কিবোর্ডে ফাংশন কী কতটি থাকে?
A
১২ টি
B
১৫ টি
C
১৫০ টি
D
১২০ টি
উত্তরের বিবরণ
কি-বোর্ডের ফাংশন কী (F1–F12)
-
কি-বোর্ডে মোট ১০৫টি কী থাকে।
-
এর মধ্যে ১২টি ফাংশন কী থাকে, যা বিভিন্ন সফটওয়্যারে নির্দিষ্ট কাজের জন্য ব্যবহৃত হয়।
-
সাধারণত এগুলো F1 থেকে F12 পর্যন্ত থাকে।
F1–F12 ফাংশন কী-এর কাজ:
-
F1: সাধারণত Help মেনু খুলে।
-
F2: নির্বাচিত ফাইল বা ফোল্ডারের নাম পরিবর্তন (Rename) করতে ব্যবহার হয়।
-
F3: দ্রুত সার্চ বা খোঁজার অপশন চালু করে।
-
F4: Alt + F4 চাপলে বর্তমান উইন্ডো বন্ধ হয়।
-
F5: ব্রাউজার বা ডেস্কটপে Refresh করার জন্য।
-
F6: ব্রাউজারে Address bar সিলেক্ট করে।
-
F7: মাইক্রোসফট ওয়ার্ডে Spelling ও Grammar Check চালু করে।
-
F8: উইন্ডোজ চালুর সময় Safe Mode চালুর জন্য।
-
F9: কোয়ার্ক এক্সপ্রেসে Measurement Toolbar চালু করার জন্য।
-
F10: Menu bar চালু করে।
-
F11: Fullscreen Mode চালু বা বন্ধ করে।
-
F12: ইংরেজি থেকে বাংলা বা বাংলা থেকে ইংরেজি পরিবর্তনের জন্য।
উৎস:
-
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
-
ব্রিটানিকা
0
Updated: 1 month ago
কোনটি আচরণগত বায়োমেট্রিক্স পদ্ধতি?
Created: 1 month ago
A
মুখমন্ডলের অবয়ব
B
কণ্ঠস্বর যাচাইকরণ
C
হাতের রেখা শনাক্তকরণ
D
চোখের আইরিস শনাক্তকরণ
কণ্ঠস্বর যাচাইকরণ – একটি আচরণগত বায়োমেট্রিক্স পদ্ধতি
বায়োমেট্রিক্স:
-
বায়োমেট্রিক্স এমন একটি প্রযুক্তি, যার মাধ্যমে ব্যক্তির শারীরিক বা আচরণগত বৈশিষ্ট্যের ভিত্তিতে পরিচয় নিশ্চিত করা হয়।
-
মানুষের দেহের বিশেষ বৈশিষ্ট্য যেমন আঙুলের ছাপ, চোখের আইরিস, মুখাবয়ব অথবা কণ্ঠস্বর ব্যবহার করে পরিচয় যাচাই করা হয়।
বায়োমেট্রিক্সের দুই প্রকার:
১. শারীরবৃত্তীয় বায়োমেট্রিক্স পদ্ধতি:
-
আঙুলের ছাপ
-
হাতের রেখা শনাক্তকরণ
-
মুখমন্ডলের অবয়ব
-
চোখের আইরিস শনাক্তকরণ
২. আচরণগত বায়োমেট্রিক্স পদ্ধতি:
-
কণ্ঠস্বর যাচাইকরণ
-
স্বাক্ষর শনাক্তকরণ
-
কী-বোর্ডে টাইপিং গতি যাচাইকরণ
উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, মো: মাহবুবুর রহমান।
0
Updated: 1 month ago
ফ্যাক্স ডাটা কমিউনিকেশনে কোন মোড ব্যবহার করে?
Created: 1 month ago
A
ফুল ডুপ্লেক্স
B
হাফ ডুপ্লেক্স
C
সিমপ্লেক্স
D
মাল্টিপ্লেক্স
ফ্যাক্স – ডাটা কমিউনিকেশনে হাফ ডুপ্লেক্স মোড ব্যবহার করে
ফ্যাক্স (Fax):
-
পূর্ণরূপ: Facsimile
-
ফ্যাক্সকে টেলিকপি বা টেলিফ্যাক্সও বলা হয়।
-
আবিষ্কারক: স্কটল্যান্ডের বিজ্ঞানী আলেকজেন্ডার বেইন।
-
ফ্যাক্সের মাধ্যমে দূরবর্তী স্থানে ছবি ও টেক্সট পাঠানো যায়।
-
কোনো ডকুমেন্টকে হুবহু কপি করে ইলেকট্রনিক পদ্ধতিতে প্রাপকের কাছে পাঠাতে ফ্যাক্স ব্যবহার করা হয়।
-
ডাটা কমিউনিকেশনে ফ্যাক্স হাফ ডুপ্লেক্স মোড ব্যবহার করে।
-
মূলত ফ্যাক্স হলো একটি প্রিন্টার বা অন্যান্য আউটপুট যন্ত্রের সাথে সংযুক্ত টেলিফোন নম্বর।
উৎস:
-
এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
-
ব্রিটানিকা
0
Updated: 1 month ago
ফাংশন কী গুলো সাধারণত কত পর্যন্ত থাকে?
Created: 2 months ago
A
F1 থেকে F6
B
F1 থেকে F12
C
F1 থেকে F24
D
F1 থেকে F10
ফাংশন কী (F1–F12):
কিবোর্ডের বিশেষ কী, যা বিভিন্ন সফটওয়্যারে নির্দিষ্ট কাজ করে।
F1–F12 এর ব্যবহার:
-
F1 : Help মেনু খোলা
-
F2 : নির্বাচিত ফাইল/ফোল্ডার Rename করা
-
F3 : দ্রুত সার্চ চালু করা
-
F4 : Alt + F4 দিয়ে বর্তমান উইন্ডো বন্ধ করা
-
F5 : Refresh করা (ব্রাউজার/ডেস্কটপ)
-
F6 : ব্রাউজারে Address bar সিলেক্ট করা
-
F7 : MS Word-এ Spelling ও Grammar Check
-
F8 : Windows সেফ মোড চালু করা
-
F9 : QuarkXpress-এর মেজারমেন্ট টুলবার চালু করা
-
F10 : মেনু বার খোলা
-
F11 : ফুলস্ক্রিন মোড চালু বা বন্ধ করা
-
F12 : ইনপুট ভাষা পরিবর্তন (ইংরেজি ↔ বাংলা)
0
Updated: 2 months ago