নিচের কোন ক্ষুদ্র নৃগোষ্ঠীর সমাজ ব্যবস্থা মাতৃতান্ত্রিক?
A
গারো
B
চাকমা
C
মারমা
D
লুসাই
উত্তরের বিবরণ
গারো
-
গারো হলো বাংলাদেশে বসবাসকারী একটি নৃগোষ্ঠী।
-
এরা বসবাস করে টাংগাইল, জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট ও গাজীপুর জেলায়।
-
বাংলাদেশ ছাড়াও ভারতের মেঘালয় রাজ্যে এদের বসতি রয়েছে।
-
নৃবিজ্ঞানীদের মতে, গারোরা মঙ্গোলীয় জনগোষ্ঠীর তিব্বতীবর্মণ শাখার বোড়ো উপশাখার অন্তর্ভুক্ত।
-
গারোদের আদি বাসভূমি ছিল বর্তমান চীনের উত্তর-পশ্চিমাঞ্চলের সিন-কিয়াং প্রদেশ, যেখানে থেকে তারা দেশত্যাগ করে পরবর্তীকালে তিব্বতে দীর্ঘদিন বসবাস করে।
-
পরে তারা ভারতের উত্তর-পূর্বাঞ্চলের পার্বত্য এলাকা এবং বাংলাদেশের উত্তরবঙ্গের কিছু অঞ্চলে বসতি স্থাপন করে।
-
গারোদের সমাজ ব্যবস্থা মাতৃতান্ত্রিক।
-
পরিবারের প্রধান ও সম্পত্তির অধিকারী হলো মা, আর পিতা পরিবার ব্যবস্থাপকের দায়িত্ব পালন করে।
-
সন্তানরা মায়ের পদবি অনুসরণ করে।
📌 তথ্যসূত্র: বাংলাপিডিয়া

0
Updated: 15 hours ago
কাবাডি খেলাকে জাতীয় খেলার মর্যাদা দেয়া হয় কত সালে?
Created: 2 weeks ago
A
১৯৭২ সালে
B
১৯৭৩ সালে
C
১৯৭৪ সালে
D
১৯৭৫ সালে
কাবাডি
-
কাবাডি খেলাকে বাংলাদেশে জাতীয় খেলার মর্যাদা দেওয়া হয় ১৯৭২ সালে।
-
বাংলাদেশ কাবাডি ফেডারেশন গঠিত হয় ১৯৭৩ সালে।
-
১৯৭৪ সালে বাংলাদেশ প্রথম কাবাডি টেস্ট খেলে ভারতের সফররত দলের সঙ্গে।
-
১৯৭৮ সালে এশিয়ান অ্যামেচার কাবাডি ফেডারেশন গঠিত হয়।
-
১৯৮০ সালে প্রথম এশীয় কাবাডি চ্যাম্পিয়নশিপ সফলভাবে আয়োজন করা হয়; এতে ভারত চ্যাম্পিয়ন এবং বাংলাদেশ রানার্স-আপ হয়।
📌 তথ্যসূত্র: বাংলাপিডিয়া

0
Updated: 2 weeks ago
জনশুমারি ও গৃহগণনা ২০২২ এর চূড়ান্ত রিপোর্ট অনুযায়ী, শহর অঞ্চলে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা কত শতাংশ?
Created: 2 weeks ago
A
৩৯.৩৮%
B
৪১.৩০%
C
৪৪.১৪%
D
৪৫.১৭%
জনশুমারি ও গৃহগণনা ২০২২: ইন্টারনেট ব্যবহারকারী (৫ বছর ও তদূর্ধ্ব)
-
মোট ব্যবহারকারী: ৩০.৬৯%
-
পুরুষ ব্যবহারকারী: ৩৮.০৪%
-
নারী ব্যবহারকারী: ২৩.৫২%
-
বিভাগভিত্তিক:
-
সবচেয়ে বেশি: ঢাকা বিভাগ (৪০.৪২%)
-
সবচেয়ে কম: রংপুর বিভাগ (২৩.৫২%)
-
-
শহর ও গ্রাম:
-
শহর: ৪১.৩০%
-
গ্রাম: ২৫.৭৩%
-
📌 তথ্যসূত্র: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ওয়েবসাইট

0
Updated: 2 weeks ago
প্রথম মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র কোনটি?
Created: 15 hours ago
A
হাঙর নদী গ্রেনেড
B
ওরা এগারো জন
C
বিদ্রোহ
D
সংগ্রাম
ওরা এগারো জন
-
‘ওরা এগারো জন’ হলো প্রথম মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র।
-
চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন মাসুদ পারভেজ সোহেল রানা।
-
নির্মাতা-প্রযোজক মুক্তিযোদ্ধাদের দিয়ে চলচ্চিত্রে অভিনয় করিয়েছেন, যা বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের ইতিহাসের সঙ্গে জড়িত।
-
চলচ্চিত্রের পরিচালক: চাষী নজরুল ইসলাম।
-
সিনেমার নাম ‘ওরা এগারো জন’ রাখা হয়েছে কারণ একাত্তরে ১১টি সেক্টরে মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলেন বাঙালি।
-
এটি চাষী নজরুল ইসলামের প্রথম পরিচালিত সিনেমা।
-
ছবিটির শুটিং হয়েছে জয়দেবপুরে।
-
চিত্রগ্রাহক: আব্দুস সামাদ।
-
সিনেমা শুরু হয় সাইফুল ইসলামের কণ্ঠে রবীন্দ্রসংগীত ‘ও আমার দেশের মাটি’ দিয়ে।
📌 তথ্যসূত্র: জাতীয় তথ্য বাতায়ন ও দৈনিক প্রথম আলো, ১৩ আগস্ট ২০২২

0
Updated: 15 hours ago