কম্পিউটার ভাইরাস নয় কোনটি ?
A
ওয়ার্ম
B
ট্রোজান হর্স
C
জেরুজালেম
D
অ্যাভাস্ট
উত্তরের বিবরণ
অ্যাভাস্ট – একটি এন্টিভাইরাস সফটওয়্যার
এন্টিভাইরাস সফটওয়্যার:
-
কম্পিউটারে ভাইরাসের আক্রমণ থেকে রক্ষা পেতে এন্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করা হয়।
-
এটি ভাইরাস আক্রমণের পূর্বেই সমস্যা শনাক্ত করে রোধ করে বা ব্যবহারকারীকে সতর্ক করে দেয়।
উল্লেখযোগ্য এন্টিভাইরাস সফটওয়্যার:
-
এভিজি (AVG)
-
অ্যাভাস্ট (Avast)
-
নরটন (Norton)
-
এভিরা (Avira)
-
পান্ডা (Panda) ইত্যাদি
কম্পিউটার ভাইরাস:
-
কম্পিউটার ভাইরাসের নামকরণ করেন প্রখ্যাত গবেষক ফ্রেড কোহেন।
-
ভাইরাস কম্পিউটারে প্রবেশ করলে ধীরে ধীরে পুরো সিস্টেমকে সংক্রমিত করে এবং অচল করে দিতে পারে।
উল্লেখযোগ্য কম্পিউটার ভাইরাস:
-
ভিবিএস/হেল্পার (VBS/Helper)
-
ওয়ার্ম (Worm)
-
ভিবিএস/আকুই (VBS/Aqui)
-
ট্রোজান হর্স (Trojan Horse)
-
এক্স ৯৭এম/হপার (X97M/Hopper)
-
বুট সেক্টর ভাইরাস (Boot Sector Virus)
-
জেরুজালেম (Jerusalem)
-
স্টোন (Stone)
-
ঢাকা ভাইরাস
-
ভিয়েনা (Vienna)
-
সিআইএইচ (CIH) ইত্যাদি
উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
0
Updated: 1 month ago
স্টারলিঙ্ক ইন্টারনেটের মূল সুবিধা কী?
Created: 2 weeks ago
A
অনির্দিষ্ট ফ্রি ডেটা
B
ফাইবার-অপটিক সংযোগের তুলনায় দ্রুত
C
প্রত্যন্ত ও গ্রামীণ অঞ্চলে ইন্টারনেট
D
বিল্ট-ইন স্ট্রিমিং সার্ভিস
স্টারলিঙ্ক ইন্টারনেটের মূল সুবিধা হলো প্রত্যন্ত ও গ্রামীণ অঞ্চলে দ্রুতগতির ইন্টারনেট সংযোগ নিশ্চিত করা। পৃথিবীর অনেক স্থানে এখনো ফাইবার-অপটিক বা ব্রডব্যান্ড অবকাঠামো পৌঁছেনি, ফলে সেইসব এলাকার মানুষ নির্ভরযোগ্য ইন্টারনেট সেবার বাইরে থাকে। স্টারলিঙ্ক (Starlink) এই সীমাবদ্ধতা দূর করতে মহাকাশে স্থাপিত হাজার হাজার স্যাটেলাইটের মাধ্যমে সরাসরি ব্যবহারকারীর রিসিভার ডিশে ইন্টারনেট সিগন্যাল প্রেরণ করে। এর ফলে ভৌগোলিক প্রতিবন্ধকতা যেমন পাহাড়ি এলাকা, দূরবর্তী দ্বীপ বা গ্রামীণ অঞ্চলেও স্থিতিশীল ইন্টারনেট সেবা পাওয়া সম্ভব হয়। তাই স্টারলিঙ্কের সবচেয়ে বড় শক্তি হলো সবার কাছে ইন্টারনেট পৌঁছে দেওয়া, যা ডিজিটাল অন্তর্ভুক্তি, শিক্ষা, ব্যবসা, চিকিৎসা ও যোগাযোগে বৈপ্লবিক পরিবর্তন আনছে।
সঠিক উত্তর: প্রত্যন্ত অঞ্চলে ইন্টারনেট সংযোগ নিশ্চিত করা।
• স্টারলিঙ্ক ইন্টারনেট (Starlink Internet): এটি ইলন মাস্ক প্রতিষ্ঠিত SpaceX-এর একটি প্রকল্প, যার উদ্দেশ্য হলো স্যাটেলাইট-ভিত্তিক ইন্টারনেট সেবা প্রদান করা।
• SpaceX কোম্পানিটি ২০১৫ সালে এই প্রকল্প শুরু করে এবং ২০১৮ সালে প্রথম প্রোটোটাইপ স্যাটেলাইট মহাকাশে পাঠায়।
• স্টারলিঙ্ক বর্তমানে পৃথিবীর নিম্ন কক্ষপথে (Low Earth Orbit বা LEO) হাজারো স্যাটেলাইট পরিচালনা করছে, যেগুলো সমন্বিতভাবে বৈশ্বিক ইন্টারনেট কাভারেজ নিশ্চিত করে।
• এটি Low Latency Internet Service প্রদান করে, যা প্রচলিত স্যাটেলাইট ইন্টারনেটের তুলনায় দ্রুত প্রতিক্রিয়া সময় নিশ্চিত করে।
• স্টারলিঙ্কের মাধ্যমে SpaceX নিজস্ব মহাকাশ মিশন, বিভিন্ন গবেষণা কেন্দ্র, এমনকি মার্কিন নভোচারী প্রতিষ্ঠান NASA পর্যন্ত ইন্টারনেট সেবা পেয়ে থাকে।
স্টারলিঙ্ক ইন্টারনেটের বৈশিষ্ট্য:
• পৃথিবীর যেকোনো স্থান থেকে সংযোগ স্থাপন করা যায়।
• স্থলভিত্তিক অবকাঠামোর ওপর নির্ভরশীল নয়।
• প্রাকৃতিক দুর্যোগ বা অবকাঠামো ক্ষতিগ্রস্ত হলেও যোগাযোগ বজায় রাখা সম্ভব।
• দ্রুতগতির (Broadband-level) ইন্টারনেট সরবরাহ করে।
• দূরবর্তী অঞ্চলে শিক্ষা, স্বাস্থ্যসেবা, ব্যবসা ও জরুরি যোগাযোগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
• গ্রামীণ ও দ্বীপাঞ্চলে ডিজিটাল বৈষম্য হ্রাস করে বিশ্বব্যাপী ইন্টারনেট ব্যবহারের সমতা আনছে।
• বর্তমানে স্টারলিঙ্কের সেবা বিশ্বব্যাপী ৭০টিরও বেশি দেশে চালু রয়েছে এবং এটি ভবিষ্যতে আরও স্যাটেলাইট উৎক্ষেপণের মাধ্যমে পুরো পৃথিবীকে একক নেটওয়ার্কে যুক্ত করার লক্ষ্যে কাজ করছে।
0
Updated: 2 weeks ago
Identify wrong one w.r.t. IEEE standards.
Created: 1 week ago
A
802.5 [Ethernet]
B
802.11 [WLAN]
C
802.16 [WiMAX]
D
802.15.4 [LR-WPAN]
এই প্রশ্নে IEEE স্ট্যান্ডার্ড অনুযায়ী কোন বিকল্পটি ভুল তা নির্ধারণ করা হয়েছে। এখানে 802.5-কে Ethernet হিসেবে উল্লেখ করা ভুল, কারণ এটি আসলে Token Ring নেটওয়ার্কের স্ট্যান্ডার্ড।
-
IEEE 802.5: Token Ring নেটওয়ার্কের জন্য নির্ধারিত স্ট্যান্ডার্ড; Ethernet নয়।
-
IEEE 802.3: Ethernet নেটওয়ার্কের সঠিক স্ট্যান্ডার্ড।
-
IEEE 802.11: WLAN বা Wi-Fi-এর জন্য ব্যবহৃত স্ট্যান্ডার্ড।
-
IEEE 802.16: WiMAX (broadband wireless access) প্রযুক্তির জন্য নির্ধারিত।
-
IEEE 802.15.4: LR-WPAN (Low-Rate Wireless Personal Area Network)-এর জন্য ব্যবহৃত, যা Zigbee প্রোটোকলে প্রয়োগ করা হয়।
0
Updated: 1 week ago
কম্পিউটার ভাইরাস কি?
Created: 2 months ago
A
একটি ক্ষতিকারক জীবাণু
B
একটি ক্ষতিকারক সার্কিট
C
একটি ক্ষতিকারক চৌম্বক ফ্লাক্স
D
একটি ক্ষতিকারক প্রোগ্রাম
কম্পিউটার ভাইরাস
-
কম্পিউটার ভাইরাস হলো একটি ক্ষতিকারক প্রোগ্রাম যা কম্পিউটারের মেমরিতে প্রবেশ করে গোপনে ছড়ায়। এটি মূল্যবান তথ্য বা প্রোগ্রাম নষ্ট করতে পারে এবং অনেক সময় পুরো কম্পিউটারকে অচল করে দিতে পারে।
-
CIH ভাইরাস বা চেরনোবিল ভাইরাস এর রচয়িতা হলেন চেন ইং-হাও (Chen Ing-hau), যিনি তাইওয়ানের Tatung University এর ছাত্র ছিলেন। ভাইরাসটির নামও তার নামের আদ্যক্ষর থেকে এসেছে – CIH।
-
এই ভাইরাসকে Chernobyl বা Spacefiller নামেও ডাকা হয়।
-
২৬ এপ্রিল ১৯৯৯ সালে, এই ভাইরাসের আক্রমণে বাংলাদেশসহ বিশ্বব্যাপী লক্ষ লক্ষ কম্পিউটার বিপর্যয়ের মুখোমুখি হয়।
কিছু পরিচিত কম্পিউটার ভাইরাসের উদাহরণ:
-
ভিবিএস/হেল্পার
-
ওয়ার্ম
-
ভিবিএস/আকুই
-
ট্রোজান হর্স
-
এক্স ৯৭এম/হপার.আর
-
মাইক্রো ভাইরাস
-
বুট সেক্টর ভাইরাস
-
জেরুজালেম
-
স্টোন
-
ঢাকা ভাইরাস
-
ভিয়েনা
-
সিআইএইচ
উৎসঃমাধ্যমিক কম্পিউটার শিক্ষা, নবম-দশম শ্রেণি।
0
Updated: 2 months ago