The teacher who is honest teaches well. (simple)
A
Honest teacher teaches well.
B
An honest teacher teaches well.
C
Honest the teacher teaches well.
D
A teacher who honest teaches well.
উত্তরের বিবরণ
The correct answer is - খ) An honest teacher teaches well.
Complex থেকে Simple Sentence রূপান্তরের নিয়ম:
-
Structure: Subject + relative pronoun (who/which/that) + adjective যুক্ত complex sentence কে simple sentence-এ রূপান্তর করতে:
-
প্রথমে the-এর পরিবর্তে a/an বসাতে হবে।
-
Relative pronoun-এর পরের adjective বসাতে হবে।
-
প্রদত্ত subject বসাতে হবে।
-
প্রদত্ত sentence-এর adjective-এর পরের অংশ বসাতে হবে।
-
উদাহরণ:
-
Complex: The teacher who is honest teaches well.
Simple: An honest teacher teaches well.
আরও উদাহরণ:
-
Complex: The girl who is meritorious can make a good result.
Simple: A meritorious girl can make a good result. -
Complex: The student who is hardworking passed the test.
Simple: A hardworking student passed the test. -
Complex: The boy who is industrious can shine in life.
Simple: An industrious boy can shine in life.-
নিয়ম অনুযায়ী: article an বসেছে, প্রদত্ত adjective industrious বসেছে, subject boy বসেছে, বাক্যাংশ can…life বসেছে।
-
Other options:
ক) Honest teacher teaches well.
-
Article (a/an/the) বাদ গেছে, যা ভুল।
গ) Honest the teacher teaches well.
-
শব্দ বিন্যাস ভুল।
ঘ) A teacher who honest teaches well.
-
ভুল relative clause, সঠিক: "who is honest"।
Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.
0
Updated: 1 month ago
Which author created the character Lemuel Gulliver in Gulliver’s Travels?
Created: 1 month ago
A
H.G. Wells
B
Jonathan Swift
C
Robert Louis Stevenson
D
Lewis Carroll
লেমুয়েল গালিভার চরিত্রটি Jonathan Swift সৃষ্টি করেছিলেন।
-
Jonathan Swift ছিলেন ১৮শ শতকের একজন আইরিশ সাহিত্যিক, যিনি মূলত ব্যঙ্গধর্মী রচনার জন্য পরিচিত।
-
তাঁর লেখা “Gulliver’s Travels” (১৭২৬) একটি জনপ্রিয় রচনা, যেখানে গালিভার বিভিন্ন কাল্পনিক দেশে ভ্রমণের মাধ্যমে মানব সমাজ, রাজনীতি ও বিজ্ঞানকে ব্যঙ্গ করা হয়েছে।
-
অন্য অপশনগুলোর মধ্যে:
-
H.G. Wells ব্রিটিশ বিজ্ঞান কল্পকাহিনির লেখক, লিখেছেন “The Time Machine” এবং “The War of the Worlds”।
-
Robert Louis Stevenson লিখেছেন “Treasure Island” ও “Dr. Jekyll and Mr. Hyde”।
-
Lewis Carroll বিখ্যাত “Alice’s Adventures in Wonderland”-এর জন্য।
-
-
সুতরাং সঠিক উত্তর হলো Jonathan Swift।
বিস্তারিত আলোচনা:
-
Gulliver’s Travels:
-
Jonathan Swift রচিত ৪ খন্ডের রম্য রচনা।
-
পূর্ণ শিরোনাম: Travels into Several Remote Places in the World।
-
১৭২৬ সালে প্রকাশিত, ১৮শ শতকের একটি বিখ্যাত satire।
-
-
সারসংক্ষেপ:
-
Lemuel Gulliver সমুদ্র ভ্রমণে বের হয় এবং পথিমধ্যে ঝড়ে জাহাজ ভেঙ্গে যায়।
-
Gulliver বেঁচে যায় কিন্তু এক অদ্ভুত দেশে পৌঁছায়, যেখানে তার বিভিন্ন অসাধারণ অভিজ্ঞতা ঘটে।
-
গল্পের মাধ্যমে Swift মানব সমাজ ও রাজনীতির ব্যঙ্গাত্মক চিত্র তুলে ধরেছেন।
-
0
Updated: 4 weeks ago
It is a very exciting match. (exclamatory)
Created: 1 month ago
A
How an exciting the match is!
B
What exciting match is it!
C
What an exciting match it is!
D
What a match exciting it is!
The correct answer: গ) What an exciting match it is!
Rule: Affirmative → Exclamatory Sentence
-
গঠন: What (a/an) + Adjective + Subject + Verb + বাকী অংশ (যদি থাকে) + exclamation mark
-
Examples:
-
Assertive: The bird is very sweet. → Exclamatory: How sweet the bird is!
-
Assertive: It is a very beautiful garden. → Exclamatory: What a beautiful garden it is!
-
Assertive: The garden is very beautiful. → Exclamatory: How beautiful the garden is!
-
Notes:
-
Adjective-এর আগে a/an থাকলে What a/an ব্যবহার হয়।
-
Adjective-এর আগে article না থাকলে How ব্যবহার হয়।
Other options:
-
ক) How an exciting the match is! → “an” ও “the” একসাথে ব্যবহার ভুল।
-
খ) What exciting match is it! → Article an বাদ পড়েছে, word order ভুল।
-
ঘ) What a match exciting it is! → শব্দ বিন্যাস ভুল; adjective অবশ্যই noun-এর আগে আসবে।
Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain
0
Updated: 1 month ago
Which of the following is an example of alliteration?
Created: 1 month ago
A
The bird flew away
B
The cat sat on the mat
C
The sun sets in the west
D
She sells seashells by the seashore
Alliteration হলো একধরনের সাহিত্যিক কৌশল, যেখানে একই ধ্বনি বা বর্ণ একাধিক শব্দের শুরুতে পুনরাবৃত্তি হয়। উপরের উদাহরণগুলোর মধ্যে ‘ঘ) She sells seashells by the seashore’ বাক্যটি alliteration-এর সঠিক উদাহরণ। এখানে ‘s’ ধ্বনি বারবার ব্যবহার হয়েছে, যা বাক্যটিকে সুরেলা ও আকর্ষণীয় করে তোলে।
-
অন্যান্য বাক্য বিশ্লেষণ:
-
ক) The bird flew away – শব্দের শুরুতে একই ধ্বনি নেই, তাই alliteration নয়।
-
খ) The cat sat on the mat – কিছু শব্দের শেষাংশ মিলে গেলেও শুরুতে একই ধ্বনি নেই, তাই alliteration নয়।
-
গ) The sun sets in the west – শুরুতে একই ধ্বনি নেই, তাই alliteration নয়।
-
-
Alliteration (অনুপ্রাস):
-
এটি হলো সমস্ত শব্দ বা গুরুত্বপূর্ণ শব্দের শুরুতে একই ব্যঞ্জনবর্ণের পুনরাবৃত্তি।
-
সাহিত্যকৌশল হিসেবে এটি পাঠকের জন্য বাক্যকে সুরেলা, ছন্দময় ও আকর্ষণীয় করে তোলে।
-
উদাহরণ: Peter Piper picked a peck of pickled peppers.
-
0
Updated: 4 weeks ago