“We will complete the project.” (passive)
A
The project is completed by us.
B
The project has been completed by us.
C
The project will completed by us.
D
The project will be completed by us.
উত্তরের বিবরণ
The correct answer: ঘ) The project will be completed by us.
-
এটি Future Indefinite Passive Voice-এর সঠিক গঠন।
-
অর্থ: “আমরা প্রকল্পটি সম্পন্ন করব।” (Passive রূপে)
-
বাক্যের tense ও অর্থ দুইটাই সঠিক।
Active → Passive Conversion (Future Indefinite):
-
Structure: Object + will be + past participle (V3) + by + subject
-
উদাহরণ:
-
Active: She will open the door.
-
Passive: The door will be opened by her.
-
Other options:
-
ক) The project is completed by us. → Present tense বোঝায়; মূল বাক্যের ভবিষ্যত কাল মিলছে না।
-
খ) The project has been completed by us. → Present Perfect Passive; কাজ ইতোমধ্যে শেষ হয়েছে বোঝানো হচ্ছে; Future tense-এ সঠিক নয়।
-
গ) The project will completed by us. → ভুল গঠন; “will” এর পরে “be” প্রয়োজন।
Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.
0
Updated: 1 month ago
"It is impossible to love and be wise" - It is quoted by -
Created: 1 month ago
A
Francis Bacon
B
Rene Descartes
C
Blaise Pascal
D
Voltaire
“It is impossible to love and be wise” উক্তিটি Francis Bacon-এর দর্শনকে প্রতিফলিত করে। তিনি মনে করতেন, ভালোবাসা মানুষের বুদ্ধিমত্তাকে প্রভাবিত করে, কারণ ভালোবাসা আবেগনির্ভর এবং যুক্তি ও বুদ্ধির সঙ্গে বিরোধ সৃষ্টি করে। অন্য দর্শনশাস্ত্রবিদ যেমন Rene Descartes যুক্তিবাদ ও চিন্তার পক্ষে ছিলেন, যেখানে আবেগের চেয়ে যুক্তি প্রাধান্য পায়। Blaise Pascal ভালোবাসা ও ঈশ্বরের মধ্যে সম্পর্ক নিয়ে ভাবতেন, যেখানে আবেগ ও বিশ্বাস গুরুত্বপূর্ণ। Voltaire যদিও যুক্তিবাদী, তিনি আবেগ ও বুদ্ধিমত্তার সমন্বয়কে গুরুত্ব দিতেন। সুতরাং, এই উক্তিটি Bacon-এর মতবাদে ভালোবাসা ও বুদ্ধিমত্তার সংঘাতকে বেশি জোর দিয়ে দেখায়।
-
Francis Bacon:
-
পুরো নাম: Francis Bacon, Viscount Saint Alban।
-
অন্য নামে পরিচিত: Sir Francis Bacon।
-
একজন essayist, lawyer, statesman, philosopher, এবং ইংরেজি ভাষার দিক থেকে দক্ষ সাহিত্যিক।
-
তিনি তার প্রবন্ধগুলোর worldly wisdom-এর জন্য স্মরণীয়।
-
-
কিছু বিখ্যাত উক্তি:
-
“Wives are young men’s mistresses; companions for middle age, and old men’s nurses.”
-
“Reading maketh a full man; conference a ready man, and writing an exact man.”
-
“It is impossible to love and to be wise.”
-
“Some books are to be tasted, others to be swallowed, and some few to be chewed and digested.”
-
"Wonder is the seed of knowledge."
-
"A false friend is more dangerous than an open enemy."
-
"Beauty itself is but the sensible image of the Infinite."
-
"Silence is the sleep that nourishes wisdom."
-
-
প্রসিদ্ধ কাজসমূহ:
-
Advancement of Learning
-
Commentarius Solutus
-
De Sapientia Veterum
-
Instauratio Magna
-
Novum Organum
-
The New Atlantis
-
0
Updated: 4 weeks ago
Which author caused controversy with the novel The Satanic Verses?
Created: 1 month ago
A
Arundhati Roy
B
Ruskin Bond
C
Salman Rushdie
D
R. K. Narayan
Salman Rushdie হলো সেই লেখক যিনি তাঁর উপন্যাস The Satanic Verses দিয়ে বিশ্বব্যাপী বিতর্ক সৃষ্টি করেন। উপন্যাসটি প্রকাশের পর মুসলিম সমাজের কিছু অংশে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়, কারণ অনেকেই মনে করেন এটি ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে। এর ফলে অনেক দেশে বইটি নিষিদ্ধ হয় এবং লেখককে মৃত্যুদণ্ডের হুমকি পর্যন্ত দেওয়া হয়।
-
The Satanic Verses:
-
লেখক: Salman Rushdie
-
ধরন: Magic realist epic novel
-
প্রকাশ: 1988
-
বিষয়বস্তু: পরিচয়, বিচ্ছিন্নতা, মূলহীনতা, নির্মমতা, আপোষ, এবং সমাজের স্বীকৃতির সঙ্গে সামঞ্জস্য।
-
এটি ২০শ শতকের সবচেয়ে বিতর্কিত বইগুলোর মধ্যে একটি।
-
-
Salman Rushdie:
-
জন্ম: ভারত (Indian-born)
-
নাগরিকত্ব: British
-
পূর্ণ নাম: Sir Ahmed Salman Rushdie
-
তিনি একজন উল্লেখযোগ্য লেখক, বিশেষত উপন্যাস ও প্রবন্ধ রচনার জন্য পরিচিত।
-
0
Updated: 4 weeks ago
"The Solitary Reaper" was written by William Wordsworth. Which theme is prominent in the poem?
Created: 1 month ago
A
Industrialization
B
Urban life
C
War and peace
D
Nature and beauty
"The Solitary Reaper" কবিতাটি William Wordsworth রচিত এবং এর প্রধান থিম হলো Nature and beauty।
-
কবিতায় একজন স্কটিশ গ্রামীণ কন্যা একাকী মাঠে ফসল কাটার সময় গান করছে, যা প্রকৃতির সৌন্দর্যের সাথে মিলিত হয়ে গভীর আবেগ সৃষ্টি করছে।
-
কবির দৃষ্টিতে সেই মেয়ের সরলতা, নির্জনতা এবং সঙ্গীত প্রকৃতির সৌন্দর্যের এক রূপ হয়ে ওঠে।
-
অন্য বিকল্প যেমন Industrialization, Urban life এবং War and peace কবিতার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়, কারণ কবিতার মূল জোর প্রকৃতি, সরল গ্রামীণ জীবন এবং মানসিক অনুভূতি-এর উপর।
বিস্তারিত আলোচনা:
-
কবিতাটি প্রকাশিত হয় ১৮০৭ সালে।
-
কবিতায় গ্রামীণ পরিবেশ, পাহাড়ি দৃশ্য এবং তরুণীর একাকী গান প্রকৃতির সৌন্দর্যকে প্রকাশ করে।
-
Wordsworth-এর রোমান্টিক কবিতার স্বভাব অনুযায়ী মানব অনুভূতি ও প্রকৃতির মিলন এখানে স্পষ্টভাবে ফুটে ওঠে।
0
Updated: 4 weeks ago