'পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল' গানটির গীতিকার কে?
A
আপেল মাহমুদ
B
গোবিন্দ হালদার
C
সমর দাস
D
স্বপ্না রায়
উত্তরের বিবরণ
স্বাধীন বাংলা বেতার কেন্দ্র:
- স্বাধীন বাংলা বেতার কেন্দ্র বাংলাদেশের মুক্তিযুদ্ধ শুরু হওয়ার পরপরই বাংলাদেশের প্রবাসী সরকার কর্তৃক প্রতিষ্ঠিত বেতার সম্প্রচার কেন্দ্র।
- চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে এর প্রাথমিক যাত্রা শুরু হয়।
- মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের প্রচারিত গানগুলো মানুষকে মুক্তিযুদ্ধে অংশগ্রহণের প্রেরণা যুগিয়েছে।
⇒ তীর হারা এই ঢেউয়ের সাগর:
- কথা ও সুর: আপেল মাহমুদ।
- শিল্পী: রথীন্দ্রনাথ রায়।
⇒ পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল:
- গীতিকার: গোবিন্দ হালদার।
- সুরকার: সমর দাস।
- গানটি কয়েকজন শিল্পীর সমবেত কণ্ঠে প্রচার করা হয়।
⇒ মোরা একটি ফুলকে বাঁচাব বলে যুদ্ধ করি:
- গীতিকার: গোবিন্দ হালদার।
- সুরকার: আপেল মাহমুদ।
- শিল্পী: আপেল মাহমুদ।
⇒ এক সাগর রক্তের বিনিময়ে:
- গীতিকার: গোবিন্দ হালদার।
- সুরকার: আপেল মাহমুদ।
- শিল্পী: স্বপ্না রায়।
⇒ সালাম সালাম হাজার সালাম:
- গীতিকার: ফজলে খোদা।
- সুরকার: আব্দুল জব্বার।
- শিল্পী: আব্দুল জব্বার।
তথ্যসূত্র - প্রথম আলো পত্রিকার রিপোর্ট।
0
Updated: 1 month ago
সরকারি বিল কারা উত্থাপন করে?
Created: 1 month ago
A
সাধারণ সংসদ সদস্য
B
বিরোধী দলের নেতা
C
স্পিকার
D
মন্ত্রীরা
বিল (Bill) সংক্রান্ত তথ্য:
-
সংজ্ঞা:
-
আইনের প্রাথমিক প্রস্তাবকে বিল বলা হয়।
-
আইন প্রণয়নের উদ্দেশ্যে সংসদে যে কোনো প্রস্তাব বিল আকারে উত্থাপিত হয়।
-
-
বিলের প্রকার:
-
সরকারি বিল
-
বেসরকারি বিল
-
-
সরকারি বিল:
-
সরকারি বিল মন্ত্রীদের দ্বারা উত্থাপিত হয়।
-
সরকারি বিল উত্থাপনের জন্য ৭ দিনের সময় প্রয়োজন।
-
-
বেসরকারি বিল:
-
সাধারণ সংসদ সদস্যরা উত্থাপিত বিলকে বেসরকারি বিল বলা হয়।
-
বেসরকারি বিল উত্থাপনের জন্য ১৫ দিনের নোটিশ প্রয়োজন।
-
0
Updated: 1 month ago
২০২৫-২৬ অর্থবছরের বাজেটে অনুমিত জিডিপি প্রবৃদ্ধির হার কত?
Created: 4 weeks ago
A
৪.৫ শতাংশ
B
৫.৫ শতাংশ
C
৭.৫ শতাংশ
D
৬.২ শতাংশ
২০২৫-২৬ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ দ্বারা, যা দেশের অর্থনৈতিক লক্ষ্য ও সামাজিক উন্নয়নের জন্য পরিকল্পিত।
-
বাজেটের মোট পরিমাণ: ৭ লাখ ৮৯ হাজার ৯৯৯ কোটি টাকা
-
বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি): ২ লাখ ৩০ হাজার কোটি টাকা
-
রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা: ৫ লাখ ৬৪ হাজার কোটি টাকা
-
বাজেটে ঘাটতি: ৩.৬২%
-
জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য: ৫.৫%
-
মূল্যস্ফীতির লক্ষ্য: ৬.৫%
-
বাজেটে নতুন সংযুক্ত করমুক্ত আয়সীমা: "জুলাই যোদ্ধা"
সার্বিকভাবে সর্বোচ্চ বরাদ্দ পাওয়া তিনটি খাত:
-
জনপ্রশাসন: ১,৮৬,০৮৮ কোটি টাকা
-
শিক্ষা ও প্রযুক্তি: ১,১০,৬৫৭ কোটি টাকা
-
পরিবহন ও যোগাযোগ: ৭১,৩৪৪ কোটি টাকা
0
Updated: 4 weeks ago
নিচের কোনটি অ্যাটর্নি জেনারেলের ক্ষমতা বা কার্যাবলির মধ্যে পড়ে না?
Created: 1 month ago
A
রাষ্ট্রের পক্ষে আদালতে বক্তব্য পেশ করা
B
রাষ্ট্রপতি কর্তৃক প্রদত্ত দায়িত্ব পালন করা
C
সরকারের আইন বিষয়ক উপদেষ্টা হিসেবে কাজ করা
D
সংসদে সরাসরি আইন প্রণয়ন করা
অ্যাটর্নি জেনারেল হলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান আইন কর্মকর্তা, যিনি রাষ্ট্র ও সরকারের পক্ষে আইনগত বিষয় নিয়ে আদালতে বক্তব্য প্রদান করেন। তবে তিনি সরাসরি সংসদে আইন প্রণয়ন করতে পারেন না।
-
বাংলাদেশের সংবিধানের চতুর্থ ভাগ, ৫ম পরিচ্ছেদ, ৬৪ নং অনুচ্ছেদে অ্যাটর্নি জেনারেল পদের কথা উল্লেখ আছে।
-
রাষ্ট্রপতি সুপ্রীম কোর্টের বিচারক হওয়ার যোগ্য ব্যক্তিকে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেবেন।
-
রাষ্ট্রপতির সন্তোষানুযায়ী নির্ধারিত সময়সীমা পর্যন্ত পদে বহাল থাকবেন এবং পারিশ্রমিক পাবেন।
-
অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রপতির কাছে লিখিত স্বাক্ষরযুক্ত পত্রের মাধ্যমে পদত্যাগ করতে পারবেন।
-
তিনি সুপ্রিম কোর্টের একজন বিচারকের সমান মর্যাদা ভোগ করবেন।
অ্যাটর্নি জেনারেলের ক্ষমতা ও কার্যাবলি:
-
রাষ্ট্রপতি কর্তৃক প্রদত্ত সকল দায়িত্ব পালন করা।
-
বাংলাদেশের সকল আদালতে বক্তব্য পেশ করার অধিকার থাকা।
-
বাংলাদেশ সরকারের আইন বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন।
উল্লেখ্য, দেশের বর্তমান অ্যাটর্নি জেনারেল হলেন মো. আসাদুজ্জামান।
উৎস:
0
Updated: 1 month ago