A
মানোএল দা আসসুম্পসাঁউ
B
দোম আন্তোনিও
C
উইলিয়াম কেরি
D
নাথানিয়েল ব্রাসি হ্যালহেড
উত্তরের বিবরণ
‘কৃপার শাস্ত্রের অর্থ ভেদ’ গ্রন্থ
-
রচয়িতা: রোমান ক্যাথলিক পর্তুগিজ পাদ্রি মানোএল দা আসসুম্পসাঁউ
-
রচনা ও প্রকাশ: ১৭৩৪ সালে রচিত; ১৭৪৩ সালে লিসবনে রোমান হরফে মুদ্রিত
-
লিখিত স্থান: ঢাকার ভাওয়াল অঞ্চলের নাগরী
-
বিশেষত্ব: বাংলা গদ্যের প্রাথমিক প্রচেষ্টার নিদর্শন
-
ভাষা ও রচনার ধরণ:
-
বাঁ দিকের পৃষ্ঠা: বাংলা
-
ডান দিকের পৃষ্ঠা: পর্তুগিজ
-
বিষয়বস্তু: গুরু ও শিষ্যের কথোপকথনের মাধ্যমে খ্রিষ্টধর্মের মহিমা এবং খ্রিষ্টানদের আচার-অনুষ্ঠান
-
মনোএল দা আসসুম্পসাঁউ
-
জাতীয়তা: পর্তুগিজ
-
পেশা: খ্রিস্টান ধর্মযাজক
-
সাহিত্যিক অবদান:
-
বাংলা ভাষার ব্যাকরণ রচনার প্রথম প্রয়াসকারী
-
১৭৪৩ সালে দুটি বাংলা গ্রন্থ রচনা ও মুদ্রণ করেছেন
-
মনোএল দা আসসুম্পসাঁউ রচিত গ্রন্থসমূহ
-
কৃপা শাস্ত্রের অর্থভেদ
-
ভোকাবুলিরও এম ইদিওমা বেনগল্লা ই পোরতুগিজ
উৎস:
-
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা
-
বাংলাপিডিয়া
-
বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম

0
Updated: 17 hours ago
'মধুর চেয়েও আছে মধুর সে আমার এই দেশের মাটি খাঁটি সোনার চেয়ে খাঁটি'। - কবিতায় এই অংশ বিশেষের রচয়িতা-
Created: 2 months ago
A
রবীন্দ্রনাথ ঠাকুর
B
মোহাম্মদ মনিরুজ্জামান
C
সত্যেন্দ্রনাথ দত্ত
D
নির্মলেন্দু গুণ
সত্যেন্দ্রনাথ দত্ত
সত্যেন্দ্রনাথ দত্ত বাংলা সাহিত্যের একজন বিশিষ্ট কবি ও ছান্দসিক, যিনি ‘ছন্দের জাদুকর’ বা ‘ছন্দের রাজা’ নামে পরিচিত। তিনি ১৮৮২ সালের ১১ ফেব্রুয়ারি কলকাতার নিকটবর্তী নিমতা গ্রামে জন্মগ্রহণ করেন।
তাঁর সাহিত্যকর্মে ছন্দের জাদু যেমন দৃশ্যমান, তেমনি তাঁর ছদ্মনাম যেমন নবকুমার, কবিরত্ন, অশীতিপর শর্মা, ত্রিবিক্রম বর্মণ ও কলমগীর, এসব নামেও তিনি সাহিত্য জগতে সমাদৃত।
সাহিত্যকর্ম
সত্যেন্দ্রনাথ দত্তের উল্লেখযোগ্য কবিতাগুচ্ছের মধ্যে রয়েছে —
সবিতা, সন্ধিক্ষণ, বেণু ও বীণা, কুহু ও কেকা, তুলির লিখন, হোমশিখা, অভ্র-আবীর, হসন্তিকা, বেলা শেষের গান, বিদায় আরতি ইত্যাদি।
এছাড়াও তিনি অনুবাদকাব্য রচনায়ও সমান দক্ষ ছিলেন, যার মধ্যে প্রধান দুটি হলো — তীর্থ রেণু ও মণি মঞ্জুষা।
কবিতা: খাঁটি সোনা
“মধুর চেয়ে আছে মধুর,
সে এই আমার দেশের মাটি।
আমার দেশের পথের ধূলা,
খাঁটি সোনার চাইতে খাঁটি।”
এই কবিতার মাধ্যমে তিনি আমাদের দেশের মাটির প্রতি এক গভীর ভালোবাসা এবং গর্ব ব্যক্ত করেছেন। তাঁর দৃষ্টিতে দেশীয় মাটি এবং পথের ধূলা, যা সাধারণ চোখে অবমূল্যায়িত, তা হলো সোনার চেয়ে খাঁটি ও মূল্যবান।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; বাংলাপিডিয়া।

0
Updated: 2 months ago
হিন্দী 'পদুমাবৎ' -এর অবলম্বনে 'পদ্মাবতী' কাব্যের রচয়িতা-
Created: 2 months ago
A
দৌলত উজীর বাহরাম খান
B
সৈয়দ সুলতান
C
আব্দুল করিম সাহিত্য বিশারদ
D
আলাওল
পদ্মাবতী আলাওল রচিত একটি প্রখ্যাত প্রণয়কাব্য, যা মধ্যযুগীয় বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ রচনা হিসেবে বিবেচিত। এটি হিন্দি ভাষার খ্যাতিমান কবি মালিক মুহাম্মদ জায়সির ‘পদুমাবৎ’ কাব্যের বাংলা অনুবাদ।
এই কাব্যটি ১৬৫১ খ্রিষ্টাব্দে রচিত হয় আরাকান রাজ্যের রাজা সাদ থদোমিন্তারের রাজত্বকালে। রাজ্যের মন্ত্রী মাগন ঠাকুরের আদেশে আলাওল এটি অনুবাদ করেন।
‘পদ্মাবতী’ কাব্য দুই পর্বে বিভক্ত:
-
প্রথম পর্বে চিতোরের রাজা রত্নসেন কীভাবে সিংহলের রাজকন্যা পদ্মাবতীকে লাভ করেন, তা বর্ণিত হয়েছে।
-
দ্বিতীয় পর্বে দিল্লির সুলতান আলাউদ্দিন খিলজি কীভাবে ব্যর্থভাবে পদ্মাবতীকে দখল করার চেষ্টা করেন, তার বর্ণনা রয়েছে।
উল্লেখ্য, একই নামের নাটক ‘পদ্মাবতী’ মাইকেল মধুসূদন দত্ত-ও রচনা করেছিলেন, তবে সেটি আলাওলের কাব্যের সঙ্গে সম্পর্কিত নয়।
আলাওল ছিলেন মধ্যযুগীয় বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি। তাঁর রচনায় ধর্মীয়, ঐতিহাসিক ও প্রণয়কাহিনির অপূর্ব সমন্বয় লক্ষ্য করা যায়।
বিখ্যাত রচনাসমূহ:
-
পদ্মাবতী
-
তোহফা
-
সপ্তপয়কার
-
সিকান্দারনামা
-
সয়ফুল্মুলুক বদিউজ্জামাল
-
সতীময়না
-
রাগতালনামা
তথ্যসূত্র: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর

0
Updated: 2 months ago
'বর্ষ-আবাহন' কবিতার রচয়িতা কে?
Created: 2 weeks ago
A
সুধীন্দ্রনাথ দত্ত
B
জীবনানন্দ দাশ
C
শামসুর রাহমান
D
বুদ্ধদেব বসু
প্রথম কবিতা:
-
স্কুলে ছাত্রাবস্থায় জীবনানন্দ দাশ রচিত প্রথম কবিতা ‘বর্ষ-আবাহন’ প্রকাশিত হয় ব্রহ্মবাদী পত্রিকায় (বৈশাখ ১৩২৬ / এপ্রিল ১৯১৯)।
জীবনানন্দ দাশ:
-
তিনি ছিলেন কবি ও শিক্ষাবিদ।
-
জন্ম: ১৮৯৯ সালের ১৭ ফেব্রুয়ারি, বরিশাল।
-
তাঁদের আদি নিবাস ছিল বিক্রমপুরের গাওপাড়া গ্রামে।
-
তাঁর ডাক নাম ছিল মিলু।
-
পিতা সত্যানন্দ দাশ ছিলেন স্কুলশিক্ষক ও সমাজসেবক।
-
মাতা কুসুমকুমারী দাশ ছিলেন একজন কবি।
-
মৃত্যু: ১৯৫৪ সালের ১৪ অক্টোবর কলকাতায় ট্রাম দুর্ঘটনায় আহত হয়ে ২২ অক্টোবর মৃত্যুবরণ করেন।
তাঁর উল্লেখযোগ্য রচনা:
কাব্যগ্রন্থ:
-
ঝরাপালক (প্রথম কাব্যগ্রন্থ)
-
ধূসর পাণ্ডুলিপি
-
বনলতা সেন
-
মহাপৃথিবী
-
সাতটি তারার তিমির
-
রূপসী বাংলা
-
বেলা অবেলা কালবেলা
উপন্যাস:
-
মাল্যবান
-
সুতীর্থ
প্রবন্ধগ্রন্থ:
-
কবিতার কথা
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ও বাংলাপিডিয়া।

0
Updated: 2 weeks ago