ফ্যাক্স ডাটা কমিউনিকেশনে কোন মোড ব্যবহার করে?
A
ফুল ডুপ্লেক্স
B
হাফ ডুপ্লেক্স
C
সিমপ্লেক্স
D
মাল্টিপ্লেক্স
উত্তরের বিবরণ
ফ্যাক্স – ডাটা কমিউনিকেশনে হাফ ডুপ্লেক্স মোড ব্যবহার করে
ফ্যাক্স (Fax):
-
পূর্ণরূপ: Facsimile
-
ফ্যাক্সকে টেলিকপি বা টেলিফ্যাক্সও বলা হয়।
-
আবিষ্কারক: স্কটল্যান্ডের বিজ্ঞানী আলেকজেন্ডার বেইন।
-
ফ্যাক্সের মাধ্যমে দূরবর্তী স্থানে ছবি ও টেক্সট পাঠানো যায়।
-
কোনো ডকুমেন্টকে হুবহু কপি করে ইলেকট্রনিক পদ্ধতিতে প্রাপকের কাছে পাঠাতে ফ্যাক্স ব্যবহার করা হয়।
-
ডাটা কমিউনিকেশনে ফ্যাক্স হাফ ডুপ্লেক্স মোড ব্যবহার করে।
-
মূলত ফ্যাক্স হলো একটি প্রিন্টার বা অন্যান্য আউটপুট যন্ত্রের সাথে সংযুক্ত টেলিফোন নম্বর।
উৎস:
-
এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
-
ব্রিটানিকা
0
Updated: 1 month ago
Wi-Fi 6 এর মাধ্যমে সর্বোচ্চ কত গতির ইন্টারনেট পাওয়া যায়?
Created: 1 month ago
A
২০ গিগাবিট প্রতি সেকেন্ড
B
১২ গিগাবিট প্রতি সেকেন্ড
C
১.২ গিগাবিট প্রতি সেকেন্ড
D
৯.৬ গিগাবিট প্রতি সেকেন্ড
Wi-Fi 6 (IEEE 802.11ax) হলো Wi-Fi প্রযুক্তির সর্বশেষ প্রজন্মের স্ট্যান্ডার্ড, যা পূর্ববর্তী Wi-Fi 5 (802.11ac)-এর তুলনায় অনেক দ্রুত এবং কার্যকর। এটি সর্বাধিক ৯.৬ গিগাবিট প্রতি সেকেন্ড (Gbps) পর্যন্ত ডাটা স্থানান্তরের ক্ষমতা রাখে, ফলে বর্তমান ডিজিটাল যুগে দ্রুত এবং নির্ভরযোগ্য তারবিহীন ইন্টারনেট সংযোগ নিশ্চিত করে।
-
Wi-Fi হল একটি তারহীন নেটওয়ার্ক প্রযুক্তি, যা রেডিও তরঙ্গের মাধ্যমে স্বল্প দূরত্বে উচ্চ-গতির ডাটা স্থানান্তর করে।
-
১৯৮৫ সালে মার্কিন ফেডারেল কমিউনিকেশন কমিশন (FCC) ২.৪ GHz এবং ৫.৮ GHz ব্যান্ড উন্মুক্ত করে, যা Wi-Fi প্রযুক্তির বিকাশের পথ তৈরি করে।
-
১৯৯৭ সালে IEEE 802.11 নামে প্রথম Wi-Fi স্ট্যান্ডার্ড অনুমোদিত হয়।
-
১৯৯৯ সালে Wi-Fi Alliance (পূর্বে WECA) গঠিত হয় Wi-Fi প্রযুক্তির প্রচার ও উন্নয়নের জন্য।
-
Wi-Fi-এর পূর্ণরূপ "Wireless Fidelity" নয়, এটি একটি মার্কেটিং টার্ম।
-
Wi-Fi নামটি WECA দ্বারা তৈরি করা একটি মার্কেটিং ফার্ম, যা শব্দের সহজাত আকর্ষণ এবং “hi-fi” [high-fidelity] এর সাথে সাদৃশ্যের কারণে বেছে নেওয়া হয়েছে।
-
প্রাথমিক 802.11 স্ট্যান্ডার্ডে সর্বোচ্চ গতি ছিল ২ Mbps।
-
Wi-Fi 6 (802.11ax, ২০১৯) সর্বোচ্চ ৯.৬ Gbps পর্যন্ত ডাটা আদান-প্রদান করতে সক্ষম।
-
Wi-Fi বর্তমান যুগে অন্যতম গুরুত্বপূর্ণ প্রযুক্তি, যা তারবিহীন দ্রুতগতির ইন্টারনেট সংযোগ নিশ্চিত করে।
0
Updated: 1 month ago
নেটফ্লিক্স মূলত কী ধরনের পরিষেবা প্রদান করে?
Created: 2 months ago
A
বিজ্ঞাপন পরিষেবা
B
স্ট্রিমিং পরিষেবা
C
অনলাইন মার্কেটিং পরিষেবা
D
চাকরি বিজ্ঞপ্তি পরিষেবা
নেটফ্লিক্স (Netflix)
সংজ্ঞা:
নেটফ্লিক্স হলো একটি নিবন্ধনভিত্তিক (subscription-based) স্ট্রিমিং সার্ভিস, যা ব্যবহারকারীদের ইন্টারনেটে টিভি শো ও সিনেমা বিজ্ঞাপন ছাড়াই দেখার সুবিধা দেয়।
মূল বৈশিষ্ট্য:
-
ব্যবহারকারীরা প্রয়োজনে শো বা মুভি ডাউনলোড করে অফলাইনেও দেখতে পারে।
-
প্রতিষ্ঠিত: ১৯৯৭ সালের ২৯ আগস্ট, রিড হ্যাস্টিংস ও মার্ক রেন্ডলফ কর্তৃক, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র।
-
বাংলাদেশসহ ১৩০টি দেশে জনপ্রিয় অনলাইন ভিডিও স্ট্রিমিং সেবা প্রদান।
-
শুধুমাত্র নিবন্ধিত গ্রাহকরা ব্যবহার করতে পারে এবং মাসিক ফি দিতে হয়।
-
নামকরা চলচ্চিত্র ও টিভি সিরিজ তৈরি করে আন্তর্জাতিক দর্শকদের মধ্যে জনপ্রিয়তা অর্জন করেছে।
0
Updated: 2 months ago
কোন প্রতিষ্ঠানের উদ্যোগে ARPANET গঠিত হয়েছিল?
Created: 1 month ago
A
ISO
B
IEEE
C
DARPA
D
NASA
ARPANET
-
DARPA (Defense Advanced Research Projects Agency)-এর উদ্যোগে গঠিত
-
উদ্দেশ্য: নিরাপদ ও নির্ভরযোগ্য যোগাযোগ ব্যবস্থা, যাতে কোনো কেন্দ্র ধ্বংস হলেও তথ্য আদান-প্রদান বন্ধ না হয়
-
প্রথমে চারটি বিশ্ববিদ্যালয় সংযুক্ত হয়ে পরীক্ষামূলকভাবে কাজ শুরু
ARPANET তথ্য
-
১৯৬৮ সালে ARPANET, ইন্টারনেটের প্রাথমিক পর্যায়
-
পূর্ণরূপ: Advanced Research Projects Agency Network
-
১৯৬৯ সালে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অর্থায়নে প্রকৃত যাত্রা শুরু
-
১৯৮২ সালে TCP/IP উদ্ভাবনের মাধ্যমে ইন্টারনেটের প্রাথমিক যাত্রা
-
TCP/IP সর্বাধিক ব্যবহৃত প্রটোকল
-
১৯৯২ সালে ইন্টারনেট সোসাইটি (ISOC) প্রতিষ্ঠিত
উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
0
Updated: 1 month ago