মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র 'আগুনের পরশমণি' এর পরিচালক কে?
A
মোরশেদুল ইসলাম
B
গিয়াস উদ্দিন আহম্মেদ
C
হুমায়ূন আহমেদ
D
জহির রায়হান
উত্তরের বিবরণ
আগুনের পরশমণি:
- মুক্তিযুদ্ধের ওপর ভিত্তি করে যে চলচ্চিত্রগুলো নির্মিত হয়েছে, তার মধ্যে অন্যতম ‘আগুনের পরশমণি’।
- চিত্রনাট্য ও পরিচালনা: হুমায়ূন আহমেদ।
- নির্মিত হয়: ১৯৯৪ সালে।
- মুক্তি পায়: ১৯৯৫ সালে।
- মুক্তিযুদ্ধের সময় অবরুদ্ধ ঢাকায় মুক্তিবাহিনীর অভিযান আর মধ্যবিত্ত একটি পরিবারের সংকট ছবিটিতে তুলে ধরেছেন। এ ছবিতে অভিনয় করেছেন আসাদুজ্জামান নূর, বিপাশা হায়াত, ডলি জহুর ও আরো অনেকে।
- আগুনের পরশমণি চলচ্চিত্রটি ৮টি শাখায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে।
- শাখাগুলো হচ্ছে-
• শ্রেষ্ঠ চলচ্চিত্র (প্রযোজক হুমায়ূন আহমেদ),
• শ্রেষ্ঠ কাহিনীকার (হুমায়ূন আহমেদ),
• শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা (হুমায়ূন আহমেদ),
• শ্রেষ্ঠ অভিনেত্রী (বিপাশা হায়াত),
• শ্রেষ্ঠ সংগীত পরিচালক (সত্য সাহা),
• শ্রেষ্ঠ শব্দ গ্রাহক (মফিজুল হক),
• শ্রেষ্ঠ শিশুশিল্পী (শিলা আহমেদ),
• শিশুশিল্পী শাখায় বিশেষ পুরস্কার (হোসনে আরা পুতুল)।
0
Updated: 1 month ago
নিচের কোনটি বাংলাদেশের তফসিলভুক্ত বিশেষায়িত ব্যাংক?
Created: 1 month ago
A
জনতা ব্যাংক
B
রুপালী ব্যাংক
C
বাংলাদেশ কৃষি ব্যাংক
D
অগ্রণী ব্যাংক
বাংলাদেশে ব্যাংক খাতকে বিভিন্ন শ্রেণিতে ভাগ করা হয়েছে, যার মধ্যে তালিকাভুক্ত ব্যাংক, বিশেষায়িত ব্যাংক, রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক, ব্যক্তিমালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক, বিদেশি ব্যাংক এবং অতালিকাভুক্ত ব্যাংক উল্লেখযোগ্য।
-
তালিকাভুক্ত (Scheduled) ব্যাংক:
-
বাংলাদেশ ব্যাংক অর্ডার, ১৯৭২ অনুযায়ী ব্যাংকগুলো তালিকাভুক্ত থাকে।
-
মোট তালিকাভুক্ত ব্যাংক: ৬২টি (মে, ২০২৫ অনুযায়ী)।
-
-
বিশেষায়িত ব্যাংক (SDBs): মোট ৩টি
-
বাংলাদেশ কৃষি ব্যাংক
-
রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক
-
প্রবাসী কল্যাণ ব্যাংক
-
-
রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক:
-
উদাহরণ: রুপালী ব্যাংক, অগ্রণী ব্যাংক
-
-
ব্যক্তিমালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক (PCBs): মোট ৪৩টি
-
প্রচলিত পদ্ধতির ব্যাংক: ৩৩টি (সুদ ভিত্তিক)
-
ইসলামি শরিয়াভিত্তিক ব্যাংক: ১০টি (লাভ-লোকসান ভাগাভাগির ভিত্তিতে পরিচালিত)
-
ডিজিটাল বাণিজ্যিক ব্যাংক: ১টি, যা এখনও বাণিজ্যিক কার্যক্রমের অনুমতি পাননি
-
-
বিদেশি বাণিজ্যিক ব্যাংক (FCBs): মোট ৯টি
-
অতালিকাভুক্ত ব্যাংক: বাংলাদেশে বর্তমানে ৫টি
-
আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক
-
কর্মসংস্থান ব্যাংক
-
গ্রামীণ ব্যাংক
-
জুবিলি ব্যাংক
-
পল্লী সঞ্চয় ব্যাংক
-
0
Updated: 4 weeks ago
'পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল' গানটির গীতিকার কে?
Created: 1 month ago
A
আপেল মাহমুদ
B
গোবিন্দ হালদার
C
সমর দাস
D
স্বপ্না রায়
স্বাধীন বাংলা বেতার কেন্দ্র:
- স্বাধীন বাংলা বেতার কেন্দ্র বাংলাদেশের মুক্তিযুদ্ধ শুরু হওয়ার পরপরই বাংলাদেশের প্রবাসী সরকার কর্তৃক প্রতিষ্ঠিত বেতার সম্প্রচার কেন্দ্র।
- চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে এর প্রাথমিক যাত্রা শুরু হয়।
- মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের প্রচারিত গানগুলো মানুষকে মুক্তিযুদ্ধে অংশগ্রহণের প্রেরণা যুগিয়েছে।
⇒ তীর হারা এই ঢেউয়ের সাগর:
- কথা ও সুর: আপেল মাহমুদ।
- শিল্পী: রথীন্দ্রনাথ রায়।
⇒ পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল:
- গীতিকার: গোবিন্দ হালদার।
- সুরকার: সমর দাস।
- গানটি কয়েকজন শিল্পীর সমবেত কণ্ঠে প্রচার করা হয়।
⇒ মোরা একটি ফুলকে বাঁচাব বলে যুদ্ধ করি:
- গীতিকার: গোবিন্দ হালদার।
- সুরকার: আপেল মাহমুদ।
- শিল্পী: আপেল মাহমুদ।
⇒ এক সাগর রক্তের বিনিময়ে:
- গীতিকার: গোবিন্দ হালদার।
- সুরকার: আপেল মাহমুদ।
- শিল্পী: স্বপ্না রায়।
⇒ সালাম সালাম হাজার সালাম:
- গীতিকার: ফজলে খোদা।
- সুরকার: আব্দুল জব্বার।
- শিল্পী: আব্দুল জব্বার।
তথ্যসূত্র - প্রথম আলো পত্রিকার রিপোর্ট।
0
Updated: 1 month ago
দেশের প্রথম 'জুলাই শহিদ স্মৃতিস্তম্ভ' উদ্বোধন করা হয়েছে কোথায়?
Created: 1 month ago
A
রাজশাহী
B
খুলনা
C
কুমিল্লা
D
নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জে দেশের প্রথম জুলাই শহিদ স্মৃতিস্তম্ভ উদ্বোধন করা হয়েছে, যা শহীদদের স্মরণে নির্মিত।
প্রধান তথ্যগুলো:
-
নির্মাণ ও সহায়তা: সরকারি উদ্যোগে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সহায়তায়।
-
উদ্বোধন: ১৩ জুলাই, ২০২৫, জেলার সদর উপজেলার হাজীগঞ্জ এলাকায়, অন্তর্বর্তী সরকারের পাঁচ উপদেষ্টার মাধ্যমে।
-
স্মৃতিস্তম্ভে শহিদের নাম: ফলকে ২১ জন শহিদের নাম উল্লেখ করা হয়েছে।
0
Updated: 1 month ago