A
ইংরেজরা
B
ফরাসীরা
C
ওলন্দাজরা
D
পর্তুগিজরা
উত্তরের বিবরণ
বাংলায় ইউরোপীয় বণিকদের আগমন ও তাদের কর্মকাণ্ড
ইউরোপীয় বণিকদের মধ্যে প্রথম যে জাতি বাংলায় প্রবেশ করেছিল, তারা ছিল পর্তুগিজরা। পনেরো শতকের শুরু থেকেই তারা বাণিজ্যের জন্য সাহসী সমুদ্রযাত্রা শুরু করেছিল। ১৪৯৮ সালের আগস্ট মাসে ভাস্কো ডা গামা যখন কালিকটে পৌঁছান, তার কয়েক দশক পর পর্তুগিজরা বাংলায় প্রবেশ করে। যদিও তারা প্রথম ইউরোপীয় বাণিজ্যিক দল হিসেবে আসেন, তাদের অপকর্ম ও দস্যুতার কারণে
বাংলার সুবেদার শায়েস্তা খান তাদের চট্টগ্রাম ও সন্দ্বীপ থেকে বিতাড়িত করেন।পর্তুগিজরা স্থানীয় ও অন্যান্য ইউরোপীয় শক্তির সাথে প্রতিদ্বন্দ্বিতায় পরাজিত হয়ে অবশেষে দেশ ত্যাগে বাধ্য হয়।
পর্তুগিজদের বিষয়ে আরও কিছু তথ্য:
-
পর্তুগালের বাসিন্দাদের পর্তুগিজ বা ফিরিঙ্গি নামে ডাকা হত।
-
ইউরোপীয়দের মধ্যে পর্তুগিজরা প্রথম বাংলায় প্রবেশকারী।
-
আলবুকার্ক ছিলেন উপমহাদেশে পর্তুগিজ শক্তির প্রতিষ্ঠাতা।
-
পর্তুগিজরা উপমহাদেশে এসেছিল ১৪৯৮ সালে।
-
বাংলায় তাদের আগমন হয় ১৫১৬ সালে (হুগলি)।
-
বাংলায় প্রথম কুঠি স্থাপন হয় ১৫১৭ সালে (হুগলি)।
-
১৬৬৬ সালে পর্তুগিজরা চট্টগ্রাম থেকে দেশ ত্যাগ করে।
-
১৯৬১ সালে তারা গোয়া থেকে পুরো ভারত ত্যাগ করে।
বাংলায় অন্যান্য ইউরোপীয় শক্তির আগমন
-
হল্যান্ডের অধিবাসীদের ওলন্দাজ বা ডাচ বলা হয়।
-
তারা ১৬০২ সালে ‘ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি’ গঠন করে বাণিজ্যের উদ্দেশ্যে উপমহাদেশে আসে।
-
১৭৫৯ সালে বিদরার যুদ্ধে ইংরেজদের কাছে ওলন্দাজরা পরাজিত হয়। এরপর ১৮০৫ সালে তারা শেষবারের মতো বাণিজ্যকেন্দ্র বন্ধ করে দেশ ত্যাগ করে।
-
দিনেমার বা ডেনমার্কের বণিকরাও ‘ডেনিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি’ গঠন করে বাণিজ্যের জন্য বাংলায় আসে।
-
লাভজনক ব্যবসায় ব্যর্থ হয়ে ১৮৪৫ সালে দিনেমাররা দেশ ছাড়ে।
-
ইউরোপীয়দের মধ্যে সর্বশেষ ফরাসিরা বাংলায় প্রবেশ করে।
-
ইংরেজরা বাংলায় আসে ১৬০০ সালে।
-
ফরাসিরা বাংলায় আসে ১৬৭৪ সালে।
সূত্র:
বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, নবম দশম শ্রেণি, বাংলাপিডিয়া।

0
Updated: 2 months ago