IoT কী?
A
একটি ফাইল কম্প্রেসার
B
ওয়েবসাইট তৈরির একটি প্রক্রিয়া
C
বস্তু/যন্ত্রের ইন্টারনেট ভিত্তিক সংযুক্তি
D
ম্যানুয়াল কন্ট্রোল সিস্টেম
উত্তরের বিবরণ
সঠিক উত্তর - গ) বস্তু/যন্ত্রের ইন্টারনেট ভিত্তিক সংযুক্তি।
IoT (Internet of Things):
-
IoT (Internet of Things) এমন একটি প্রযুক্তি, যার মাধ্যমে নানা ধরণের বস্তু (যন্ত্র, সেন্সর, ডিভাইস) ইন্টারনেটের মাধ্যমে একে অপরের সাথে সংযুক্ত থাকে এবং তথ্য আদান-প্রদান করে। এটিকে ইন্টারনেট অব থিংস (IoT) বলা হয়।
-
আমাদের চারপাশে প্রতিদিনকার জীবনে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতি যেমন: গাড়ির গ্যারেজের দরজা, গাড়ি, কন্ট্রোল, ফ্যান, টিভি, দরজার ইলেকট্রিক লক ইত্যাদি যন্ত্র বা জিনিসপত্রকে অটোমেটিক করার জন্য এসবের সাথে কম্পিউটার সিস্টেম সংযুক্ত থাকে।
-
এই প্রযুক্তির মাধ্যমে ঘরের বিভিন্ন ইলেক্ট্রনিক যন্ত্রপাতি যেমন: টিভি, ফ্রিজ, লাইট ইত্যাদি ইন্টারনেটের সাথে সংযুক্ত করে দূর থেকে নিয়ন্ত্রণ করা যায়।
উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, মো. মাহবুবুর রহমান।
0
Updated: 1 month ago
কোনটি আচরণগত বায়োমেট্রিক্স পদ্ধতি?
Created: 1 month ago
A
মুখমন্ডলের অবয়ব
B
কণ্ঠস্বর যাচাইকরণ
C
হাতের রেখা শনাক্তকরণ
D
চোখের আইরিস শনাক্তকরণ
কণ্ঠস্বর যাচাইকরণ – একটি আচরণগত বায়োমেট্রিক্স পদ্ধতি
বায়োমেট্রিক্স:
-
বায়োমেট্রিক্স এমন একটি প্রযুক্তি, যার মাধ্যমে ব্যক্তির শারীরিক বা আচরণগত বৈশিষ্ট্যের ভিত্তিতে পরিচয় নিশ্চিত করা হয়।
-
মানুষের দেহের বিশেষ বৈশিষ্ট্য যেমন আঙুলের ছাপ, চোখের আইরিস, মুখাবয়ব অথবা কণ্ঠস্বর ব্যবহার করে পরিচয় যাচাই করা হয়।
বায়োমেট্রিক্সের দুই প্রকার:
১. শারীরবৃত্তীয় বায়োমেট্রিক্স পদ্ধতি:
-
আঙুলের ছাপ
-
হাতের রেখা শনাক্তকরণ
-
মুখমন্ডলের অবয়ব
-
চোখের আইরিস শনাক্তকরণ
২. আচরণগত বায়োমেট্রিক্স পদ্ধতি:
-
কণ্ঠস্বর যাচাইকরণ
-
স্বাক্ষর শনাক্তকরণ
-
কী-বোর্ডে টাইপিং গতি যাচাইকরণ
উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, মো: মাহবুবুর রহমান।
0
Updated: 1 month ago
কোন প্রতিষ্ঠানের উদ্যোগে ARPANET গঠিত হয়েছিল?
Created: 1 month ago
A
ISO
B
IEEE
C
DARPA
D
NASA
ARPANET
-
DARPA (Defense Advanced Research Projects Agency)-এর উদ্যোগে গঠিত
-
উদ্দেশ্য: নিরাপদ ও নির্ভরযোগ্য যোগাযোগ ব্যবস্থা, যাতে কোনো কেন্দ্র ধ্বংস হলেও তথ্য আদান-প্রদান বন্ধ না হয়
-
প্রথমে চারটি বিশ্ববিদ্যালয় সংযুক্ত হয়ে পরীক্ষামূলকভাবে কাজ শুরু
ARPANET তথ্য
-
১৯৬৮ সালে ARPANET, ইন্টারনেটের প্রাথমিক পর্যায়
-
পূর্ণরূপ: Advanced Research Projects Agency Network
-
১৯৬৯ সালে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অর্থায়নে প্রকৃত যাত্রা শুরু
-
১৯৮২ সালে TCP/IP উদ্ভাবনের মাধ্যমে ইন্টারনেটের প্রাথমিক যাত্রা
-
TCP/IP সর্বাধিক ব্যবহৃত প্রটোকল
-
১৯৯২ সালে ইন্টারনেট সোসাইটি (ISOC) প্রতিষ্ঠিত
উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
0
Updated: 1 month ago
আইওটি (IoT) এর পূর্ণরূপ কী?
Created: 1 month ago
A
Internet of Technology
B
Internet of Things
C
Information of Technology
D
Integration of Technology
ইন্টারনেট অফ থিংস (Internet of Things - IoT) হলো এমন একটি সনাক্তযোগ্য কম্পিউটিং ডিভাইসের নেটওয়ার্ক, যা মানুষের সাথে মানুষের বা মানুষের সাথে কম্পিউটারের মধ্যে ডেটা স্থানান্তর করতে সাহায্য করে। বিভিন্ন যন্ত্র, সেন্সর এবং ডিভাইস ইন্টারনেটের মাধ্যমে সংযুক্ত হয়ে তথ্য আদান-প্রদান করে। একাধিক প্রযুক্তি যেমন মেশিন লার্নিং, কমোডিটি সেন্সর, এমবেডেড সিস্টেম এবং রিয়েল-টাইম অ্যানালিটিকস একত্রিত হওয়ায় IoT বাস্তবায়িত হয়েছে।
IoT-এর ব্যবহারিক ক্ষেত্রসমূহ:
-
কৃষি: IoT কৃষিক্ষেত্রে ব্যবহৃত ডিভাইসগুলি কৃষকদের তাপমাত্রা, বায়ু গতি, গবাদি পশু, মাটি, বৃষ্টিপাত এবং আর্দ্রতা সম্পর্কিত তথ্য সরবরাহ করে। এর মাধ্যমে ঝুঁকি কমানো, বর্জ্য ব্যবস্থাপনা এবং দক্ষতার সাথে ফসল উৎপাদনে সহায়তা করা যায়।
-
স্মার্ট হোম: স্মার্ট হোম হলো এমন একটি বাড়ি যেখানে ইন্টারনেটে সংযুক্ত ডিভাইসগুলি ব্যবহার করে বাড়িটিকে দূর থেকে পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ করা যায়। এটি বাড়ির মালিকদের সুরক্ষা, আরাম, সুবিধা এবং নিয়ন্ত্রণ দক্ষতা প্রদান করে।
-
স্মার্ট শহর: স্মার্ট শহর IoT-এর একটি শক্তিশালী প্রয়োগ। এর মাধ্যমে স্বয়ংক্রিয় পরিবহন, দক্ষ শক্তি ব্যবস্থাপনা, জল বিতরণ, নগর নিরাপত্তা এবং পরিবেশগত পর্যবেক্ষণ সম্ভব হয়। এটি বিশ্বের জনসংখ্যার মধ্যে কৌতূহল এবং উদ্ভাবনী সুবিধা সৃষ্টি করে।
0
Updated: 1 month ago