চাপসৃষ্টিকারী গোষ্ঠীর প্রধান লক্ষ্য কোনটি?
A
সরকার গঠন
B
দেশের উন্নয়ন
C
গোষ্ঠী স্বার্থ সংরক্ষণ
D
উপরের সবগুলো
উত্তরের বিবরণ
• চাপসৃষ্টিকারী গোষ্ঠী:
-
এদের সামনে বৃহত্তম জাতীয় কল্যাণ সাধনের কোন মহান উদ্দেশ্য থাকে না।
-
এরা সংকীর্ণ ও সমজাতীয় বিশেষ গোষ্ঠীগত।
-
উৎপত্তির ভিত্তিতে চাপসৃষ্টিকারী গোষ্ঠীর কোন বিশেষ রাজনৈতিক মতাদর্শ থাকে না।
-
কোন রাজনৈতিক মতাদর্শের প্রতি এদের অঙ্গীকার থাকে না।
-
এ সমস্ত গোষ্ঠীর অঙ্গীকার থাকে শুধুমাত্র গোষ্ঠীগত স্বার্থ বা কল্যাণের প্রতি।
তথ্যসূত্র: পৌরনীতি ও নাগরিকতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
0
Updated: 1 month ago
সংবিধানে প্রস্তাবনার প্রথম ভাগে কী ঘোষণা করা হয়েছে?
Created: 3 weeks ago
A
গণপরিষদে গৃহীত হওয়ার নিশ্চয়তা
B
সংবিধানের প্রাধান্য অক্ষুন্ন রাখা
C
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ প্রতিষ্ঠা
D
মূলনীতি গ্রহণ
প্রস্তাবনা
সংবিধান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান ১৯৭২ সালের ৪ নভেম্বর গণপরিষদে গৃহীত হয় এবং ১৬ ডিসেম্বর, ১৯৭২ সালে কার্যকর হয়। সংবিধানে মোট ১৫৩টি অনুচ্ছেদ, ১১টি অধ্যায় বা ভাগ, ৭টি তফসিল এবং ৪টি মূলনীতি অন্তর্ভুক্ত। এছাড়া, সংবিধানে একটি প্রস্তাবনা রয়েছে, যা পাঁচটি ভাগে বিভক্ত:
-
১ম ভাগ: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ প্রতিষ্ঠা
-
২য় ভাগ: মূলনীতি গ্রহণ (অঙ্গীকার)
-
৩য় ভাগ: শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠা (অঙ্গীকার)
-
৪র্থ ভাগ: সংবিধানের প্রাধান্য অক্ষুন্ন রাখা (ঘোষণা)
-
৫ম ভাগ: গণপরিষদে সংবিধান গৃহীত হওয়ার নিশ্চয়তা
0
Updated: 3 weeks ago
BIDA কোন মন্ত্রণালয়ের অধীন?
Created: 1 month ago
A
শিল্প মন্ত্রণালয়
B
বাণিজ্য মন্ত্রণালয়
C
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়
D
প্রধানমন্ত্রীর কার্যালয়
BIDA (Bangladesh Investment Development Authority)
-
পূর্ণরূপ: Bangladesh Investment Development Authority (বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ)
-
অধীনস্থ: প্রধানমন্ত্রীর কার্যালয়
-
নিয়ন্ত্রক: প্রধানমন্ত্রী / প্রধান উপদেষ্টা
-
প্রতিষ্ঠা: ২০১৬
-
বর্তমান নির্বাহী চেয়ারম্যান: চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন
-
কাজ ও উদ্দেশ্য:
-
বেসরকারি বিনিয়োগ, বিশেষত বৈদেশিক বিনিয়োগ আকৃষ্ট করা।
-
বিনিয়োগকারীদের বিভিন্ন সুবিধা ও সহায়তা প্রদান।
-
উৎস: BIDA ওয়েবসাইট
0
Updated: 1 month ago
বাংলাদেশে রঙিন টিভি সম্প্রচার শুরু হয় কত সালে?
Created: 1 month ago
A
১৯৮৫ সালে
B
১৯৮০ সালে
C
১৯৭৬ সালে
D
১৯৮২ সালে
বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) বাংলাদেশের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল হিসেবে প্রতিষ্ঠিত এবং এটি বাংলাভাষায় বিশ্বের প্রথম টেলিভিশন সম্প্রচার মাধ্যমগুলোর মধ্যে একটি।
-
প্রারম্ভিক সম্প্রচার: ১৯৬৪ সালের ২৫শে ডিসেম্বর, একটি পাইলট প্রকল্প হিসেবে।
-
প্রথম সম্প্রচার কেন্দ্র: তৎকালীন ডি আই টি ভবন (বর্তমানে রাজউক কার্যালয়) এর দুটি কক্ষে, যেখানে দৈনিক মাত্র ৩ ঘন্টা সম্প্রচার হত।
-
রাষ্ট্রীয় চ্যানেল হিসেবে প্রতিষ্ঠা: ১৯৭২ সালে রাষ্ট্রপতির আদেশ (পি.ও নং-১১৫) অনুযায়ী।
-
নতুন ভবনে স্থানান্তর: ১৯৭৫ সালের ৯ই ফেব্রুয়ারি রামপুরার নিজস্ব টিভি ভবনে স্থানান্তরিত হয়।
-
রামপুরা ভবনে সম্প্রচার কার্যক্রমের সূচনা: ৬ই মার্চ ১৯৭৫ থেকে নতুন আঙ্গিকে সম্প্রচার শুরু হয়।
-
রঙিন সম্প্রচার শুরু: ১৯৮০ সালে।
উৎস:
0
Updated: 1 month ago