্কিট বা যুক্তি বর্তনী তৈরি করা যায়।
-
ন্যান্ড গেইট ব্যবহার করেই যে কোন লজিক সার্কিট বা বর্তনী তৈরি করা সম্ভব, কারণ ন্যান্ড দিয়ে AND, OR ও NOT বাস্তবায়ন করা যায়।
-
একইভাবে, NOR গেইট দিয়েও সব ধরনের লজিক সার্কিট তৈরি করা সম্ভব।
-
এই কারণেই NAND ও NOR গেইটকে সার্বজনীন গেইট বলা হয়।
উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
0
Updated: 1 month ago