'কৃপার শাস্ত্রের অর্থ ভেদ' - গ্রন্থটি রচনা করেন কে?
A
মানোএল দা আসসুম্পসাঁউ
B
দোম আন্তোনিও
C
উইলিয়াম কেরি
D
নাথানিয়েল ব্রাসি হ্যালহেড
উত্তরের বিবরণ
‘কৃপার শাস্ত্রের অর্থ ভেদ’ গ্রন্থ
-
রচয়িতা: রোমান ক্যাথলিক পর্তুগিজ পাদ্রি মানোএল দা আসসুম্পসাঁউ
-
রচনা ও প্রকাশ: ১৭৩৪ সালে রচিত; ১৭৪৩ সালে লিসবনে রোমান হরফে মুদ্রিত
-
লিখিত স্থান: ঢাকার ভাওয়াল অঞ্চলের নাগরী
-
বিশেষত্ব: বাংলা গদ্যের প্রাথমিক প্রচেষ্টার নিদর্শন
-
ভাষা ও রচনার ধরণ:
-
বাঁ দিকের পৃষ্ঠা: বাংলা
-
ডান দিকের পৃষ্ঠা: পর্তুগিজ
-
বিষয়বস্তু: গুরু ও শিষ্যের কথোপকথনের মাধ্যমে খ্রিষ্টধর্মের মহিমা এবং খ্রিষ্টানদের আচার-অনুষ্ঠান
-
মনোএল দা আসসুম্পসাঁউ
-
জাতীয়তা: পর্তুগিজ
-
পেশা: খ্রিস্টান ধর্মযাজক
-
সাহিত্যিক অবদান:
-
বাংলা ভাষার ব্যাকরণ রচনার প্রথম প্রয়াসকারী
-
১৭৪৩ সালে দুটি বাংলা গ্রন্থ রচনা ও মুদ্রণ করেছেন
-
মনোএল দা আসসুম্পসাঁউ রচিত গ্রন্থসমূহ
-
কৃপা শাস্ত্রের অর্থভেদ
-
ভোকাবুলিরও এম ইদিওমা বেনগল্লা ই পোরতুগিজ
উৎস:
-
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা
-
বাংলাপিডিয়া
-
বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম
0
Updated: 1 month ago
'স্বাধীনতা ও সংস্কৃতি' - প্রবন্ধটি রচনা করেন কে?
Created: 1 month ago
A
সোমেন চন্দ
B
সিরাজুল ইসলাম চৌধুরী
C
হরপ্রসাদ শাস্ত্রী
D
রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ
সিরাজুল ইসলাম চৌধুরী একজন খ্যাতিমান প্রাবন্ধিক ও অধ্যাপক। তাঁর রচিত উল্লেখযোগ্য প্রবন্ধ হলো “স্বাধীনতা ও সংস্কৃতি”।
-
জন্ম: ১৯৩৬ সালের ২৩শে জুন, বিক্রমপুরের বাড়ৈখালিতে।
-
পরিচিতি: তিনি মূলত প্রাবন্ধিক, অধ্যাপক ও সাহিত্য বিশ্লেষক হিসেবে খ্যাত।
-
পুরস্কার ও সম্মাননা: লেখক সংঘ পুরস্কার, বাংলা একাডেমি পুরস্কার, লেখিকা সংঘ পুরস্কার, একুশে পদক, এবং ঋষিজ পদক লাভ করেছেন।
-
রচিত গল্প: “ভালো মানুষের জগৎ”, “দরজাটা খোলো”।
0
Updated: 1 month ago
'আলবেরুনী' - গ্রন্থটি রচনা করেন কে?
Created: 1 month ago
A
সমর সেন
B
শামসুজ্জামান খান
C
সত্যেন সেন
D
সত্যেন্দ্রনাথ দত্ত
সত্যেন সেন ছিলেন একজন সাহিত্যিক ও রাজনীতিবিদ। তিনি ১৯০৭ সালে বিক্রমপুরের সোনারঙ গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৬৮ সালে তিনি ‘উদীচী’ নামের একটি সাংস্কৃতিক সংগঠন প্রতিষ্ঠা করেন এবং ১৯৭০ সালে উপন্যাস রচনার জন্য বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন।
তাঁর রচিত উপন্যাসসমূহ:
-
ভোরের বিহঙ্গী
-
রুদ্ধদ্বার মুক্তপ্রাণ
-
পদচিহ্ন
-
আলবেরুনী
-
সাত নম্বর ওয়ার্ড
0
Updated: 1 month ago
'মিলির হাতে স্টেনগান' গল্পটির রচয়িতা কে?
Created: 1 month ago
A
শওকত আলী
B
আখতারুজ্জামান ইলিয়াস
C
আনোয়ার পাশা
D
ইমদাদুল হক মিলন
'মিলির হাতে স্টেনগান' গল্প আখতারুজ্জামান ইলিয়াসের রচিত 'দুধেভাতে উৎপাত' গল্পগ্রন্থের অন্তর্ভুক্ত এবং এতে স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের জীবনের চিত্র ফুটে উঠেছে। গল্পের প্রেক্ষাপট ৭০-এর দশকের ঢাকা শহর। মিলির পরিবারে মা, বাবা, দুই ভাই ও এক বোন রয়েছে। বড় ছেলে রানা একজন মুক্তিযোদ্ধা, যিনি তার স্টেনগানটি জমা না দিয়ে নিজের কাছে লুকিয়ে রেখেছে।
-
রানা অস্ত্রটিকে কেবল টিকে থাকার প্রতীক হিসেবে আগলে রাখে না, বরং প্রয়োজনমত নতুন টিভি সেট বা অন্যান্য গৃহসজ্জার উপকরণ হস্তগত করাতেও এটি তার পাশে থাকে।
-
গল্পে আব্বাস পাগলা চরিত্রটি নানা সমস্যা সৃষ্টি করে। তিনি নির্লজ্জভাবে রানার স্টেনগান চায়, কারণ তার মতে চাঁদের মধ্যে দখলদার বাহিনী ঘাঁটি গেড়ে বসেছে এবং সেই হানাদারদের দমন করতে রানার স্টেনগানই যথেষ্ট।
আখতারুজ্জামান ইলিয়াসের অন্যান্য গল্পগ্রন্থ:
-
অন্য ঘরে অন্য স্বর
-
খোয়ারি
-
দুধভাতে উৎপাত
-
দোজখের ওম
0
Updated: 1 month ago