Choose the sentence that uses "Revive" correctly:
A
We revived the tradition after many years.
B
She revived the plants by keeping them in the dark.
C
The athlete revived his teammates by sitting quietly.
D
He revived the cake by freezing it.
উত্তরের বিবরণ
The correct answer is - ক) We revived the tradition after many years.
-
Bangla Meaning: আমরা অনেক বছর পর ঐতিহ্যটি পুনরুজ্জীবিত করেছিলাম।
Revive (verb)
-
English Meaning: To bring something back to life, consciousness, or a better state; to restore to health or vigour.
-
Bangla Meaning: জ্ঞান ফিরিয়ে আনা; স্বাস্থ্যশক্তি পুনরুদ্ধার করা; পুনরুজ্জীবিত করা।
Synonyms:
-
Resuscitate (জ্ঞান/চেতনা ফিরিয়ে আনা)
-
Rejuvenate (নবযৌবন/পুনর্যৌবন দান বা লাভ করা; নবতেজোদ্দীপ্ত হওয়া বা করা)
-
Restore (ফিরিয়ে দেওয়া; পূর্বপদে ফিরিয়ে আনা)
Antonyms:
-
Decline (প্রত্যাখ্যান/অস্বীকার করা; ক্রমশ ক্ষুদ্রতর/দুর্বলতর/নিম্নতর হওয়া; হ্রাস পাওয়া; ক্ষীণতর/অপচিত হওয়া)
-
Deteriorate (অবনতি ঘটা বা ঘটানো)
-
Expire (অবসান হওয়া; নিশ্বাস ফেলা; মরে যাওয়া; মৃত্যুবরণ করা)
Example Sentence:
-
The doctors managed to revive the patient after a critical heart attack.
-
Bangla Meaning: ডাক্তাররা একটি গুরুতর হার্ট অ্যাটাকের পরে রোগীকে পুনরুজ্জীবিত করতে সক্ষম হয়েছিলেন।
Other options:
খ) She revived the plants by keeping them in the dark.
-
গাছকে "অন্ধকারে রেখে" বাঁচানো যায় না; বরং গাছ আলোর মাধ্যমে বাঁচে।
-
তাই এটি অবাস্তব বাক্য।
গ) The athlete revived his teammates by sitting quietly.
-
বাক্যের অর্থ বিভ্রান্তিকর।
-
"চুপচাপ বসে থেকে" দলের সদস্যদের পুনরুজ্জীবিত করা অযৌক্তিক।
ঘ) He revived the cake by freezing it.
-
বাক্যটি অপ্রাসঙ্গিক।
Source: Live MCQ Lecture.
0
Updated: 1 month ago
Transform it into a simple sentence:
As he was ill, he could not attend school.
Created: 1 month ago
A
He was ill, so he missed school.
B
Being ill, he could not attend school.
C
Since he was ill, he missed school.
D
He couldn’t attend school though he was ill.
এই প্রশ্নে complex sentence-কে simple sentence-এ রূপান্তর করতে হবে। সঠিক উত্তর হলো— Being ill, he could not attend school.
-
মূল বাক্য: As he was ill, he could not attend school.
-
এটি একটি complex sentence, কারণ এতে দুটি clause রয়েছে: একটি principal clause এবং একটি subordinate clause।
-
Simple sentence-এ কেবল একটি clause থাকে, অথবা subordinate clause-এর পরিবর্তে participle phrase ব্যবহার করা হয়।
-
Being ill হলো present participle phrase, যা As he was ill এর সরল রূপ।
-
এটি বাক্যের অর্থ অক্ষুণ্ণ রেখে কেবল একটি clause-এ রূপান্তর করে।
-
তাই সঠিক simple sentence হলো: Being ill, he could not attend school.
অন্যান্য বিকল্প বিশ্লেষণ:
-
ক) He was ill, so he missed school → এটি compound sentence।
-
গ) Since he was ill, he missed school → এটি complex sentence।
-
ঘ) He couldn’t attend school though he was ill → এটি complex sentence।
0
Updated: 1 month ago
They ___________ yoga every day.
Created: 1 month ago
A
used to practicing
B
are used to practice
C
are used to practicing
D
use to practice
সঠিক উত্তর হলো are used to practicing।
-
Complete sentence: They are used to practicing yoga every day.
-
বাংলা অর্থ: তারা প্রতিদিন যোগব্যায়াম করতে অভ্যস্ত।
-
ব্যাখ্যা:
-
অতীতের অভ্যাস বা অভ্যস্ততা বোঝাতে used to ব্যবহার করা হয় এবং এর পরে verb-এর base form আসে।
-
উদাহরণ: I used to live alone.
-
-
কিন্তু বর্তমানেও অভ্যস্ত থাকা বোঝাতে be used to / get used to ব্যবহার হয় এবং এর পরে verb + ing আসে।
-
Structure: subject + be/get + used to + (verb + ing) + ext.
-
-
প্রদত্ত বাক্যে “every day” উল্লেখ থাকায় এটি বর্তমান অভ্যস্ততা বোঝাচ্ছে, তাই be used to + verb+ing ব্যবহার করা হয়েছে।
-
-
অতিরিক্ত উদাহরণ:
-
I am used to checking my emails every day.
-
We are used to walking the dog every day.
-
She is used to cooking dinner every day.
-
0
Updated: 4 weeks ago
Which sentence is correct?
Created: 1 month ago
A
If he apologizes, she might have forgiven him.
B
If he had apologized, she might forgiven him.
C
If he had apologized, she might have forgiven him.
D
If he had apologized, she might had forgiven him.
Complete sentence: If he had apologized, she might have forgiven him।
-
Bangla Meaning: সে যদি দুঃখ প্রকাশ করত, তবে হয়তো তাকে মাফ করে দিতো।
-
এটি Third Conditional sentence। Conditional sentence-এ দুটি clause থাকে:
-
If-clause (subordinate clause) – শর্ত বোঝায়
-
Main/principal clause – ফলাফল বোঝায়
-
Third Conditional নিয়মাবলী:
-
If-clause: had + past participle (V3)
-
Main clause: would/could/might + have + past participle (V3)
-
Negative: would/could/might + not + have + V3
-
If-clause ছাড়া condition শুরু করতে চাইলে Had + subject + V3 ব্যবহার করা যায়।
Structure:
-
If + Past Perfect (had + V3) + Subject + would/could/might + have + V3 + extension
উদাহরণ:
-
If we had taken the train, we would have reached on time.
-
If she had remembered the appointment, she wouldn’t have missed it.
-
If you had called me, I could have helped you.
-
If they had prepared better, the presentation would have been successful.
0
Updated: 4 weeks ago