গ্রাফিক্যাল অপারেটিং সিস্টেম কোনটি?
A
PC DOS
B
CP/M
C
Windows 7
D
MS-DOS
উত্তরের বিবরণ
Windows 7 – গ্রাফিক্যাল অপারেটিং সিস্টেম
চিত্র-ভিত্তিক (Graphical User Interface - GUI) অপারেটিং সিস্টেম:
-
এই ধরনের অপারেটিং সিস্টেমে ডিস্ক ফরমেটিং, ফাইল ব্যবস্থাপনা, অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ব্যবহারের সকল কাজ করা হয় বিভিন্ন প্রকার আইকন (Icon) এবং পুল-ডাউন মেন্যু কমান্ড ব্যবহার করে।
-
আইকন এবং মেন্যু কমান্ড নির্বাচন, ব্যবহার ও কার্যকর করা হয় মাউসের সাহায্যে।
-
কম্পিউটার চালু করার পর ডেস্কটপে বিভিন্ন প্রোগ্রামের আইকন বা প্রতিকী চিত্র দেখা যায়।
-
প্রয়োজনীয় প্রোগ্রামের আইকনের উপর ডাবল-ক্লিক করলে প্রোগ্রামটি চালু হয়।
-
চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেমে কোনো কমান্ড মুখস্থ করার প্রয়োজন নেই।
উদাহরণ (চিত্রভিত্তিক/গ্রাফিক্যাল অপারেটিং সিস্টেম):
-
Windows 95/98/XP/2000/7
-
Mac OS
বর্ণ বা টেক্সটভিত্তিক অপারেটিং সিস্টেমের উদাহরণ:
-
MS-DOS, PC DOS, CP/M
উৎস:
-
বিবিএ প্রোগ্রাম, মৌলিক কম্পিউটার শিক্ষা
-
কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-১, এসএসসি ও দাখিল, ভোকেশনাল
0
Updated: 1 month ago
OMR ডিভাইস কীভাবে কাজ করে?
Created: 1 month ago
A
চুম্বকীয় শক্তির সাহায্যে মার্ক স্ক্যান করে
B
আলোর সাহায্যে মার্ক স্ক্যান করে
C
তাপের সাহায্যে মার্ক পড়ে
D
ইনফ্রারেড রশ্মি ব্যবহার করে
সঠিক উত্তর: খ) আলোর সাহায্যে মার্ক স্ক্যান করে
ওএমআর (OMR – Optical Mark Reader):
-
OMR হলো একটি বিশেষ ধরনের ইনপুট ডিভাইস, যা OMR সিটে দাগাঙ্কিত পেনসিল বা কলমের মার্ক সনাক্ত করতে পারে।
-
OMR সিটের মার্ক আলোর সাহায্যে স্ক্যান করে এবং সমতুল্য বৈদ্যুতিক পালস উৎপন্ন করে।
-
বিশেষ OMR সিটের মার্ককে নির্দিষ্ট ফরম্যাটে ডাটা আকারে রূপান্তর করা হয়।
-
সাধারণ ব্যবহার: নৈর্বাচনিক প্রশ্নোত্তর, জনসংখ্যা জরিপ এবং অনুরূপ কাজ।
-
এই ডিভাইস অতি কম সময়ে বিপুল পরিমাণ তথ্য স্ক্যান করতে সক্ষম।
-
লক্ষ্যণীয়: মার্ক স্পষ্ট না হলে সঠিক তথ্য পাওয়া যায় না।
উৎস: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-২, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)
0
Updated: 1 month ago
ইনস্টাগ্রাম স্টোরি কতক্ষণ পরে মুছে যায়?
Created: 1 month ago
A
২৪ ঘণ্টা
B
১২ ঘণ্টা
C
৪৮ ঘণ্টা
D
৭২ ঘণ্টা
• ইনস্টাগ্রাম স্টোরি হলো একটি ফিচার যা ব্যবহারকারীদের ছবি, ভিডিও বা টেক্সট শেয়ার করতে দেয় যা স্থায়ীভাবে প্রোফাইলে সংরক্ষিত হয় না
• একটি স্টোরি পোস্ট করার পর তা স্বয়ংক্রিয়ভাবে মুছে যায় ২৪ ঘণ্টা পরে
• ব্যবহারকারী চাইলে স্টোরি আর্কাইভে সংরক্ষণ করতে পারে
• ইনস্টাগ্রাম (Instagram) সংক্রান্ত তথ্য:
-
চালু হয় ২০১০ সালের ৬ অক্টোবর
-
প্রতিষ্ঠাতা: কেভিন সাইস্ট্রম, মাইক ক্রিঞ্জার
-
বর্তমানে ৩৩ ভাষায় ব্যবহার করা হয়
-
অ্যালেক্সা র্যাঙ্কিং-এ বিশ্বের ২৬তম বৃহৎ ওয়েবসাইট (জানুয়ারী ২০২০ পর্যন্ত)
-
২০১২ সালে Facebook কিনে নেয়
-
বর্তমানে ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ 'Meta' এর অধীনে পরিচালিত
-
বর্তমান CEO: অ্যাডাম মোসেরি [জানুয়ারি, ২০২৫ পর্যন্ত]
• সঠিক উত্তর: ২৪ ঘণ্টা
• উৎস: ব্রিটানিকা
0
Updated: 1 month ago
স্টারলিংক কোন ধরনের সেবা প্রদান করে?
Created: 1 month ago
A
স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট পরিষেবা
B
সাবমেরিন ভিত্তিক ইন্টারনেট পরিষেবা
C
মহাজাগতিক গবেষণা
D
স্যাটেলাইট ভিত্তিক আবহাওয়া পরিষেবা
স্টারলিংক হলো একটি স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট পরিষেবা, যা স্পেসএক্স কোম্পানির উদ্যোগ। এটি পৃথিবীর দূরবর্তী ও গ্রামীণ অঞ্চলে দ্রুত এবং স্থিতিশীল ইন্টারনেট সংযোগ প্রদান করে। স্টারলিংকের প্রধান সুবিধা হলো এটি উপগ্রহের মাধ্যমে ইন্টারনেট সরবরাহ করে, ফলে ভৌগোলিক সীমাবদ্ধতা থাকলেও ব্যবহারকারীরা উচ্চগতি সম্পন্ন ইন্টারনেট ব্যবহার করতে পারে। সাবমেরিন বা মেরিন কেবলের প্রয়োজন নেই এবং এটি মহাজাগতিক গবেষণা বা আবহাওয়া পরিষেবার জন্য তৈরি নয়। স্টারলিংক মূলত সেইসব এলাকায় কার্যকর যেখানে প্রচলিত ব্রডব্যান্ড সংযোগ দুর্বল বা অনুপলব্ধ। তাই সঠিক উত্তর হলো— স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট পরিষেবা।
Starlink সম্পর্কিত তথ্য:
-
এটি আমেরিকান মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পেসএক্স দ্বারা তৈরি।
-
প্রতিষ্ঠাতা: ইলন মাস্ক।
-
এটি একটি মেগাকনস্টেলেশন বা স্যাটেলাইট ইন্টারনেট নেটওয়ার্ক, যা দ্রুতগামী এবং নিরবিচ্ছিন্ন ইন্টারনেট প্রদান করে।
-
লক্ষ্য: বিশ্বের বিভিন্ন অঞ্চলে সংযোগ বৃদ্ধি করা এবং দূরবর্তী এলাকায় ইন্টারনেট পৌঁছে দেওয়া।
উৎস:
0
Updated: 1 month ago