ভাষা আন্দোলন নিয়ে নির্মিত চলচ্চিত্র কোনটি?
A
ফাগুন হাওয়ায়
B
মেঘের পর মেঘ
C
আবার তোরা মানুষ হ
D
আমার জন্মভূমি
উত্তরের বিবরণ
ফাগুন হাওয়ায়
-
‘ফাগুন হাওয়ায়’ হলো ভাষা আন্দোলনভিত্তিক চলচ্চিত্র।
-
ছবিটির নির্মাতা: তৌকীর আহমেদ
-
প্রযোজনা প্রতিষ্ঠান: ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড
-
প্রধান অভিনেতা/অভিনেত্রী: নুসরাত ইমরোজ তিশা ও সিয়াম আহমেদ
-
উল্লেখযোগ্য: ‘আমার জন্মভূমি’, ‘আবার তোরা মানুষ হ’ ও ‘মেঘের পর মেঘ’ হলো মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র।
📌 তথ্যসূত্র: জাতীয় তথ্য বাতায়ন
0
Updated: 1 month ago
'চাপচারকূত' কোন ক্ষুদ্র নৃগোষ্ঠীর বসন্ত উৎসব?
Created: 2 months ago
A
ত্রিপুরা
B
রাখাইন
C
মারমা
D
লুসাই
লুসাই
-
উৎপত্তি: লুসাই নৃ-গোষ্ঠী বার্মা থেকে আগত বলে ধারণা করা হয়।
-
বংশ: তারা নিজেদেরকে মঙ্গোলীয় জনগোষ্ঠীর বংশধর হিসেবে পরিচয় দেয়।
-
বাসস্থান: বাংলাদেশে রাঙ্গামাটি ও বান্দরবান জেলায় এবং ভারতের মিজোরাম রাজ্যে।
-
ধর্ম: বর্তমানে শতভাগ খ্রিস্টান ধর্মাবলম্বী।
-
প্রধান উৎসবসমূহ:
১. চাপচারকূত – বসন্ত উৎসব
২. মীমতূত – মৃত আত্মাদের স্মরণে
৩. পলকূত – শস্য কাটার উৎসব
📌 তথ্যসূত্র: বাংলাপিডিয়া
0
Updated: 2 months ago
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বর্তমান সভাপতি কে? (আগস্ট, ২০২৫)
Created: 2 months ago
A
তরফদার রুহুল আমিন
B
তাবিথ আউয়াল
C
ইমরুল হাসান
D
কাজী সালাউদ্দিন
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (Bangladesh Football Federation)
-
সংক্ষেপে বিএফএফ বা বাফুফে নামে পরিচিত।
-
এটি বাংলাদেশের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।
-
প্রতিষ্ঠিত: ১৯৭২ সালে
-
ফিফার সদস্যপদ লাভ: ১৯৭৬ সালে
-
এএফসির সদস্যপদ লাভ: ১৯৭৩ সালে
-
বর্তমান সভাপতি: তাবিথ আউয়াল (আগস্ট, ২০২৫)
📌 তথ্যসূত্র: বাংলাদেশ ফুটবল ফেডারেশন ও সাফ ফেডারেশন ওয়েবসাইট
0
Updated: 2 months ago
স্বাধীনতা পুরস্কার প্রবর্তন করা হয় কত সালে?
Created: 2 months ago
A
১৯৭২ সালে
B
১৯৭৪ সালে
C
১৯৭৫ সালে
D
১৯৭৭ সালে
স্বাধীনতা পুরস্কার
-
স্বাধীনতা পুরস্কার হলো বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার।
-
মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণে এবং রাষ্ট্রীয় স্বীকৃতি হিসেবে ১৯৭৭ সালে বাংলাদেশ সরকার এই পুরস্কার প্রবর্তন করে।
-
এটি প্রদান করা হয় জাতীয় জীবনের বিভিন্ন ক্ষেত্রে বিশিষ্ট অবদানের স্বীকৃতিস্বরূপ।
-
পুরস্কার প্রদানের ক্ষেত্রসমূহ:
-
স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে অবদান
-
ভাষা আন্দোলনে অবদান
-
শিক্ষা, সাহিত্য, বিজ্ঞান ও প্রযুক্তি
-
চিকিৎসা বিজ্ঞান
-
সাংবাদিকতা, জনসেবা, সামাজিক বিজ্ঞান
-
সঙ্গীত, ক্রীড়া, চারুকলা
-
পল্লী উন্নয়নে অবদান
-
-
এছাড়া জাতীয় জীবনের অন্যান্য ক্ষেত্রে অসাধারণ কৃতিত্ব প্রদর্শনকারী ব্যক্তি বা প্রতিষ্ঠানকেও এই পুরস্কারে ভূষিত করার বিধান রয়েছে।
-
প্রতিটি পুরস্কারের মধ্যে রয়েছে স্বর্ণপদক, সম্মাননাপত্র এবং নগদ অর্থ।
-
সূচনালগ্নে নগদ অর্থের পরিমাণ: ২০,০০০ টাকা
-
২০০৪ সালে উন্নীত: ১,০০,০০০ টাকা
-
-
পুরস্কার স্বাধীনতা দিবসের প্রাক্কালে প্রদান করা হয়।
📌 তথ্যসূত্র: বাংলাপিডিয়া
0
Updated: 2 months ago