"হে কবি, নীরব কেন ফাগুন যে এসেছে ধরায়,
বসন্তে বরিয়া তুমি লবে না কি তব বন্দনায়?" - কবিতাংশটুকু কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
A
অভিযাত্রিক
B
সাঁঝের মায়া
C
ঝরা পালক
D
রূপসী বাংলা
উত্তরের বিবরণ
কবিতাংশ
“হে কবি, নীরব কেন ফাগুন যে এসেছে ধরায়,
বসন্তে বরিয়া তুমি লবে না কি তব বন্দনায়?”
রচয়িতা: সুফিয়া কামাল
কাব্যগ্রন্থ: সাঁঝের মায়া
কবিতার শিরোনাম: "তাহারেই মনে পড়ে"
সুফিয়া কামাল
ডাকনাম/খ্যাতি: 'জননী সাহসিকা'
পেশা ও পরিচিতি: কবি, লেখিকা, নারী আন্দোলনের পথিকৃৎ
জন্মস্থান: বরিশালের শায়েস্তাবাদে মামার বাড়ি; পৈতৃক নিবাস কুমিল্লা
সম্পাদকতা: 'বেগম' (১৯৪৭) পত্রিকার প্রথম সম্পাদক
উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ
মন ও জীবন
উদাত্ত পৃথিবী
সাঁঝের মায়া
অভিযাত্রিক
মোর যাদুদের সমাধি পরে
মায়া কাজল
অন্যান্য তথ্য
জীবনানন্দ দাশের লেখা প্রথম কাব্যগ্রন্থ: ঝরা পালক
জীবনানন্দ দাশের সর্বাধিক জনপ্রিয় কাব্যগ্রন্থ: রূপসী বাংলা
উৎস:
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা
বাংলাপিডিয়া

0
Updated: 17 hours ago
"বাংলার মুখ আমি দেখিয়াছি,
তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর।" - কবিতাংশটুকু কে লিখেছেন?
Created: 1 day ago
A
সুফিয়া কামাল
B
দ্বিজেন্দ্রলাল রায়
C
জীবনানন্দ দাশ
D
জসীম উদ্দীন
জীবনানন্দ দাশের ‘রূপসী বাংলা’ ও কবিতা
১. কবিতার উদাহরণ: বাংলার মুখ
বাংলার মুখজীবনানন্দ দাশ“বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপখুঁজিতে যাই না আর : অন্ধকারে জেগে উঠে ডুমুরের গাছেচেয়ে দেখি ছাতার মতো বড় পাতাটির নিচে বসে আছেভোরের দয়েলপাখি – চারিদিকে চেয়ে দেখি পল্লবের স্তূপজাম-বট-কাঁঠালের-হিজলের-অশথের করে আছে চুপ।”
-
কবিতাটিতে বাংলার গ্রামীণ প্রকৃতি, নদীনালা, পশু-পাখি ও উদ্ভিদ চিত্রায়িত হয়েছে।
-
জীবনানন্দ দাশ বাংলার রূপের সৌন্দর্যকে কেন্দ্র করে প্রকৃতি এবং গ্রামীণ জীবন তুলে ধরেছেন।
২. কাব্যগ্রন্থ: রূপসী বাংলা
-
লেখক: জীবনানন্দ দাশ
-
প্রকাশ: ১৯৫৭ সালে
-
রূপ: অধিকাংশ কবিতা সনেট আকারে রচিত
-
বিষয়বস্তু: বাংলার গ্রাম-প্রকৃতি, নদীনালা, পশু-পাখি, উৎসব ও অনুষ্ঠান
-
বিখ্যাত কবিতা:
-
‘আবার আসিব ফিরে’
-
‘বাংলার মুখ’
-

0
Updated: 1 day ago
'সাত সাগরের মাঝি' কাব্যগ্রন্থে মোট কয়টি কবিতা স্থান পেয়েছে?
Created: 3 weeks ago
A
১৬টি
B
১৯টি
C
২১টি
D
২৩টি
‘সাত সাগরের মাঝি’ কাব্যগ্রন্থ
-
ফররুখ আহমদের প্রকাশিত প্রথম কাব্যগ্রন্থ এটি।
-
গ্রন্থে মোট উনিশটি কবিতা সংকলিত হয়েছে।
-
কবিতাগুলি ১৯৪৩-৪৪ খ্রিষ্টাব্দের মধ্যে রচিত।
-
কাব্যগ্রন্থটির প্রকাশকাল ১৯৪৪ সাল।
-
কবি মূলত জাগরণের উদ্দেশ্যে এই কবিতাগুলি রচনা করেন।
-
প্রচলিত বাংলা শব্দ পরিহার করে তিনি এ গ্রন্থে বহু অপ্রচলিত আরবি-ফারসি শব্দ ব্যবহার করেছেন।
-
দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী সমাজের বিরূপ চিত্রও এই গ্রন্থে প্রতিফলিত হয়েছে।
ফররুখ আহমদ
-
জন্মগ্রহণ করেন ১৯১৮ সালে, যশোর জেলার মাঝআইল গ্রামে।
-
তাঁকে ইসলামি স্বাতন্ত্রবাদী কবি হিসেবে আখ্যায়িত করা হয়।
-
তাঁর কবিতায় পাকিস্তানবাদ, ইসলামি আদর্শ, মুসলিম জাগরণ এবং আরব-ইরানি ঐতিহ্য সুস্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে।
তাঁর রচিত গ্রন্থাবলি
-
কাব্যনাট্য: নৌফেল ও হাতেম
-
সনেট সংকলন: মুহূর্তের কবিতা
-
কাহিনিকাব্য: হাতেমতায়ী
-
শিশুতোষ গ্রন্থ: পাখির বাসা
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ও বাংলাপিডিয়া।

0
Updated: 3 weeks ago
কাজী নজরুল ইসলাম রচিত 'মানুষ' কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
Created: 5 days ago
A
অগ্নিবীণা
B
ফণিমনসা
C
বিষের বাঁশী
D
সাম্যবাদী
'মানুষ' — কবিতা
– কাজী নজরুল ইসলাম, সাম্যবাদী কাব্যগ্রন্থ (১৯২৫)
কবিতার অংশবিশেষ (সংক্ষিপ্ত):
গাহি সাম্যের গান—
মানুষের চেয়ে বড়ো কিছু নাই, নহে কিছু মহীয়ান!
নাই দেশ-কাল-পাত্রের ভেদ, অভেদ ধর্ম জাতি,
সব দেশে, সব কালে, ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি।
'সাম্যবাদী' কাব্যগ্রন্থের উল্লেখযোগ্য কবিতা:
-
ঈশ্বর
-
মানুষ
-
পাপ
-
চোর-ডাকাত
-
বারাঙ্গনা
-
মিথ্যাবাদী
-
নারী
-
রাজা-প্রজা
-
সাম্য
-
কুলিমজুর
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা; সাম্যবাদী কাব্যগ্রন্থ।

0
Updated: 5 days ago