প্লেজিয়ারিজম হলো -
A
অবাঞ্ছিত ই-মেইল কিংবা মেসেজ পাঠানো
B
অন্যের লেখা নিজের নামে চালানো
C
পরোক্ষভাবে কারো সিস্টেমে প্রবেশ করা
D
সিস্টেম ক্র্যাশ করা
উত্তরের বিবরণ
প্লেজিয়ারিজম – অন্যের লেখা নিজের নামে চালানো
সাইবার অপরাধ:
বিভিন্ন ধরনের সাইবার অপরাধ হয়ে থাকে। সংক্ষেপে উল্লেখযোগ্য অপরাধসমূহ:
-
অযাচিত প্রবেশ: কম্পিউটার সিস্টেম বা নেটওয়ার্কে অনুমতি ছাড়াই প্রবেশ।
-
তথ্য চুরি: ইলেকট্রনিক ফর্মে থাকা তথ্য চুরি করা।
-
প্লেজিয়ারিজম: অন্যের লেখা চুরি করে নিজের নামে চালানো বা প্রকাশ করা।
-
স্নিকিং (Sneaking): ব্যবহারকারীর নজর এড়িয়ে গোপনে সিস্টেমে প্রবেশ করা।
-
স্পুফিং (Spoofing): ভুল তথ্য দিয়ে নেটওয়ার্ক বিভ্রান্ত করা।
-
ই-মেইল বম্বিং: বিশাল ই-মেইল পাঠিয়ে সিস্টেম ক্র্যাশ করা।
-
ডেটা ডিডলিং (Data Diddling): প্রসেসিংয়ের আগে ডেটা সরিয়ে রাখা এবং পরে পুনঃস্থাপন করা।
-
সালামি অ্যাটাক (Salami Attack): অবৈধ আর্থিক বিনিময় বা ক্ষতি সাধন।
-
ডিনায়াল অব সার্ভিস অ্যাটাক (DoS): অতিরিক্ত রিকোয়েস্ট পাঠিয়ে সিস্টেম ক্র্যাশ করা।
-
ভাইরাস/ওয়ার্ম আক্রমণ।
-
স্প্যামিং (Spamming): অবাঞ্ছিত ই-মেইল বা মেসেজ পাঠানো; এই কাজ যারা করে তাদেরকে স্প্যামার বলা হয়।
-
লজিক বম্ব: ইভেন্ট নির্ভর প্রোগ্রামের মাধ্যমে সিস্টেমে আক্রমণ।
-
ট্রোজান অ্যাটাক: পরোক্ষভাবে কারো সিস্টেমে প্রবেশ করে কন্ট্রোল গ্রহণ।
-
ইন্টারনেট ব্যবহার্য সময় বা ইউনিট চুরি।
-
ওয়েবসাইট হ্যাক করে তথ্য পরিবর্তন।
উৎস:
-
কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-২, ভোকেশনাল
-
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান
0
Updated: 1 month ago
IPTV ব্যবহারের জন্য সাধারণত কী প্রয়োজন হয়?
Created: 3 weeks ago
A
অ্যান্টেনা সংযোগ
B
অপটিক্যাল ফাইবার সংযোগ
C
ভিএইচএফ সংযোগ
D
ইন্টারনেট সংযোগ
IPTV (Internet Protocol Television) হলো এমন এক ধরনের টেলিভিশন সেবা, যা ইন্টারনেট প্রটোকল (IP) প্রযুক্তি ব্যবহার করে সম্প্রচারিত হয়। এই সেবার জন্য সাধারণত একটি ইন্টারনেট সংযোগ অপরিহার্য, কারণ এর মাধ্যমে টিভি চ্যানেল, ভিডিও এবং অন্যান্য মাল্টিমিডিয়া কনটেন্ট সরাসরি ইন্টারনেটের মাধ্যমে দেখা যায়।
আইপিটিভি সম্পর্কিত বিস্তারিত তথ্য
-
IPTV-এর পূর্ণরূপ হলো Internet Protocol Television, যা ইন্টারনেট প্রটোকলের মাধ্যমে বিশ্বব্যাপী বিভিন্ন টেলিভিশন চ্যানেল ও ভিডিও কনটেন্ট সরবরাহ করে।
-
এটি এমন একটি সিস্টেম যেখানে ইন্টারনেট সংযোগ (Wi-Fi বা Broadband) ব্যবহার করে ব্যবহারকারীরা টেলিভিশন সম্প্রচার দেখতে পারেন।
-
সাধারণত আইপিটিভি সার্ভিস অর্থের বিনিময়ে পাওয়া যায়, অর্থাৎ এটি একটি পেইড সার্ভিস।
-
আইপিটিভি ব্যবহারের মাধ্যমে দর্শকরা কেবলমাত্র লাইভ টিভি দেখাই নয়, বরং রেকর্ড করা প্রোগ্রামও দেখতে পারেন।
-
এতে টাইম-শিফটেড ভিউইং সুবিধা রয়েছে, যার মাধ্যমে দর্শক যেকোনো প্রোগ্রাম প্রথম থেকে পুনরায় চালাতে, ফরওয়ার্ড বা রিওয়াইন্ড করতে পারেন।
-
ভিডিও অন ডিমান্ড (Video on Demand - VoD) সেবার মাধ্যমে ব্যবহারকারীরা ক্যাটালগ থেকে নিজেদের পছন্দমতো ভিডিও বেছে দেখতে পারেন।
-
আইপিটিভি সার্ভিসের উদাহরণ: Radient IPTV, Desh IPTV, PeoTV, YouTube, Yahoo! বা Yahoo!7, ABC iView ইত্যাদি।
-
এই প্রযুক্তিভিত্তিক টেলিভিশনকে অনেক সময় ওয়েব টিভি (Web TV) নামেও ডাকা হয়।
0
Updated: 3 weeks ago
'SIM'-এর পূর্ণরূপ কী?
Created: 1 month ago
A
Subscriber Information Mode
B
Subscriber Identity Module
C
System Identity Mode
D
Secure International Module
'SIM' – Subscriber Identity Module
SIM:
-
এটি একটি সমন্বিত বর্তনী (integrated circuit) যা নিরাপদে আন্তর্জাতিক মোবাইল গ্রাহকের পরিচয় (IMSI) সংরক্ষণ করে।
-
SIM একটি পোর্টেবল মেমরি চিপ, যার মাধ্যমে গ্রাহক যে কোনও স্থানে কল করতে পারে, যেখানে নেটওয়ার্ক উপলব্ধ।
-
সাধারণত GSM (Global System for Mobile Communications) নেটওয়ার্কে পরিচালিত হয় এবং মোবাইল ফোনে ব্যবহৃত হয়।
উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (একাদশ-দ্বাদশ শ্রেণী), প্রকৌশলী মুজিবুর রহমান
0
Updated: 1 month ago
কোনটি তারবিহীন দ্রুতগতির ইন্টারনেট সংযোগের জন্য উপযোগী?
Created: 2 months ago
A
ওয়াইম্যাক্স
B
সি-মস
C
ব্লু-টুথ
D
ব্রডব্যান্ড
ওয়াইম্যাক্স (WiMAX)
ওয়াইম্যাক্স কী:
তারবিহীন দ্রুতগতির ইন্টারনেট সংযোগের জন্য WiMAX প্রযুক্তি ব্যবহার করা হয়।
-
পূর্ণরূপ ও ইতিহাস:
WiMAX এর পূর্ণরূপ হলো Worldwide Interoperability for Microwave Access। এটি প্রথম ২০০১ সালের জুনে WiMAX ফোরাম দ্বারা অনুমোদিত হয়। -
স্ট্যান্ডার্ড ও ফ্রিকুয়েন্সি:
WiMAX এর স্ট্যান্ডার্ড হলো IEEE 802.16।
এর ফ্রিকুয়েন্সি সীমা ২.০ থেকে ৬৬ GHz পর্যন্ত। -
ডেটা ট্রান্সমিশন ও কভারেজ:
WiMAX ডেটা পাঠাতে ফুল ডুপ্লেক্স মুড ব্যবহার করে।
এর কভারেজ প্রায় ৫০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হতে পারে। -
ব্যবহারযোগ্যতা:
পাহাড়ি বা দুর্গম এলাকা যেখানে ক্যাবল বসানো যায় না, সেখানে ব্রডব্যান্ড ইন্টারনেট পৌঁছে দেওয়ার জন্য WiMAX অন্যতম সেরা প্রযুক্তি।
সাধারণত Metropolitan Area Network (MAN) ধরনের নেটওয়ার্কে বেশি ব্যবহৃত হয়।
WiMAX ব্যবহার করতে হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি প্রয়োজন। -
প্রধান উপাদান:
WiMAX নেটওয়ার্কের মূল অংশ হলো:
১. বেস স্টেশন
২. অ্যান্টেনা যুক্ত WiMAX রিসিভার
উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
0
Updated: 2 months ago