''সব কটা জানালা খুলে দাও না'' – এর গীতিকার কে? 

Edit edit

A

মরহুম আলতাফ মাহমুদ 

B

মরহুম নজরুল ইসলাম বাবু 

C

ড. মনিরুজ্জামান মরহুম 

D

ড. আবু হেনা মোস্তফা কামাল

উত্তরের বিবরণ

img

সব কটা জানালা খুলে দাও না’ গানটির গীতিকার ছিলেন মরহুম নজরুল ইসলাম বাবু।
এই গানটি মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত।

আহমেদ ইমতিয়াজ বুলবুল এর সুর ও সঙ্গীত পরিচালনায় গানটি গেয়েছেন সাবিনা ইয়াসমিন।
নজরুল ইসলাম বাবু ১৯৪৯ সালের ১৭ জুলাই জামালপুর জেলার মাদারগঞ্জের চরনগর গ্রামে জন্মগ্রহণ করেন।

তার রচিত অন্যান্য গানে রয়েছে—

  • ‘একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার’

  • ‘আমায় গেঁথে দাও না মাগো একটা পলাশ ফুলের মালা’

  • ‘ও আমার আট কোটি ফুল দেইখো গো মালি’ প্রভৃতি।

অপরদিকে,
‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি’ গানটির বর্তমান সুরকার আলতাফ মাহমুদ।

সূত্র: মুক্তিযুদ্ধে সাংস্কৃতিক প্রণোদনা : গান, দৈনিক প্রথম আলো ও ভোরের কাগজ।

Unfavorite

0

Updated: 2 months ago

Related MCQ

Get Our App

Download our app for a better experience.

© LXMCQ, Inc. - All Rights Reserved

Developed by WiztecBD