প্রাচীনকালে হরিকেল জনপদের অন্তর্গত ছিল কোন জেলা?
A
বগুড়া
B
কুমিল্লা
C
সিলেট
D
বরিশাল
উত্তরের বিবরণ
হরিকেল:
- হরিকেল জনপদের কথা প্রথম জানা যায় প্রথম শতকের চট্টগ্রামে প্রাপ্ত লিপিতে।
- চন্দ্রবংশীয় লিপিতেও হরিকেল রাজ্যের কথা আছে।
- হরিকেল জনপদ আধুনিক সিলেট থেকে পার্বত্য চট্টগ্রাম পর্যন্ত বিস্তৃত ছিলো।
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে সংরক্ষিত দুটি প্রাচীন গ্রন্থের পাণ্ডুলিপিতে হরিকোল (হরিকেল) ও বর্তমান সিলেট বিভাগ অভিন্ন উলিণ্ঢখিত হয়েছে।
- বাংলাদেশের প্রাচীন জনপদগুলোর সংক্ষিপ্ত আলোচনা শেষে এ কথা বলা যায় যে, জনপদগুলোর নির্দিষ্ট সীমারেখা নির্ণয় করা বা যুগে যুগে তাদের সীমার বিস্তার ও সংকোচনের সঠিক তথ্য সংগ্রহ করা দুরূহ কাজ।
- হরিকেল প্রাচীন পূর্ববঙ্গের একটি জনপদ।
তথ্যসূত্র - বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
0
Updated: 1 month ago
'জগদ্দল মহাবিহার' কোথায় অবস্থিত?
Created: 1 month ago
A
নাটোর
B
কুমিল্লা
C
বগুড়া
D
নওগাঁ
জগদ্দল মহাবিহার বাংলাদেশের নওগাঁ জেলার ধামুরহাট উপজেলায় অবস্থিত এবং এটি প্রাচীন বৌদ্ধ শিক্ষার অন্যতম কেন্দ্র।
-
পাল রাজাদের সময় নির্মিত বিখ্যাত প্রতিষ্ঠানগুলোর মধ্যে বিক্রমশীলা মহাবিহার (মগধ), বিক্রমপুরী বিহার (বিক্রমপুর) এবং সোমপুর ও জগদ্দল মহাবিহার (বরেন্দ্র অঞ্চল) বিশেষভাবে উল্লেখযোগ্য।
-
নির্মাতা: সম্ভবত রামপাল (১০৭৭-১১২০)।
-
ঐতিহাসিক সূত্র: মদনপালের রাজত্বকালে রচিত সন্ধ্যাকরনন্দীর রামচরিতম গ্রন্থ অনুযায়ী, বিহারটি বরেন্দ্রীতে অবস্থিত।
-
বিখ্যাত বৌদ্ধ পণ্ডিতরা, যেমন বিভূতি চন্দ্র, দানশীল, মোক্ষকর গুপ্ত ও শুভকর গুপ্ত, জগদ্দল মহাবিহারের সঙ্গে যুক্ত ছিলেন।
-
শুভকর গুপ্ত ও অভয়কর গুপ্ত বিক্রমশীলা মহাবিহারের অন্যান্য পণ্ডিতদের সঙ্গে ওই বিহার ধ্বংসের পর জগদ্দল মহাবিহারে আশ্রয় নিয়েছিলেন এবং এখানে বৌদ্ধধর্ম বিষয়ক বহু সংস্কৃত গ্রন্থ রচনা করেছিলেন।
0
Updated: 1 month ago
বাংলাদেশের দ্বিতীয় শীর্ষ রপ্তানি খাত কোনটি? [আগস্ট,২০২৫]
Created: 4 weeks ago
A
তৈরী পোশাক শিল্প
B
চামড়াজাত পণ্য
C
কৃষি পণ্য
D
পাটজাত পণ্য
বাংলাদেশের রপ্তানি খাতের মধ্যে পোশাক শিল্প শীর্ষে থাকলেও চামড়া ও চামড়াজাত পণ্য খাতও গুরুত্বপূর্ণ অবদান রাখে এবং সম্প্রতি উল্লেখযোগ্য বৃদ্ধি লক্ষ্য করা গেছে।
-
দেশের প্রধান রপ্তানি খাত: পোশাক শিল্প
-
দ্বিতীয় প্রধান রপ্তানি খাত: চামড়া ও চামড়াজাত পণ্য
-
গত জুলাই মাসে চামড়া ও চামড়াজাত পণ্য থেকে রপ্তানি আয়: ১২ কোটি ৭৪ লাখ ডলার
-
একই মাসের আগের বছরের রপ্তানি আয় ছিল ৯ কোটি ৮২ লাখ ডলার
-
এই খাতের রপ্তানি আয়ে প্রবৃদ্ধি হয়েছে ২৯.৫%
-
বাংলাদেশের চামড়াজাত পণ্যের বড় বাজার: যুক্তরাষ্ট্র
0
Updated: 4 weeks ago
পায়রা সমুদ্র বন্দর দেশের কততম সমুদ্র বন্দর?
Created: 1 month ago
A
প্রথম
B
দ্বিতীয়
C
চতুর্থ
D
তৃতীয়
পায়রা বন্দর বাংলাদেশের তৃতীয় সমুদ্র বন্দর এবং এটি পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার রাবনাবাদ চ্যানেলের তীরে অবস্থিত।
-
কার্যক্রম শুরু: ১৩ আগস্ট ২০১৬ সালে সীমিত পরিসরে
-
নিয়মিত কার্যক্রম: সেপ্টেম্বর ২০১৯ থেকে কয়লা ও অন্যান্য পণ্যবাহী জাহাজ বন্দরে আগমন শুরু
-
মাস্টার প্ল্যান: নেদারল্যান্ডসভিত্তিক প্রতিষ্ঠান রয়েল হাসকনিংডিএইচভি কর্তৃক প্রস্তুত
-
মূল খনন (ক্যাপিটাল ড্রেজিং): রাবনাবাদ চ্যানেলে চলছে
উল্লেখ্য, চট্টগ্রাম বন্দর বাংলাদেশের প্রধান সামুদ্রিক বন্দর, যা কর্ণফুলী নদীর মোহনায় অবস্থিত।
-
ইংরেজ শাসনের শুরুতে ইংরেজ ও দেশীয় ব্যবসায়ীরা বার্ষিক এক টাকা সেলামি প্রদানের বিনিময়ে নিজ ব্যয়ে কর্ণফুলী নদীতে কাঠের জেটি নির্মাণ করেন
-
১৮৬০ খ্রিস্টাব্দে প্রথম দুটি অস্থায়ী জেটি নির্মিত হয়
-
১৯৫৪ সালের ২০শে... (তথ্য অসম্পূর্ণ, তবে এরপরের ইতিহাস অনুযায়ী বন্দর উন্নয়ন ও সম্প্রসারণ শুরু হয়)
0
Updated: 4 weeks ago