The antonym of "Recalcitrant" is -
A
Disable
B
Compliant
C
Defiant
D
Garrulous
উত্তরের বিবরণ
The correct answer: খ) Compliant
-
Compliant (adjective): সহজে রাজি হয়ে যায় এমন; বশ্য।
Recalcitrant (adjective):
-
English Meaning: Unwilling to obey orders or to do what should be done, often in a way that is difficult to control.
-
Bangla Meaning: অবাধ্য; বিরূপ; বশ্যতাহীন।
Synonyms:
-
Intransigent: কঠোরভাবে আপস করতে অস্বীকারকারী; অনমনীয়
-
Obstinate: একগুঁয়ে; অবাধ্য
-
Defiant: বিরূপ; বেপরোয়া; বিরুদ্ধাচরণকারী
Antonyms:
-
Compliant: সহজে রাজি হয়ে যায় এমন; বশ্য
-
Submissive: আত্মসমর্পণকারী; বাধ্য
-
Amenable: সহজে নিয়ন্ত্রণ করা যায় এমন; বাধ্য
Example Sentence:
-
The recalcitrant student refused to follow the teacher’s instructions.
-
Bangla Meaning: অবাধ্য ছাত্রটি শিক্ষকের নির্দেশ মানতে অস্বীকার করেছিল।
Other options:
-
Disable: অক্ষম করা
-
Garrulous: বাচাল
Source: Live MCQ Lecture
0
Updated: 1 month ago
What is the antonym of the word “Inevitable”?
Created: 1 month ago
A
Unavoidable
B
Uncertain
C
Unplanned
D
Avoidable
সঠিক উত্তর হলো ঘ) Avoidable।
Inevitable (Adj)
-
Bangla Meaning: অনিবার্য; অপরিহার্য; অবশ্যম্ভাবী; অনতিক্রম্য
-
English Meaning: incapable of being avoided or evaded
Avoidable
-
Bangla Meaning: পরিহারযোগ্য; পরিহরণীয়
-
English Meaning: to keep away from; shun
Other options:
-
ক) Unavoidable
-
Bangla Meaning: এড়ানো যায় না এমন; অনিবার্য; অপরিহার্য; অনতিক্রম্য
-
English Meaning: not avoidable; inevitable
-
-
খ) Uncertain
-
Bangla Meaning: পরিবর্তনশীল; অস্থির; অনিশ্চিত
-
English Meaning: not known beyond doubt; dubious
-
-
গ) Unplanned
-
Bangla Meaning: অপরিকল্পিত
-
English Meaning: not expected or intended; not planned
-
0
Updated: 1 month ago
The antonym for inimical -
Created: 6 days ago
A
hostile
B
friendly
C
indifferent
D
angry
0
Updated: 6 days ago
Transform it into a complex sentence:
He was too weak to walk.
Created: 1 month ago
A
He was weak and he could not walk.
B
He was very weak so he didn’t walk.
C
He was so weak that he could not walk.
D
He couldn’t walk because of weakness.
এই প্রশ্নে বাক্য পরিবর্তনের বিষয়টি বোঝাতে মূলত simple, complex ও compound sentence এর গঠন ব্যাখ্যা করা হয়েছে। সঠিক উত্তর হলো— He was so weak that he could not walk.
-
He was too weak to walk একটি simple sentence।
-
একে complex sentence-এ রূপান্তর করতে হবে।
-
Complex sentence-এ সাধারণত একটি main (principle) clause এবং একটি subordinate clause থাকে।
-
যখন বাক্যে “too…to” ব্যবহৃত হয়, তখন সেটিকে complex রূপে রূপান্তর করতে “so…that” ব্যবহার করতে হয়।
-
তাই রূপান্তরিত বাক্য হবে: He was so weak that he could not walk.
-
এখানে he could not walk হলো main clause এবং He was so weak that subordinate clause হিসেবে কাজ করছে।
-
Too weak to walk এর অর্থই হলো so weak that he could not walk, যা একটি complex structure।
অন্যান্য বিকল্পগুলোর বিশ্লেষণ:
-
ক) He was weak and he could not walk → এটি compound sentence, complex নয়।
-
খ) He was very weak so he didn’t walk → এটি compound sentence, কারণ এখানে so ব্যবহার করা হয়েছে।
-
ঘ) He couldn’t walk because of weakness → এটি simple sentence, যেখানে একটি noun phrase ব্যবহৃত হয়েছে।
0
Updated: 1 month ago