কোনটি আচরণগত বায়োমেট্রিক্স পদ্ধতি?
A
মুখমন্ডলের অবয়ব
B
কণ্ঠস্বর যাচাইকরণ
C
হাতের রেখা শনাক্তকরণ
D
চোখের আইরিস শনাক্তকরণ
উত্তরের বিবরণ
কণ্ঠস্বর যাচাইকরণ – একটি আচরণগত বায়োমেট্রিক্স পদ্ধতি
বায়োমেট্রিক্স:
-
বায়োমেট্রিক্স এমন একটি প্রযুক্তি, যার মাধ্যমে ব্যক্তির শারীরিক বা আচরণগত বৈশিষ্ট্যের ভিত্তিতে পরিচয় নিশ্চিত করা হয়।
-
মানুষের দেহের বিশেষ বৈশিষ্ট্য যেমন আঙুলের ছাপ, চোখের আইরিস, মুখাবয়ব অথবা কণ্ঠস্বর ব্যবহার করে পরিচয় যাচাই করা হয়।
বায়োমেট্রিক্সের দুই প্রকার:
১. শারীরবৃত্তীয় বায়োমেট্রিক্স পদ্ধতি:
-
আঙুলের ছাপ
-
হাতের রেখা শনাক্তকরণ
-
মুখমন্ডলের অবয়ব
-
চোখের আইরিস শনাক্তকরণ
২. আচরণগত বায়োমেট্রিক্স পদ্ধতি:
-
কণ্ঠস্বর যাচাইকরণ
-
স্বাক্ষর শনাক্তকরণ
-
কী-বোর্ডে টাইপিং গতি যাচাইকরণ
উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, মো: মাহবুবুর রহমান।
0
Updated: 1 month ago
OMR ডিভাইস কীভাবে কাজ করে?
Created: 1 month ago
A
চুম্বকীয় শক্তির সাহায্যে মার্ক স্ক্যান করে
B
আলোর সাহায্যে মার্ক স্ক্যান করে
C
তাপের সাহায্যে মার্ক পড়ে
D
ইনফ্রারেড রশ্মি ব্যবহার করে
সঠিক উত্তর: খ) আলোর সাহায্যে মার্ক স্ক্যান করে
ওএমআর (OMR – Optical Mark Reader):
-
OMR হলো একটি বিশেষ ধরনের ইনপুট ডিভাইস, যা OMR সিটে দাগাঙ্কিত পেনসিল বা কলমের মার্ক সনাক্ত করতে পারে।
-
OMR সিটের মার্ক আলোর সাহায্যে স্ক্যান করে এবং সমতুল্য বৈদ্যুতিক পালস উৎপন্ন করে।
-
বিশেষ OMR সিটের মার্ককে নির্দিষ্ট ফরম্যাটে ডাটা আকারে রূপান্তর করা হয়।
-
সাধারণ ব্যবহার: নৈর্বাচনিক প্রশ্নোত্তর, জনসংখ্যা জরিপ এবং অনুরূপ কাজ।
-
এই ডিভাইস অতি কম সময়ে বিপুল পরিমাণ তথ্য স্ক্যান করতে সক্ষম।
-
লক্ষ্যণীয়: মার্ক স্পষ্ট না হলে সঠিক তথ্য পাওয়া যায় না।
উৎস: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-২, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)
0
Updated: 1 month ago
দ্বিতীয় প্রজন্মের মোবাইল সিস্টেমকে কোন ধরনের নেটওয়ার্ক বলা হয়?
Created: 1 month ago
A
অ্যানালগ সেলুলার নেটওয়ার্ক
B
ডিজিটাল সেলুলার নেটওয়ার্ক
C
স্যাটেলাইট কমিউনিকেশন নেটওয়ার্ক
D
ফাইবার অপটিক নেটওয়ার্ক
দ্বিতীয় প্রজন্মের মোবাইল সিস্টেম – ডিজিটাল সেলুলার নেটওয়ার্ক
দ্বিতীয় প্রজন্ম (১৯৯০-২০০০):
-
১৯৯০ সালে ইউরোপে দ্বিতীয় প্রজন্মের মোবাইল ফোন সর্বপ্রথম ব্যবহৃত হয়।
-
লক্ষ্য ছিল ট্রান্সমিশন কোয়ালিটি, সিস্টেম ক্যাপাসিটি উন্নয়ন এবং বিশাল এলাকা জুড়ে নেটওয়ার্ক গড়ে তোলা।
দ্বিতীয় প্রজন্মের মোবাইল সিস্টেমের বৈশিষ্ট্য:
-
১৯৯০ সালে GSM এবং CDMA স্ট্যান্ডার্ড ব্যবহার করে 2G মোবাইল সিস্টেমের যাত্রা শুরু হয়।
-
ডিজিটাল ট্রান্সমিশন সিস্টেম ব্যবহার করা হয়; ভয়েস ও ডেটা প্রেরণ সম্ভব।
-
দ্বিতীয় প্রজন্মকে ডিজিটাল সেলুলার নেটওয়ার্ক বলা হয়।
-
প্রিপেইড পদ্ধতি, SMS, MMS, টেক্সট মেসেজিং সুবিধা চালু হয়।
-
ভয়েস কল সুবিধা চালু হয়।
-
মোবাইল ফোনে পেমেন্ট সিস্টেমের প্রবর্তন হয়।
-
আন্তর্জাতিক রোমিং সুবিধা এবং ইন্টারনেট ব্যবহার সুবিধা চালু হয়।
উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি: একাদশ-দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
0
Updated: 1 month ago
ChatGPT কোন প্রতিষ্ঠান তৈরি করেছে?
Created: 1 month ago
A
Microsoft
B
C
IBM
D
OpenAI
ChatGPT – OpenAI-এর তৈরি একটি সফটওয়্যার
ChatGPT:
-
ChatGPT হলো একটি সফটওয়্যার যা স্বাভাবিক ভাষায় প্রশ্নের উত্তর দেয়।
-
এটি চালু করেছে OpenAI, একটি আমেরিকান প্রতিষ্ঠান, ৩০ নভেম্বর ২০২২ সালে।
-
দ্রুতই শিক্ষাবিদ ও সাংবাদিকদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করে, কারণ মানুষের লেখা এবং ChatGPT-এর লেখা আলাদা করা কঠিন।
-
ChatGPT GPT (Generative Pre-training Transformer) আর্কিটেকচারে তৈরি একটি নিউরাল নেটওয়ার্ক।
-
এর কাজ হলো মানুষের মতো স্বাভাবিক লেখা তৈরি করা, যেমন: চ্যাটবট, কন্টেন্ট তৈরি, ভাষা অনুবাদ।
-
ChatGPT শব্দের সম্ভাবনা হিসাব করে টেক্সট তৈরি করে, পূর্ববর্তী শব্দগুলোর ওপর নির্ভর করে।
-
এটি প্রায় ৪৫ টেরাবাইট ইন্টারনেটের লেখা দিয়ে প্রশিক্ষিত GPT-3 মডেলের ওপর ভিত্তি করে।
-
ChatGPT-এর কিছু সীমাবদ্ধতা রয়েছে, যেমন ভুল বা বিভ্রান্তিকর তথ্য তৈরি করা (“হ্যালুসিনেশন”)।
-
ChatGPT নিজে বলে যে এটি একমাত্র নির্ভরযোগ্য তথ্যসূত্র নয় এবং তথ্য যাচাই করা প্রয়োজন।
উৎস: ব্রিটানিকা
0
Updated: 1 month ago