What does "Sit on the fence" mean?
A
To avoid making a decision
B
To choose a side quickly
C
To argue loudly
D
Completely in the power
উত্তরের বিবরণ
The correct answer: ক) To avoid making a decision.
Expression: Sit on the fence
-
English Meaning: Avoid making a decision or choice; in a position of neutrality or indecision.
-
Bangla Meaning: বিতর্কিত বিষয়ে কোনো সিদ্ধান্ত না দেওয়া; নিরপেক্ষতা অবলম্বন করা।
-
Example Sentence: You can't sit on the fence any longer – you have to decide whose side you're on.
-
Bangla Meaning of Example: তুমি সিদ্ধান্তহীন হয়ে থাকতে পারো না; তোমাকে ঠিক করতে হবে তুমি কার পক্ষে।
Source: Live MCQ Lecture
0
Updated: 1 month ago
I am late, ___?
Created: 1 month ago
A
am I?
B
aren't I?
C
amn't I?
D
is it?
Correct Answer: খ) aren’t I?
-
মূল বাক্য: I am late → এটি একটি affirmative (positive) sentence।
-
Tag question-এর নিয়ম অনুযায়ী, মূল বাক্য positive হলে tag হবে negative।
-
Subject হলো I এবং auxiliary verb am, তবে amn't I ব্যবহার করা হয় না। এটি একটি ব্যতিক্রম।
-
সঠিক tag question: I am late, aren’t I?
Other options:
-
ক) am I? → এটি affirmative tag, মূল বাক্যও affirmative, তাই ভুল।
-
গ) amn't I? → grammatically incorrect; standard English-এ নেই।
-
ঘ) is it? → Subject ভুল (I নয়, "it"), সম্পূর্ণ ভুল।
Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.
0
Updated: 1 month ago
Which literary work features the phrase "Alone, alone, all, all alone"?
Created: 1 month ago
A
The Rime of the Ancient Mariner
B
The Raven
C
Treasure Island
D
Moby Dick
“Alone, alone, all, all alone” এই উক্তিটি এসেছে The Rime of the Ancient Mariner কবিতা থেকে। এটি স্যামুয়েল টেলর কলরিজের লেখা একটি বিখ্যাত কবিতা, যেখানে একজন সমুদ্রযাত্রীর একাকীত্ব ও মানসিক যন্ত্রণা-এর বর্ণনা রয়েছে।
-
The Rime of the Ancient Mariner:
-
লেখক: Samuel Taylor Coleridge
-
ধরন: Lyric poem
-
কাহিনী: এক প্রাচীন সমুদ্রযাত্রী অজানা কারণে Albatross নামক পাখিকে হত্যা করে এবং সেই পাপের ফলশ্রুতিতে তাকে দীর্ঘ সময়ের জন্য প্রায়শ্চিত্ত করতে হয়।
-
কবিতায় একাকীত্ব, অপরাধবোধ, এবং প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্ক গভীরভাবে চিত্রিত হয়েছে।
-
-
অন্যান্য উল্লেখযোগ্য কাজ:
-
The Raven: Edgar Allan Poe-এর গথিক কবিতা, শোক ও বিষণ্নতার বিষয়বস্তু নিয়ে লেখা।
-
Treasure Island: Robert Louis Stevenson-এর অ্যাডভেঞ্চার গল্প, দ্বীপ ও গুপ্তধনের কাহিনী।
-
Moby Dick: Herman Melville-এর উপন্যাস, বিশাল সাদা তিমির শিকার ও মানসিক সংগ্রামের গল্প।
-
সুতরাং, “Alone, alone, all, all alone” উক্তিটি The Rime of the Ancient Mariner-এর সাথে সবচেয়ে প্রাসঙ্গিক।
0
Updated: 4 weeks ago
Choose the sentence where "run counter to" is used correctly:
Created: 1 month ago
A
The car ran counter to the highway.
B
His opinion ran counter to popular belief.
C
She runs counter to the park every morning.
D
The plan will run counter for the project’s success.
The correct answer is - খ) His opinion ran counter to popular belief.
-
Bangla Meaning: তার মতামত সাধারণ বিশ্বাসের বিপরীত ছিল।
Run counter to
-
English Meaning: to be opposed to / to disagree with.
-
Bangla Meaning: বিরুদ্ধ হওয়া / কারো সাথে মতের অমিল হওয়া
Example Sentence:
-
His theory ran counter to the beliefs of his time.
-
Bangla Meaning: তার তত্ত্ব তার সময়ের বিশ্বাসের বিরুদ্ধে ছিল।
Other options:
ক) The car ran counter to the highway.
-
বাক্যটি অর্থহীন; গাড়ি কোনো "highway"-এর বিপরীতে চলতে পারে না।
গ) She runs counter to the park every morning.
-
বাক্যটি অস্বাভাবিক এবং অর্থবোধগম্য নয়।
ঘ) The plan will run counter for the project’s success.
-
সঠিক হলো "run counter to", "for" নয়; এছাড়া অর্থও অসংগত।
Source: Live MCQ Lecture.
0
Updated: 1 month ago