গ্রাফিক্যাল অপারেটিং সিস্টেম কোনটি?
A
PC DOS
B
CP/M
C
Windows 7
D
MS-DOS
উত্তরের বিবরণ
Windows 7 – গ্রাফিক্যাল অপারেটিং সিস্টেম
চিত্র-ভিত্তিক (Graphical User Interface - GUI) অপারেটিং সিস্টেম:
-
এই ধরনের অপারেটিং সিস্টেমে ডিস্ক ফরমেটিং, ফাইল ব্যবস্থাপনা, অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ব্যবহারের সকল কাজ করা হয় বিভিন্ন প্রকার আইকন (Icon) এবং পুল-ডাউন মেন্যু কমান্ড ব্যবহার করে।
-
আইকন এবং মেন্যু কমান্ড নির্বাচন, ব্যবহার ও কার্যকর করা হয় মাউসের সাহায্যে।
-
কম্পিউটার চালু করার পর ডেস্কটপে বিভিন্ন প্রোগ্রামের আইকন বা প্রতিকী চিত্র দেখা যায়।
-
প্রয়োজনীয় প্রোগ্রামের আইকনের উপর ডাবল-ক্লিক করলে প্রোগ্রামটি চালু হয়।
-
চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেমে কোনো কমান্ড মুখস্থ করার প্রয়োজন নেই।
উদাহরণ (চিত্রভিত্তিক/গ্রাফিক্যাল অপারেটিং সিস্টেম):
-
Windows 95/98/XP/2000/7
-
Mac OS
বর্ণ বা টেক্সটভিত্তিক অপারেটিং সিস্টেমের উদাহরণ:
-
MS-DOS, PC DOS, CP/M
উৎস:
-
বিবিএ প্রোগ্রাম, মৌলিক কম্পিউটার শিক্ষা
-
কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-১, এসএসসি ও দাখিল, ভোকেশনাল
0
Updated: 1 month ago
কোন গেইটগুলো সার্বজনীন গেইট হিসেবে পরিচিত?
Created: 1 month ago
A
AND এবং OR
B
NAND এবং NOR
C
XOR এবং NOT
D
OR এবং NOT
NAND এবং NOR গেইট – সার্বজনীন গেইট
সার্বজনীন গেইট:
-
যেসব গেইটের মাধ্যমে AND, OR এবং NOT গেইটের ফাংশন প্রতিস্থাপন করা যায়, তাদের সার্বজনীন গেইট বলা হয়।
-
অ্যান্ড, অর ও নট গেইটের সমন্বয়ে সব ধরনের লজিক সার্কিট বা যুক্তি বর্তনী তৈরি করা যায়।
-
ন্যান্ড গেইট ব্যবহার করেই যে কোন লজিক সার্কিট বা বর্তনী তৈরি করা সম্ভব, কারণ ন্যান্ড দিয়ে AND, OR ও NOT বাস্তবায়ন করা যায়।
-
একইভাবে, NOR গেইট দিয়েও সব ধরনের লজিক সার্কিট তৈরি করা সম্ভব।
-
এই কারণেই NAND ও NOR গেইটকে সার্বজনীন গেইট বলা হয়।
উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
0
Updated: 1 month ago
ব্যবহারকারী অপারেটিং সিস্টেমের সাথে যোগাযোগ বা ইন্টার্যাক্ট করার জন্য যে ইন্টারফেস ব্যবহার করে, সেই ইন্টারফেসকে কী বলা হয়?
Created: 1 month ago
A
Scheduler
B
Application Programming Interface
C
Shell
D
Kernel
শেল হলো এমন একটি ইন্টারফেস যা ব্যবহারকারীকে অপারেটিং সিস্টেমের সাথে ইন্টার্যাক্ট করার সুযোগ দেয়।
ব্যবহারকারী শেল-এর মাধ্যমে কমান্ড বা নির্দেশনা প্রদান করে।
শেল সেই নির্দেশনা Kernel-এ পাঠায়, এবং Kernel সরাসরি হার্ডওয়্যারের সাথে কাজ করে।
শেল দুই ধরনের হতে পারে:
CLI (Command Line Interface): যেমন Bash, PowerShell।
GUI (Graphical User Interface): যেমন Windows Explorer, GNOME Desktop।
অপারেটিং সিস্টেম (Operating System)
কম্পিউটার পরিচালনা ও নিয়ন্ত্রণ করার জন্য প্রয়োজনীয় সিস্টেম সফটওয়্যারকে অপারেটিং সিস্টেম বলা হয়।
এটি হলো প্রোগ্রাম বা প্রোগ্রামের সমষ্টি যা কম্পিউটারকে স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রণ করে।
এক কথায়, অপারেটিং সিস্টেম ব্যবহারকারীর সাথে হার্ডওয়্যার ও সফটওয়্যারের সংযোগ স্থাপন করে এবং বিভিন্ন কাজ সম্পাদন করে।
অপারেটিং সিস্টেমের উদাহরণ:
CP/M, MS-DOS, PC-DOS, Windows 95/98, Windows NT Server, Windows 2003/2008 Server, Unix, Linux, Android, Symbian OS, Palm OS ইত্যাদি।
অন্যান্য সম্পর্কিত ধারণা (যা শেল নয়)
Scheduler: CPU-তে কোন প্রসেস কখন চলবে তা নির্ধারণ করে, কিন্তু এটি ব্যবহারকারীর ইন্টারফেস নয়।
API (Application Programming Interface): সফটওয়্যার অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে যোগাযোগ স্থাপন করে, তবে এটি ব্যবহারকারী ↔ OS ইন্টারফেস নয়।
Kernel: অপারেটিং সিস্টেমের মূল অংশ, যা সরাসরি হার্ডওয়্যারের সাথে কাজ করে, তবে ব্যবহারকারীরা সরাসরি এর সাথে যোগাযোগ করতে পারে না।
উৎস:
মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
Encyclopedia Britannica
0
Updated: 1 month ago
কোন প্রটোকলটি ইন্টারনেট সংযোগের ক্ষেত্রে সর্বাধিক ব্যবহৃত হয়?
Created: 1 month ago
A
TCP/IP
B
Novel netware
C
Net BEUI
D
Linux
TCP/IP প্রোটোকল
-
TCP/IP হলো ইন্টারনেটে সংযোগ স্থাপনের জন্য সবচেয়ে প্রচলিত প্রোটোকল।
-
ইন্টারনেটের সব কম্পিউটার ডেটা পাঠানো ও গ্রহণ করার জন্য TCP/IP ব্যবহার করে।
-
TCP/IP ব্যবহার করে বিশ্বের যে কোনো দুটি কম্পিউটার সহজেই সংযুক্ত হতে পারে।
-
একটি কম্পিউটার প্রথমে স্থানীয় নেটওয়ার্কের সাথে সংযুক্ত হয়, এবং পরে ইন্টারনেটের মাধ্যমে বিশ্বব্যাপী যোগাযোগ করতে সক্ষম হয়।
-
প্রতিটি ইন্টারনেট কম্পিউটারের একটি ইউনিক IP ঠিকানা থাকে এবং প্রায় সব কম্পিউটারের একটি ডোমেইন নামও থাকে, যা DNS (ডোমেইন নেম সিস্টেম) দ্বারা ব্যবহারযোগ্য হয়।
উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
0
Updated: 1 month ago