A
একটি ফাইল কম্প্রেসার
B
ওয়েবসাইট তৈরির একটি প্রক্রিয়া
C
বস্তু/যন্ত্রের ইন্টারনেট ভিত্তিক সংযুক্তি
D
ম্যানুয়াল কন্ট্রোল সিস্টেম
উত্তরের বিবরণ
সঠিক উত্তর - গ) বস্তু/যন্ত্রের ইন্টারনেট ভিত্তিক সংযুক্তি।
IoT (Internet of Things):
-
IoT (Internet of Things) এমন একটি প্রযুক্তি, যার মাধ্যমে নানা ধরণের বস্তু (যন্ত্র, সেন্সর, ডিভাইস) ইন্টারনেটের মাধ্যমে একে অপরের সাথে সংযুক্ত থাকে এবং তথ্য আদান-প্রদান করে। এটিকে ইন্টারনেট অব থিংস (IoT) বলা হয়।
-
আমাদের চারপাশে প্রতিদিনকার জীবনে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতি যেমন: গাড়ির গ্যারেজের দরজা, গাড়ি, কন্ট্রোল, ফ্যান, টিভি, দরজার ইলেকট্রিক লক ইত্যাদি যন্ত্র বা জিনিসপত্রকে অটোমেটিক করার জন্য এসবের সাথে কম্পিউটার সিস্টেম সংযুক্ত থাকে।
-
এই প্রযুক্তির মাধ্যমে ঘরের বিভিন্ন ইলেক্ট্রনিক যন্ত্রপাতি যেমন: টিভি, ফ্রিজ, লাইট ইত্যাদি ইন্টারনেটের সাথে সংযুক্ত করে দূর থেকে নিয়ন্ত্রণ করা যায়।
উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, মো. মাহবুবুর রহমান।

0
Updated: 15 hours ago
OMR ডিভাইস কীভাবে কাজ করে?
Created: 15 hours ago
A
চুম্বকীয় শক্তির সাহায্যে মার্ক স্ক্যান করে
B
আলোর সাহায্যে মার্ক স্ক্যান করে
C
তাপের সাহায্যে মার্ক পড়ে
D
ইনফ্রারেড রশ্মি ব্যবহার করে
সঠিক উত্তর: খ) আলোর সাহায্যে মার্ক স্ক্যান করে
ওএমআর (OMR – Optical Mark Reader):
-
OMR হলো একটি বিশেষ ধরনের ইনপুট ডিভাইস, যা OMR সিটে দাগাঙ্কিত পেনসিল বা কলমের মার্ক সনাক্ত করতে পারে।
-
OMR সিটের মার্ক আলোর সাহায্যে স্ক্যান করে এবং সমতুল্য বৈদ্যুতিক পালস উৎপন্ন করে।
-
বিশেষ OMR সিটের মার্ককে নির্দিষ্ট ফরম্যাটে ডাটা আকারে রূপান্তর করা হয়।
-
সাধারণ ব্যবহার: নৈর্বাচনিক প্রশ্নোত্তর, জনসংখ্যা জরিপ এবং অনুরূপ কাজ।
-
এই ডিভাইস অতি কম সময়ে বিপুল পরিমাণ তথ্য স্ক্যান করতে সক্ষম।
-
লক্ষ্যণীয়: মার্ক স্পষ্ট না হলে সঠিক তথ্য পাওয়া যায় না।
উৎস: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-২, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)

0
Updated: 15 hours ago
কোনটি তারবিহীন দ্রুতগতির ইন্টারনেট সংযোগের জন্য উপযোগী?
Created: 3 weeks ago
A
ওয়াইম্যাক্স
B
সি-মস
C
ব্লু-টুথ
D
ব্রডব্যান্ড
ওয়াইম্যাক্স (WiMAX)
ওয়াইম্যাক্স কী:
তারবিহীন দ্রুতগতির ইন্টারনেট সংযোগের জন্য WiMAX প্রযুক্তি ব্যবহার করা হয়।
-
পূর্ণরূপ ও ইতিহাস:
WiMAX এর পূর্ণরূপ হলো Worldwide Interoperability for Microwave Access। এটি প্রথম ২০০১ সালের জুনে WiMAX ফোরাম দ্বারা অনুমোদিত হয়। -
স্ট্যান্ডার্ড ও ফ্রিকুয়েন্সি:
WiMAX এর স্ট্যান্ডার্ড হলো IEEE 802.16।
এর ফ্রিকুয়েন্সি সীমা ২.০ থেকে ৬৬ GHz পর্যন্ত। -
ডেটা ট্রান্সমিশন ও কভারেজ:
WiMAX ডেটা পাঠাতে ফুল ডুপ্লেক্স মুড ব্যবহার করে।
এর কভারেজ প্রায় ৫০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হতে পারে। -
ব্যবহারযোগ্যতা:
পাহাড়ি বা দুর্গম এলাকা যেখানে ক্যাবল বসানো যায় না, সেখানে ব্রডব্যান্ড ইন্টারনেট পৌঁছে দেওয়ার জন্য WiMAX অন্যতম সেরা প্রযুক্তি।
সাধারণত Metropolitan Area Network (MAN) ধরনের নেটওয়ার্কে বেশি ব্যবহৃত হয়।
WiMAX ব্যবহার করতে হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি প্রয়োজন। -
প্রধান উপাদান:
WiMAX নেটওয়ার্কের মূল অংশ হলো:
১. বেস স্টেশন
২. অ্যান্টেনা যুক্ত WiMAX রিসিভার
উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।

0
Updated: 3 weeks ago
কোনটি ক্লাউড কম্পিউটিংয়ের অন্তর্ভুক্ত নয়?
Created: 15 hours ago
A
পাবলিক ক্লাউড
B
প্রাইভেট ক্লাউড
C
হাইব্রিড ক্লাউড
D
ওপেন ক্লাউড
'ওপেন ক্লাউড' ক্লাউড কম্পিউটিংয়ের অন্তর্ভুক্ত নয়
ক্লাউড কম্পিউটিংয়ের ধরণ:
ক্লাউডের অবস্থান ও মানুষের মাঝে সেবার বিস্তৃতি অনুসারে তিন ভাগে বিভক্ত:
-
পাবলিক ক্লাউড
-
প্রাইভেট ক্লাউড
-
মিশ্র/হাইব্রিড ক্লাউড
ক্লাউড কম্পিউটিং:
-
কম্পিউটার রিসোর্স যেমন হার্ডওয়্যার, সফটওয়্যার, নেটওয়ার্ক ডিভাইস ইত্যাদি ব্যবহার করে কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে সেবা প্রদান।
-
২০০৬ সালে অ্যামাজন ওয়েব সার্ভিস বাণিজ্যিকভাবে ক্লাউড কম্পিউটিং ব্যবহার শুরু করে।
বৈশিষ্ট্য:
-
On-demand
-
Resource scalability
-
Pay as you go
উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান

0
Updated: 15 hours ago