Choose the correct sentence:
A
This is the most exterior part of the building.
B
The utter worse situation was unexpected.
C
The outer layer is painted red.
D
The most hind section is the largest
উত্তরের বিবরণ
The correct sentence: গ) The outer layer is painted red.
- 
Positive adjectives: exterior, interior, ulterior, major, minor → এগুলো comparative adjective-এর মত ব্যবহার হয় না। 
- 
Examples: - 
The exterior portion of the house is worse than the interior portion. 
- 
He did it with some ulterior motive. 
- 
The major portion of the people are illiterate. 
- 
Do not quarrel over such a minor matter. 
 
- 
- 
Comparative-like words now used as positive only: inner, outer, latter, elder, hinder, upper, former, utter - 
এগুলোর পরে than বা to আসে না। কখনও কখনও of ব্যবহার হতে পারে। 
 
- 
Other options:
- 
ক) This is the most exterior part of the building. → ভুল; exterior ইতিমধ্যেই ‘বাইরের’ অর্থ প্রকাশ করে, most ব্যবহার করা যায় না। 
- 
খ) The utter worse situation was unexpected. → ভুল; utter মানে ‘সম্পূর্ণ’, কিন্তু worse (comparative) এর সাথে ব্যবহার করা যায় না। সঠিক হবে utter worst বা the worst situation। 
- 
ঘ) The most hind section is the largest. → ভুল; hind positive adjective, most ব্যবহার করা যায় না। 
Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.
 
                            
                        
                        
                        
                        
                        0
Updated: 1 month ago
'May Allah help you' What kind of sentence is this?
Created: 5 months ago
A
Optative
B
Imperative
C
Assertive
D
Exclamatory
• 'May Allah help you' - is an Optative Sentence.
- বাক্যটিতে বক্তা (speaker) অন্য একজন ব্যক্তির (you-এর) জন্য প্রার্থনা করছে।
- তাই বাক্যটি Optative Sentence.
• More Examples of Optative Sentences:
- May your journey be safe and enjoyable.
- May you find success in every step you take.
• অর্থানুসারে বাক্য ৫ ধরনের হয়ে থাকে।
যথা-  
1. Assertive Sentence (বর্ণনামূলক বাক্য)
- যে Sentence দ্বারা কোন কিছুর বর্ননা বা বিবৃতি প্রকাশ করে তাকে Assertive sentence বলে।
- An assertive sentence is a simple statement or assertion, and it may be affirmative or negative.
- structure: “subject + verb + object/complement/adverb”.
2. Interrogative Sentence (প্রশ্নবোধক বাক্য)
যে Sentence দ্বারা কোন প্রশ্ন করা হয় অথবা কোন কিছুর প্রত্যুত্তর পাওয়ার উদ্দেশ্যে জিজ্ঞেস করা হয় তখন তাকে Interrogative Sentence বলে।
3. Imperative Sentence (অনুজ্ঞাসূচক বাক্য)
- যে Sentence দ্বারা কোন আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ ইত্যাদি বোঝায় তাকেই Imperative sentence বা অনুজ্ঞাসূচক বাক্য বলে। এই ধরনের বাক্যে Subject (you)  গোপন থাকে।
- যেমন - Never tell a lie.
4. Optative Sentence (প্রার্থনা সূচক বাক্য)
- যে Sentence দ্বারা মনে ইচ্ছা কিংবা প্রার্থনা প্রকাশ করে তাকে Optative Sentence বলে।
- যেমন -May Allah bless you.
5. Exclamatory Sentence (বিস্ময়সূচক বাক্য)
- এই ধরণের বাক্য দ্বারা হঠাৎ আকস্মিকভাবে মনের কোন পরিবর্তন যেমন হর্ষ, বিষাদ, আনন্দ, আবেগ বা বিস্ময় প্রকাশ করা হয়।
- How charming the sight is!
Source: Advanced Learner's English Grammar & Composition by Chowdhury & Hossain.
                                                                                             
                                    
                                
                                
                                
                                0
Updated: 5 months ago
Who is the author of the quote "Fools rush in where angels fear to tread"?
Created: 1 month ago
A
O' henry
B
Alexander Graham Bell
C
T. S Eliot
D
Alexander Pope
“Fools rush in where angels fear to tread” উক্তিটি প্রখ্যাত ইংরেজ কবি Alexander Pope-এর লেখা।
- 
এটি ১৭১১ সালে প্রকাশিত তাঁর “An Essay on Criticism” কবিতা থেকে নেওয়া হয়েছে। 
- 
উক্তির অর্থ: মূর্খরা এমন কাজ বা পরিস্থিতিতে অবিবেচনাপূর্ণভাবে প্রবেশ করে, যেখানে জ্ঞানী ও বিচক্ষণরা সাবধানে পা রাখে বা একেবারেই প্রবেশ করে না। 
- 
এটি একটি গভীর প্রবাদ হয়ে দাঁড়িয়েছে, যা আজও বিভিন্ন প্রসঙ্গে ব্যবহার হয়। 
বিস্তারিত আলোচনা:
- 
An Essay on Criticism: - 
Alexander Pope-এর didactic (শিক্ষামূলক) কবিতা। 
- 
লেখা হয়েছে heroic couplets (দ্বিপদী ছন্দে)। 
- 
মূলত Horace-এর Ars Poetica থেকে অনুপ্রাণিত। 
 
- 
- 
Alexander Pope: - 
ইংরেজি সাহিত্যের অন্যতম উক্তিমূলক (epigrammatic) কবি। 
- 
Augustan যুগের বিখ্যাত কবি ও ব্যঙ্গরচয়িতা। 
- 
প্রায়শই ‘Mock Heroic Poet’ হিসেবে পরিচিত। 
- 
তার কবিতায় জটিল বিষয়বস্তু ও সুরুচিপূর্ণ ভাষার সংমিশ্রণ লক্ষ্য করা যায়। 
 
- 
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 4 weeks ago
The correct meaning of "Sagacious" is -
Created: 1 month ago
A
Lacking common sense and acting foolishly
B
Easily confused and indecisive
C
Being overly emotional and impulsive
D
Having good judgment and strong understanding
The correct answer is - ঘ) Having good judgment and strong understanding.
Sagacious (adjective)
- 
English Meaning: Having or showing understanding and the ability to make good judgments. 
- 
Bangla Meaning: সুস্থ বিচারবুদ্ধি সম্পন্ন। 
Synonyms:
- 
Cunning (ধূর্ত) 
- 
Shrewd (বিচক্ষণ; তীক্ষ্ণবুদ্ধি) 
- 
Discerning (নির্ণয় করতে বা উপলব্ধি করতে সক্ষম; প্রাজ্ঞ) 
Antonyms:
- 
Stupid (জড়বুদ্ধি; নির্বোধ; মূঢ়; বোকা) 
- 
Obtuse (ভোঁতা; বোকা) 
- 
Silly (বোকাটে; দুর্বলচেতা) 
Example Sentences:
- 
The sagacious leader made decisions that saved the company from crisis. 
- 
Her sagacious advice helped me avoid a big mistake. 
Source: Live MCQ Lecture.
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago