প্রাচীন সমতট জনপদের কেন্দ্র ছিল -
A
লালমাই
B
পুণ্ড্রনগর
C
কোটিবর্ষ
D
পাহাড়পুর
উত্তরের বিবরণ
সমতট:
- দক্ষিণ পূর্ব বাংলার জনপদ সমতট নামটির অর্থ তটের সমান্তরাল।
- চতুর্থ শতকের সম্রাট সমুদ্রগুপ্তের এলাহাবাদ লিপিতে তাঁর রাজ্যের পূর্ব সীমায় সমতটের উল্লেখ রয়েছে।
- কালিদাসের রঘুবংশ কাব্যের মাধ্যমে জানা যায় যে, সমতট বঙ্গের পূর্বে অবস্থিত ছিল।
- তিনি বৌদ্ধ সংস্কৃতির বিদ্যমান অবস্থার যে বর্ণনা রেখে গেছেন তা থেকে বোঝা যায় যে, কুমিল্লার লালমাই অঞ্চলই সমতট।
- সমতট বঙ্গের পূর্বে অবস্থিত ছিল।
- মেঘনা পূর্ববর্তী অঞ্চলই সমতট বলে পরিচিত ছিল।
- সমতটের কেন্দ্র ছিল কুমিল্লার নিকটবর্তী 'লালমাই' এলাকা।
- প্রাচীন ত্রিপুরা বা বর্তমান কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলই নিয়েই ছিল প্রাচীন সমতট জনপদ।
- হিউয়েন সাঙ সপ্তম শতকে সমতটে এসেছিলেন।
তথ্যসূত্র - বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
0
Updated: 1 month ago
CPD এর পূর্ণরূপ কী?
Created: 1 month ago
A
Centre for Political Development
B
Council for People’s Democracy
C
Centre for Policy Dialogue
D
Committee for Public Discussion
CPD (Center for Policy Dialogue) হলো বাংলাদেশের একটি বেসরকারি গবেষণা সংস্থা, যা সরকারি নীতিমালা ও বাণিজ্যিক পদক্ষেপের জবাবদিহিতা নিশ্চিতকরণে কাজ করে।
-
প্রতিষ্ঠাতা: অর্থনীতিবিদ রেহমান সোবহান
-
প্রতিষ্ঠা: ১৯৯৩
-
সদর দপ্তর: ধানমন্ডি, ঢাকা
-
লক্ষ্য:
-
নাগরিক সমাজের ক্রমবর্ধমান চাহিদা পূরণে চাহিদা-চালিত ও জবাবদিহিমূলক উন্নয়ন প্রক্রিয়া গঠন
-
তথ্যবহুল বিতর্ক উদ্দীপনা
-
জ্ঞান সৃষ্টি ও নীতি নির্ধারণে প্রভাব
-
গবেষণা, সংলাপ, প্রচার ও সমর্থনের মাধ্যমে নীতি প্রভাবিত করা
-
0
Updated: 4 weeks ago
মুক্তিযুদ্ধে ’যৌথ কমান্ড' গঠন হয়েছিল কবে?
Created: 1 month ago
A
২১ নভেম্বর, ১৯৭১ সালে
B
২৬মার্চ, ১৯৭১ সালে
C
২৩ অক্টোবর, ১৯৭১ সালে
D
১৬ ডিসেম্বর, ২০২৫ সালে
১৯৭১ সালের মুক্তিযুদ্ধে মুক্তিবাহিনী ও ভারতীয় বাহিনীর সমন্বয়ে গঠিত যৌথ কমান্ড পাকিস্তান বাহিনীর আত্মসমর্পণ ও বাংলাদেশের স্বাধীনতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
-
মুক্তিবাহিনী ও ভারতীয় বাহিনী মিলে ‘যৌথ কমান্ড’ গঠন করা হয়।
-
সময়: ১৯৭১ সালের ২১ নভেম্বর।
-
নেতৃত্বে ছিলেন লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরা।
-
৩ ডিসেম্বর, পাকিস্তান ভারতে আক্রমণ করলে ভারত সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণের সিদ্ধান্ত নেয়।
-
৬ থেকে ১৬ ডিসেম্বর, ভারতীয় বাহিনী মুক্তিবাহিনীর সঙ্গে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে।
-
১৯৭১ সালের ১৬ ডিসেম্বর, এই যৌথ কমান্ডের নিকট পাক-বাহিনী আত্মসমর্পণ করে।
0
Updated: 4 weeks ago
কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৪ অনুযায়ী, দেশে আলু উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?
Created: 4 weeks ago
A
বগুড়া
B
দিনাজপুর
C
মুন্সীগঞ্জ
D
রংপুর
বাংলাদেশে আলু উৎপাদনের ক্ষেত্রে শীর্ষ বিভাগ ও জেলা নির্ধারিত, যা দেশের খাদ্য শস্য উৎপাদনে গুরুত্বপূর্ণ অবদান রাখে।
-
আলু উৎপাদনে শীর্ষ বিভাগ:
-
প্রথম: রংপুর বিভাগ
-
দ্বিতীয়: রাজশাহী বিভাগ
-
-
আলু উৎপাদনে শীর্ষ জেলা:
-
প্রথম: রংপুর জেলা
-
দ্বিতীয়: বগুড়া জেলা
-
0
Updated: 4 weeks ago