চাপসৃষ্টিকারী গোষ্ঠীর প্রধান লক্ষ্য কোনটি?
A
সরকার গঠন
B
দেশের উন্নয়ন
C
গোষ্ঠী স্বার্থ সংরক্ষণ
D
উপরের সবগুলো
উত্তরের বিবরণ
• চাপসৃষ্টিকারী গোষ্ঠী:
-
এদের সামনে বৃহত্তম জাতীয় কল্যাণ সাধনের কোন মহান উদ্দেশ্য থাকে না।
-
এরা সংকীর্ণ ও সমজাতীয় বিশেষ গোষ্ঠীগত।
-
উৎপত্তির ভিত্তিতে চাপসৃষ্টিকারী গোষ্ঠীর কোন বিশেষ রাজনৈতিক মতাদর্শ থাকে না।
-
কোন রাজনৈতিক মতাদর্শের প্রতি এদের অঙ্গীকার থাকে না।
-
এ সমস্ত গোষ্ঠীর অঙ্গীকার থাকে শুধুমাত্র গোষ্ঠীগত স্বার্থ বা কল্যাণের প্রতি।
তথ্যসূত্র: পৌরনীতি ও নাগরিকতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
0
Updated: 1 month ago
প্রাচীন চন্দ্রদ্বীপের মূল ভূখণ্ড ও প্রাণকেন্দ্র ছিল কোনটি?
Created: 1 month ago
A
সিলেট
B
বরিশাল
C
কুমিল্লা
D
নোয়াখালী
চন্দ্রদ্বীপ:
- প্রাচীন যুগে বাংলা কোন একক রাজ্য ছিল না।
- বাংলার বিভিন্ন অংশ তখন অনেকগুলো ছোট ছোট অঞ্চলে বিভক্ত ছিল।
- যেমন: পুণ্ড্র, বরেন্দ্র, বঙ্গ, সমতট, চন্দ্রদ্বীপ, হরিকেল, রাঢ় ইত্যাদি।
- বর্তমান বরিশাল জেলা ছিল চন্দ্রদ্বীপের মূল ভূখণ্ড ও প্রাণকেন্দ্র।
- মধ্যযুগে চন্দ্রদ্বীপ বেশ সমৃদ্ধ ছিল।
- এ প্রাচীন জনপদটি বালেশ্বর ও মেঘনার মধ্যবর্তী স্থানে অবস্থিত ছিল।
উল্লেখ্য:
- সিলেটের প্রাচীন নাম হরিকেল।
- কুমিল্লা ও নোয়াখালী সমতট জনপদের অন্তর্ভুক্ত ছিল।
তথ্যসূত্র - বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি।
0
Updated: 1 month ago
CPD-এর প্রতিষ্ঠাতা কে?
Created: 1 month ago
A
ড. আতিউর রহমান
B
রেহমান সোবহান
C
মুহিত কামাল
D
উপরের কেউ নন
CPD (Center for Policy Dialogue) হলো বাংলাদেশের একটি প্রভাবশালী বেসরকারি গবেষণা সংস্থা, যা নীতি নির্ধারণে তথ্যভিত্তিক বিশ্লেষণ ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে।
প্রধান তথ্যগুলো হলো:
-
প্রতিষ্ঠাতা: প্রখ্যাত অর্থনীতিবিদ রেহমান সোবহান, ১৯৯৩ সালে।
-
অবস্থান: ঢাকার ধানমন্ডি সদর দপ্তর।
-
উদ্দেশ্য ও কার্যক্রম:
-
বাংলাদেশের নাগরিক সমাজের ক্রমবর্ধমান চাহিদা পূরণের জন্য চাহিদা-চালিত ও জবাবদিহিমূলক উন্নয়ন প্রক্রিয়া গড়ে তোলা
-
তথ্যভিত্তিক বিতর্ক উদ্দীপনা এবং জ্ঞান সৃষ্টির মাধ্যমে নীতি নির্ধারণে প্রভাব বিস্তার
-
গবেষণা, সংলাপ, প্রচার ও সমর্থনের মাধ্যমে নীতি প্রণয়ন ও সরকারি উদ্যোগের জবাবদিহিতা নিশ্চিত করা
-
0
Updated: 1 month ago
২০২৫-২৬ অর্থবছরের বাজেটে উন্নয়ন খাতে সর্বোচ্চ বরাদ্দ খাত-
Created: 1 month ago
A
বিদ্যুৎ ও জ্বালানি খাত
B
শিক্ষা
C
পরিবহণ ও যোগাযোগ
D
স্বাস্থ্যে খাত
২০২৫-২৬ অর্থবছরের বাজেট অনুযায়ী উন্নয়ন খাতের বরাদ্দ:
-
পরিবহণ ও যোগাযোগ খাত: ৫৮,৯৭৩ কোটি ৩৯ লাখ টাকা
-
বিদ্যুৎ ও জ্বালানি খাত: ৩২,৩৯২ কোটি ২৬ লাখ টাকা
-
শিক্ষা খাত: ২৮,৫৫৭ কোটি টাকা
-
গৃহায়ন ও কমিউনিটি সুবিধাবলী খাত: ২২,৭৭৬ কোটি ৪০ লাখ টাকা
-
স্বাস্থ্য খাত: ১৮,১৪৮ কোটি ১৪ লাখ টাকা
মুখ্য তথ্য: উন্নয়ন খাতে সর্বোচ্চ বরাদ্দ পরিবহণ ও যোগাযোগ খাতকে দেওয়া হয়েছে।
0
Updated: 4 weeks ago